অলিম্পিকে ক্যামেরুন

ক্যামেরুন ১৯৬৪ সালে অলিম্পিক গেমসে অভিষেকের পর থেকে সকল গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। যদিও ১৯৭৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে নিউজিল্যান্ডের অংশগ্রহণের প্রতিবাদে আফ্রিকান বয়কটের অংশ হিসাবে তিনদিন প্রতিযোগিতা চলার পরে বয়কট করেছিল। এছাড়া ২০০২ শীতকালীন অলিম্পিকে ক্যামেরুনের একজন ক্রীড়াবিদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।

অলিম্পিক গেমসে ক্যামেরুন

ক্যামেরুনের জাতীয় পতাকা
আইওসি কোড  CMR
এনওসি Comité National Olympique et Sportif du Cameroun (ক্যামেরুনের জাতীয় অলিম্পিক কমিটি)
ওয়েবসাইটwww.cnosc.com (ফরাসি)
অলিম্পিক ইতিহাস
গ্রীষ্মকালীন গেমস
  • ১৯৬৪
  • ১৯৬৮
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৮০
  • ১৯৮৪
  • ১৯৮৮
  • ১৯৯২
  • ১৯৯৬
  • ২০০০
  • ২০০৪
  • ২০০৮
  • ২০১২
  • ২০১৬
শীতকালীন গেমস
  • ২০০২
  • ২০০৬
  • ২০১০
  • ২০১৪

ক্যামেরুনের ক্রীড়াবিদগণ ২০০০ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফুটবলে স্বর্ণ পদক সহ মোট পাঁচটি পদক জিতেছে। তবে শীতকালীন অলিম্পিক গেমসে কোন পদক জিততে পারেনি।

ক্যামেরুনের জাতীয় অলিম্পিক কমিটি ১৯৬৩ সালে গঠিত হয়।

পদক তালিকা

গ্রীষ্মকালীন গেমস অনুযায়ী পদক

গেমস ক্রীড়াবিদ স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট অব.
১৯৬৪ টোকিও
১৯৬৮ মেক্সিকো সিটি৩৯
১৯৭২ মিউনিখ১১
১৯৭৬ মন্ট্রিল
১৯৮০ মস্কো২৫
১৯৮৪ লস অ্যাঞ্জেলেস৪৮৪৩
১৯৮৮ সিউল১৫
১৯৯২ বার্সেলোনা
১৯৯৬ আটলান্টা১৫
২০০০ সিডনি৩৫৫০
২০০৪ এথেন্স১৭৫৪
২০০৮ বেইজিং৩৩৫২
২০১২ লন্ডন৩৩
২০১৬ রিওভবিষ্যৎ ইভেন্ট
২০২০ টোকিও
সর্বমোট৭৪

শীতকালীন গেমস অনুযায়ী পদক

গেমস ক্রীড়াবিদ স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট অব.
২০০২ সল্ট লেক
২০০৬ তুরিনঅংশগ্রহন করেনি
২০১০ ভ্যানকুভার
২০১৪ সোচি
২০১৮ পিয়ংচ্যাঙভবিষ্যৎ ইভেন্ট
২০২২ বেইজিং
সর্বমোট

ক্রীড়া অনুযায়ী পদক

ক্রীড়া স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
দৌড়বাজী
ফুটবল
মুষ্টিযুদ্ধ
সর্বমোট

আরও দেখুন

বহিঃসংযোগ

  • "Cameroon" (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
  • "Results and Medalists" [ফলাফল ও পদক তালিকা]। Olympic.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
  • "অলিম্পিক পদক বিজয়ীগণ" (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
  • "ক্যামেরুন" (ইংরেজি ভাষায়)। Sports-Reference.com।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.