গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস
গ্রীষ্মকালীন অলিম্পিক গেম্স (ইংরেজি: Summer Olympic Games বা the Games of the Olympiad) একটি আন্তর্জাতিক বহু-ক্রীড়াবিশিষ্ট প্রতিযোগিতা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রতি চার বছর অন্তর এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিটি ক্রীড়ার জন্য এক বা একাধিক ইভেন্ট থাকে এবং প্রতিটি ইভেন্টের জন্য প্রথম স্থানাধিকারীরে স্বর্ণপদক, দ্বিতীয় স্থানাধিকারীকে রৌপ্যপদক এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ব্রোঞ্জের পদক প্রদান করা হয়। গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের ঐতিহ্য ১৯০৪ সালে শুরু হয়।
গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস | |
---|---|
![]() | |
![]() অলিম্পিক শিখা ২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিক লন্ডন এ অনুষ্ঠিতব্য এর সময়ের ছবি | |
Games | |
Sports (বিস্তারিত) | |
|
পূর্ণাঙ্গ পদক তালিকা
সেরা দশটি দেশ থেকে তথ্যসূত্র অনুয়ায়ী এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সরকারি তথ্য অনুযায়ী।
বিগত দেশগুলি
# | দেশ | গেম | সোনা | রূপা | ব্রোঞ্জ | মোট |
---|---|---|---|---|---|---|
১ | ![]() | ২৬ | ৯৭৬ | ৭৫৮ | ৬৬৬ | ২৪০০ |
২ | ![]() | ৯ | ৩৯৫ | ৩১৬ | ২৯৬ | ১০১০ |
৩ | ![]() | ২৭ | ২৩৬ | ২৭২ | ২৭২ | ৭৮০ |
৪ | ![]() | ২৭ | ২০২ | ২২৩ | ২৪৬ | ৬৭১ |
৫ | ![]() | ৯ | ২০১ | ১৪৪ | ১২৮ | ৪৭৩ |
৬ | ![]() | ২৬ | ১৯৮ | ১৬৬ | ১৮৫ | ৫৪৯ |
৭ | ![]() | ১৫ | ১৭৪ | ১৮২ | ২১৭ | ৫৭৩ |
৮ | ![]() | ২৫ | ১৬৭ | ১৪৪ | ১৬৫ | ৪৭৬ |
৯ | ![]() | ৫ | ১৫৩ | ১২৯ | ১২৭ | ৪০৯ |
১০ | ![]() | ২৬ | ১৪৩ | ১৬৭ | ১৭৬ | ৪৮৩ |
১১ | ![]() | ২৫ | ১৩৮ | ১৫৩ | ১৭৭ | ৪৬৮ |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.