২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিক

২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিক (অফিসিয়ালিভাবে ৩২তম অলিম্পিয়াড এবং সাধারণভাবে টোকিও ২০২০ নামে পরিচিত) আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কর্তৃক আয়োজিত একটি বহুক্রীড়া প্রতিযোগিতা যা ২০২০ সালে জুলাই থেকে আগস্টে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটি ৪ জুলাই শুরু হবে এবং শেষ হবে ৯ আগস্ট ২০২০। টোকিও এর আগে ১৯৬৪ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করেছিল এবং ২০২০ অলিম্পিকে টোকিও পঞ্চম শহর (এশিয়ার প্রথম) হবে যে দ্বিতীয়বার আয়োজন করা সুযোগ পেয়েছে। এছাড়াও টোকিও ২০২০ গ্রীষ্মকালীন প্যারালিম্পিকও আয়োজন করবে।

XXXII অলিম্পিয়াডের গেমস
আয়োজক শহরTBD (Istanbul, টোকিও, or Madrid),
অংশগ্রহণকারী দেশ২০৬ (প্রত্যাশিত)
অংশগ্রহণকারী ক্রীড়াবিদ১১,০৯১ (প্রত্যাশিত)
গ্রীষ্মকালীন
রিও ২০১৬ প্যারিস ২০২৪
শীতকালীন
পিয়ংচ্যাঙ ২০১৮ বেইজিং ২০২২

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.