অলিম্পিকে রাশিয়া
রাশিয়া আধুনিক অলিম্পিক গেমসের অধিকাংশ আসরেই বিভিন্ন সময় আলাদা আলাদা জাতি হিসাবে অংশগ্রহণ করেছে। প্রথম রুশ সাম্রাজ্যের অধীন ১৯০০ গেমসে অংশগ্রহণ করে। ১৯০৪ সালের গেমসে অংশগ্রহণ না করলেও ১৯০৮ এবং ১৯১২ গেমসে পুনরায় ফিরে আসে। ১৯১৭ সালে রুশ বিপ্লব সংঘটিত হয় এবং ১৯২২ সালে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়। রাশিয়া সোভিয়েত ইউনিয়নের অধীন ১৯৫২ অলিম্পিকে প্রথম অংশগ্রহণ করে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন হলে রাশিয়া সমন্বিত দলের অংশ হিসাবে ১৯৯২ গেমসে অংশগ্রহণ করেছিল। রাশিয়া প্রথম স্বাধীনভভাবে অংশগ্রহণ করে ১৯৯৪ শীতকালীন অলিম্পিকে।
অলিম্পিক গেমসে রাশিয়া | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||
অলিম্পিক ইতিহাস | ||||||||||||
গ্রীষ্মকালীন গেমস | ||||||||||||
|
||||||||||||
শীতকালীন গেমস | ||||||||||||
|
||||||||||||
অন্যান্য সম্পর্কিত উপস্থিতি | ||||||||||||
![]() ![]() ![]() |
রাশিয়ার মস্কো ১৯৮০ গ্রীষ্মকালীন অলিম্পিক সোভিয়েত ইউনিয়ন হিসাবে এবং সোচি ২০১৪ শীতকালীন অলিম্পিকের স্বাগতিক ছিল।
রুশ ক্রীড়াবিদগণ গ্রীষ্মকালীন অলিম্পিকে ৩৭৯ টি পদক এবং শীতকালীন অলিম্পিক গেমসে ১২৪ টি পদক জিতেছে।
পদক তালিকা
গ্রীষ্মকালীন পদক অনুযায়ী পদক
|
শীতকালীন গেমস অনুযায়ী পদক
|
Medals by summer sportআরও দেখুনবহিঃসংযোগ
|
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.