গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস

গ্রীষ্মকালীন অলিম্পিক গেম্‌স (ইংরেজি: Summer Olympic Games বা the Games of the Olympiad) একটি আন্তর্জাতিক বহু-ক্রীড়াবিশিষ্ট প্রতিযোগিতাআন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রতি চার বছর অন্তর এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিটি ক্রীড়ার জন্য এক বা একাধিক ইভেন্ট থাকে এবং প্রতিটি ইভেন্টের জন্য প্রথম স্থানাধিকারীরে স্বর্ণপদক, দ্বিতীয় স্থানাধিকারীকে রৌপ্যপদক এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ব্রোঞ্জের পদক প্রদান করা হয়। গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের ঐতিহ্য ১৯০৪ সালে শুরু হয়।

পূর্ণাঙ্গ পদক তালিকা

সেরা দশটি দেশ থেকে তথ্যসূত্র অনুয়ায়ী এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সরকারি তথ্য অনুযায়ী।

     বিগত দেশগুলি

#দেশগেমসোনারূপাব্রোঞ্জমোট
 মার্কিন যুক্তরাষ্ট্র (USA)২৬৯৭৬৭৫৮৬৬৬২৪০০
 সোভিয়েত ইউনিয়ন (URS)৩৯৫৩১৬২৯৬১০১০
 গ্রেট ব্রিটেন (GBR)২৭২৩৬২৭২২৭২৭৮০
 ফ্রান্স (FRA)২৭২০২২২৩২৪৬৬৭১
 চীন (CHN)২০১১৪৪১২৮৪৭৩
 ইতালি (ITA)২৬১৯৮১৬৬১৮৫৫৪৯
 জার্মানি (GER)১৫১৭৪১৮২২১৭৫৭৩
 হাঙ্গেরি (HUN)২৫১৬৭১৪৪১৬৫৪৭৬
 পূর্ব জার্মানি (GDR)১৫৩১২৯১২৭৪০৯
১০  সুইডেন (SWE)২৬১৪৩১৬৭১৭৬৪৮৩
১১  অস্ট্রেলিয়া (AUS)২৫১৩৮১৫৩১৭৭৪৬৮

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.