২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী – পুরুষদের ম্যারাথন
২০০৮ অলিম্পিক গেমসে পুরুষদের ম্যারাথন দৌড়ানোর প্রতিযোগিতা আগস্টের ২৪ তারিখে অনুষ্ঠিত হয় বেইজিং ন্যাশনাল স্টেডিয়ামে।[1] কেনিয়ার স্যামুয়েল ওয়াঞ্জিরু ২:০৬:৩২ সময়ে নতুন অলিম্পিক রেকর্ড স্থাপন করে বিজয়ী হন।[2]
XXIX অলিম্পিয়াড খেলায় পুরুষদের ম্যারাথন | ||||||||||
![]() স্যামুয়েল ওয়াঞ্জিরু | ||||||||||
স্থান | বেইজিং | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
তারিখ | ২৪শে আগস্ট | |||||||||
প্রতিযোগী | ৫৭ টি দেশের ৯৮জন প্রতিযোগী | |||||||||
পদকবিজয়ী | ||||||||||
| ||||||||||
«২০০৪ | ২০১২» |
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী![]() | ||||
---|---|---|---|---|
ট্র্যাক বিভাগ | ||||
১০০ মিটার | পুরুষ | মহিলা | ||
২০০ মিটার | পুরুষ | মহিলা | ||
৪০০ মিটার | পুরুষ | মহিলা | ||
৮০০ মিটার | পুরুষ | মহিলা | ||
১৫০০ মিটার | পুরুষ | মহিলা | ||
৫০০০ মিটার | পুরুষ | মহিলা | ||
১০০০০ মিটার | পুরুষ | মহিলা | ||
১০০ মিটার বাধাদৌড় |
মহিলা | |||
১১০ মিটার বাধাদৌড় |
পুরুষ | |||
৪০০ মিটার বাধাদৌড় | পুরুষ | মহিলা | ||
৩০০০ মিটার স্টিপলচেজ |
পুরুষ | মহিলা | ||
৪ x ১০০ মিটার রিলে | পুরুষ | মহিলা | ||
৪ x ৪০০ মিটার রিলে | পুরুষ | মহিলা | ||
রোড বিভাগ | ||||
ম্যারাথন | পুরুষ | মহিলা | ||
২০ কিমি হাঁটা | পুরুষ | মহিলা | ||
৫০কিমি হাঁটা | পুরুষ | |||
ফিল্ড বিভাগ | ||||
লং জাম্প | পুরুষ | মহিলা | ||
ট্রিপল জাম্প | পুরুষ | মহিলা | ||
হাই জাম্প | পুরুষ | মহিলা | ||
পোল ভল্ট | পুরুষ | মহিলা | ||
শট পাট | পুরুষ | মহিলা | ||
ডিসকাস থ্রো | পুরুষ | মহিলা | ||
বর্শা নিক্ষেপ | পুরুষ | মহিলা | ||
হাতুড়ি ছোঁড়া | পুরুষ | মহিলা | ||
সম্মিলিত বিভাগ | ||||
হেপ্টাথলন | মহিলা | |||
ডেকাথলন | পুরুষ | |||
যোগ্যতানির্ণায়ক মাপকাঠি ছিল ২:১৫:০০ (A মান) এবং ২:১৮:০০ (B মান)।[3]
দৌড়
প্রথাগত গভীর রাতের পরিবর্তে প্রতিযোগিতা শুরু হয় ভোরবেলা। প্রথম ১০কিমি মোট আটজনের একটি দল এগিয়ে ছিল। সেটা ২০কিমির মাথায় ৫জনে এসে ঠেকে। এঁরা হলেন এরিথ্রীয় ইয়োনাস কিফল, ইথিয়পীয় দেরিবা মার্গা, কেনীয় মার্টিন লেল ও স্যামি ওয়াঞ্জিরু, এবং মরোক্কোর জাওয়াদ ঘারিব। পরের ১০কিমি দেরিবা মার্গা গতি বাড়িয়ে দেন, ফলে লেল ও কিফল পিছিয়ে পড়েন। ৩০কিমির মাথায়, স্যামি ওয়াঞ্জিরু দেরিবা মার্গাকে আক্রমণ করেন। আস্তে আস্তে মার্গা পিছিয়ে পড়তে থাকেন ও পদক জয়ের দৌড় থেকে ছিটকে যান। স্যামি ওয়াঞ্জিরু ঘারিবের থেকেও তাঁর প্রাধান্য ও দূরত্ব বজায় রেখে যান। যদিও ঘারিব আস্তে আস্তে ব্যবধান কমিয়ে আনেন কিন্তু শেষ পর্যন্ত ২:০৬:৩২ সময়ে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জেতেন ওয়াঞ্জিরু। ঘারিব পান রূপো আর শেগে কেবেডে অনেক লড়ে তৃতীয় স্থান অধিকার করেন।
রেকর্ড
এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।
বিশ্ব রেকর্ড | ![]() | ২:০৪:২৬ | বার্লিন, জার্মানি | ২৮শে সেপ্টেম্বর ২০০৭ |
অলিম্পিক রেকর্ড | ![]() | ২:০৯:২১ | লস অ্যাঞ্জেলিস, যুক্তরাষ্ট্র | ১২ই আগস্ট ১৯৮৪ |
এই অলিম্পিকে যে নতুন অলিম্পিক রেকর্ডটি সৃষ্টি হয় সেটি নিচে দেওয়া হল।
তারিখ | বিভাগ | দৌড়বীর | সময় | OR | WR |
---|---|---|---|---|---|
২৪শে আগস্ট | স্যামুয়েল ক্যামাউ ওয়াঞ্জিরু | ![]() | ২:০৬:৩২ | OR |
ফলাফল
- সমস্ত সময় ঘন্টা:মিনিট:সেকেন্ডে দেখানো হয়েছে।
নিম্নলিখিত শব্দসংক্ষেপগুলি ব্যবহার করা হয়েছে, -
|
|
ক্রম | প্রতিযোগী | রাষ্ট্র | সময় | টিকা[4] |
---|---|---|---|---|
![]() | স্যামুয়েল ক্যামাউ ওয়াঞ্জিরু | ![]() | ২:০৬:৩২ | ওআর |
![]() | জাওয়াদ ঘারিব | ![]() | ২:০৭:১৬ | |
![]() | শেগে কেবেডে | ![]() | ২:১০:০০ | |
৪ | দেরিবা মার্গা | ![]() | ২:১০:২১ | |
৫ | মার্টিন লেল | ![]() | ২:১০:২৪ | |
৬ | ভিক্টর রোথলিন | ![]() | ২:১০:৩৫ | |
৭ | গ্যাশ আসফাউ | ![]() | ২:১০:৫২ | |
৮ | ইয়ারেদ আসমেরম | ![]() | ২:১১:১১ | |
৯ | দাথান রিতজেনহেইন | ![]() | ২:১১:৫৯ | |
১০ | রায়ান হল | ![]() | ২:১২:৩৩ | |
১১ | মাইক ফোকোরোনি | ![]() | ২:১৩:১৭ | PB |
১২ | স্টেফানো বল্ডিনি | ![]() | ২:১৩:২৫ | |
১৩ | সুয়োশি ওগাটা | ![]() | ২:১৩:২৬ | SB |
১৪ | গ্রিগরী আন্দ্রেভ | ![]() | ২:১৩:৩৩ | |
১৫ | রুজেরো পার্টিল | ![]() | ২:১৩:৩৯ | |
১৬ | হোসে ম্যানুয়েল মার্টিনেজ | ![]() | ২:১৪:০০ | |
১৭ | ফ্রান্সিস কিরওয়া | ![]() | ২:১৪:২২ | |
১৮ | লি মিয়ং-সিউং | ![]() | ২:১৪:৩৭ | |
১৯ | জেন হোলমেন | ![]() | ২:১৪:৪৪ | |
২০ | আব্দেররহিম ঘুমরি | ![]() | ২:১৫:০০ | |
২১ | আলেক্সি সোকোলভ | ![]() | ২:১৫:৫৭ | |
২২ | ব্রায়ান সেল | ![]() | ২:১৬:০৭ | |
২৩ | অট্টাভিয়ানো আন্দ্রিয়ানি | ![]() | ২:১৬:১০ | |
২৪ | ড্যান রবসন | ![]() | ২:১৬:১৪ | |
২৫ | ডেং হেইয়াং | ![]() | ২:১৬:১৭ | |
২৬ | আব্দেররহিম বুরামদান | ![]() | ২:১৭:৪২ | |
২৭ | ভাসিল ম্যাটভিচুক | ![]() | ২:১৭:৫০ | |
২৮ | লি বং-জু | ![]() | ২:১৭:৫৬ | |
২৯ | ওলেগ কুলকভ | ![]() | ২:১৮:১১ | |
৩০ | পাওলো গোমেজ | ![]() | ২:১৮:১৫ | |
৩১ | আলেক্স মালিঙ্গা | ![]() | ২:১৮:২৬ | |
৩২ | কার্লোস কর্ডেরো | ![]() | ২:১৮:৪০ | |
৩৩ | কুম-সং রি | ![]() | ২:১৯:০৮ | |
৩৪ | হেনরিক জোস্ট | ![]() | ২:১৯:৪৩ | |
৩৫ | হোসে আমাদো গার্সিয়া | ![]() | ২:২০:১৫ | |
৩৬ | ইয়োনাস কিফল | ![]() | ২:২০:২৩ | |
৩৭ | নাসের সাকার সঈদ | ![]() | ২:২০:২৪ | |
৩৮ | হোসে ডি সুজা | ![]() | ২:২০:২৫ | |
৩৯ | কামিল মাসি | ![]() | ২:২০:৩০ | |
৪০ | সং-চোল পাক | ![]() | ২:২১:১৬ | |
৪১ | ইয়ারোস্লাভ মুসিনস্কি | ![]() | ২:২১:১৮ | |
৪২ | ইল-নাম কিম | ![]() | ২:২১:৫১ | |
৪৩ | হুয়ান কার্লোস কারডোনা | ![]() | ২:২১:৫৭ | |
৪৪ | হেন্ড্রিক রামালা | ![]() | ২:২২:৪৩ | |
৪৫ | অর্জুন কুমার বাসনেট | ![]() | ২:২৩:০৯ | PB |
৪৬ | হেল্ডার অর্নেলাস | ![]() | ২:২৩:২০ | |
৪৭ | প্রোকোপিও ফ্র্যাঙ্কো | ![]() | ২:২৩:২৪ | |
৪৮ | নেলসন ক্রুজ | ![]() | ২:২৩:৪৭ | |
৪৯ | রবার্তো একেভেরিয়া | ![]() | ২:২৩:৫৪ | |
৫০ | কিম ই-ইয়ং | ![]() | ২:২৩:৫৭ | |
৫১ | লি ঝুহং | ![]() | ২:২৪:০৮ | |
৫২ | বাট-ওচিরিন সের-ওড | ![]() | ২:২৪:১৯ | |
৫৩ | নর্মান লোমো | ![]() | ২:২৪:২৮ | |
৫৪ | আর্কাডিয়াজ সোয়া | ![]() | ২:২৪:৪৮ | |
৫৫ | স্যামসন রামাধানি | ![]() | ২:২৫:০৩ | |
৫৬ | ডাবিলি বাশিঙ্গিলি | ![]() | ২:২৫:১১ | |
৫৭ | সাইমন মুনিউতু | ![]() | ২:২৫:৫০ | |
৫৮ | অ্যান্টনি বার্নার্ডো | ![]() | ২:২৬:২৯ | |
৫৯ | উ ওয়েন-চিয়েন | ![]() | ২:২৬:৫৫ | |
৬০ | লি ট্রুপ | ![]() | ২:২৭:১৭ | |
৬১ | কনস্ট্যান্টিনো লিয়ঁ | ![]() | ২:২৮:০৪ | |
৬২ | গোরান স্টোজিল্কোভিচ | ![]() | ২:২৮:১৪ | |
৬৩ | আলফ্রেডো আরিভালো | ![]() | ২:২৮:২৬ | |
৬৪ | ইউসুফ ওথম্যান কাদের | ![]() | ২:২৮:৪০ | |
৬৫ | ফ্র্যাঙ্কলিন টেনোরিও | ![]() | ২:২৯:০৫ | |
৬৬ | ফ্রান্সিস্কো বাতিস্তা | ![]() | ২:২৯:২৮ | |
৬৭ | রোমান কেজার | ![]() | ২:২৯:৩৭ | |
৬৮ | জোয়াকিম শিমিরিমানা | ![]() | ২:২৯:৫৫ | |
৬৯ | সেটেং আয়েল | ![]() | ২:৩০:০৭ | |
৭০ | তাখির মামাশায়েভ | ![]() | ২:৩০:২৬ | |
৭১ | আব্দিল সিলান | ![]() | ২:৩১:৪৩ | |
৭২ | হোসে রিওস | ![]() | ২:৩২:৩৫ | |
৭৩ | হেম বান্টিং | ![]() | ২:৩৩:৩২ | |
৭৪ | মার্সেল শপ | ![]() | ২:৩৫:০৬ | |
৭৫ | পাভেল লোস্কুতভ | ![]() | ২:৩৯:০১ | |
৭৬ | আতসুশি সাতো | ![]() | ২:৪১:০৮ | |
DNF | টেসফায়োহানেস মেস্ফেন | ![]() | ||
DNF | জুলিও রে | ![]() | ||
DNF | মার্টিন ফাগান | ![]() | ||
DNF | আল মুস্তাফা রিয়াধ | ![]() | ||
DNF | আলি মোবারক এল জাইদি | ![]() | ||
DNF | মেরিলসন ডস স্যান্টোস | ![]() | ||
DNF | লুক কিবেট | ![]() | ||
DNF | আব্দুলহক এলগর্চে জাকারিয়া | ![]() | ||
DNF | লুই ফনসেকা | ![]() | ||
DNF | ওলেক্সান্দ্র সিটকোভস্কি | ![]() | ||
DNF | ফ্র্যাঙ্ক ডি ক্যালডেইরা | ![]() | ||
DNF | আন্দ্রেই গোর্দিয়েভ | ![]() | ||
DNF | জোয়াও এন'টিম্বা | ![]() | ||
DNF | মোজেস মোয়েকেতসি মোসুহিল | ![]() | ||
DNF | গেটুলি বায়ো | ![]() | ||
DNF | মুবারক হাসান শামি | ![]() | ||
DNF | সাইমন সোটাং মেইন | ![]() | ||
DNF | ক্লেমেন্ট মাবোথিল লেবোপো | ![]() | ||
DNF | ওলেক্সান্দ্র কুজিন | ![]() | ||
DNS | মোহামেদ ইকোকি সানদেকি | ![]() | ||
DNS | সাতোশি ওসাকি | ![]() | ||
DNS | অগাস্টো সোরেস | ![]() |
অন্তর্বর্তী পর্যায়
পর্যায় | প্রতিযোগী | রাষ্ট্র | সময় |
---|---|---|---|
১০কিমি | ১. হোসে ম্যানুয়েল মার্টিনেজ | ![]() | ২৯:২৫ |
২. দেরিবা মার্গা | ![]() | একই সময় | |
৩. মার্টিন লেল | ![]() | একই সময় | |
৪. ইয়ারেদ আসমেরম | ![]() | একই সময় | |
৫. ইয়োনাস কিফল | ![]() | +০:০১ | |
২০কিমি | ১. দেরিবা মার্গা | ![]() | ৫৯:১০ |
২. ইয়োনাস কিফল | ![]() | একই সময় | |
৩. মার্টিন লেল | ![]() | একই সময় | |
৪. জাওয়াদ ঘারিব | ![]() | একই সময় | |
৫. স্যামুয়েল ক্যামাউ ওয়াঞ্জিরু | ![]() | একই সময় | |
৩০কিমি | ১. দেরিবা মার্গা | ![]() | ১:২৯:১৪ |
২. স্যামুয়েল ক্যামাউ ওয়াঞ্জিরু | ![]() | একই সময় | |
৩. জাওয়াদ ঘারিব | ![]() | +০:০৪ | |
৪. মার্টিন লেল | ![]() | +০:০৯ | |
৫. ইয়োনাস কিফল | ![]() | +০:১৫ | |
৪০কিমি | ১. স্যামুয়েল ক্যামাউ ওয়াঞ্জিরু | ![]() | ১:৫৯:৫৪ |
২. জাওয়াদ ঘারিব | ![]() | +০:১৮ | |
৩. দেরিবা মার্গা | ![]() | +১:৫৭ | |
৪. শেগে কেবেডে | ![]() | +২:৪৩ | |
৫. মার্টিন লেল | ![]() | +৩:০৪ | |
তথ্যসূত্র
- "অলিম্পিক দৌড়বাজী প্রতিযোগিতার সূচি"। IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪।
- "Kenyan wins marathon gold"। Associated Press via Sportsnet.ca। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-২৪।
- "Entry Standards - The XXIX Olympic Games - Beijing, China - 8/24 August 2008"। IAAF। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১২।
বহিঃসংযোগ
- Detailed Results of the Men's Marathon - The Official Website of the Beijing 2008 Olympic Games
- sports-reference