অলিম্পিকে সমন্বিত দল
সমন্বিত দল হল ১৯৯২ গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী একটি স্বাধীন দল, যা সাবেক সোভিয়েত ইউনিয়নের ১২টি দেশের ক্রীড়াবিদদের নিয়ে গঠিত হয়েছিল। সমন্বিত দলের জন্য আইওসি দেশের কোড নির্ধারণ করে EUN, যা ফরাসী নাম Équipe Unifiée থেকে নেওয়া। দলটি কখনো কখনো সিআইএস (কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেট) দলও বলা হয়। যদিও জর্জিয়া ১৯৯৩ সালের আগে সিআইএস-এ যোগ দেয়নি।
অলিম্পিক গেমসে সমন্বিত দল | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||
অলিম্পিক ইতিহাস | ||||||||
গ্রীষ্মকালীন গেমস | ||||||||
১৯৯২ | ||||||||
শীতকালীন গেমস | ||||||||
১৯৯২ | ||||||||
অন্যান্য সম্পর্কিত উপস্থিতি | ||||||||
![]() ![]() |
অংশগ্রহণকারী দেশসমূহ
সমন্বিত দল সাবেক সোভিয়েত ইউনিয়নের ১২টি দেশের ক্রীড়াবিদদের নিয়ে গঠিত হয়। বার্সেলোনায় অনুষ্ঠিত ১৯৯২ গ্রীষ্মকালীন অলিম্পিকে ১২টি দেশই অংশগ্রহণ করে কিন্তু আলবার্টভিলে অনুষ্ঠিত ১৯৯২ শীতকালীন অলিম্পিকে ৬টি দেশ অংশগ্রহণ করেছিল।
দেশসমূহ (সাবেক সোভিয়েত ইউনিয়ন) |
আইওসি কোড (১৯৯৪—) |
---|---|
![]() | ARM |
![]() | AZE |
![]() | BLR |
![]() | GEO |
![]() | KAZ |
![]() | KGZ |
![]() | MDA |
![]() | RUS |
![]() | TJK |
![]() | TKM |
![]() | UKR |
![]() | UZB |
* যারা সমন্বিত দলের হয়ে শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেনি।
পদক তালিকা
গেমস অনুযায়ী পদক
গেমস | বিস্তারিত | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট | অব. |
---|---|---|---|---|---|---|
![]() | ১৯৯২ শীতকালীন অলিম্পিকে সমন্বিত দল | ৯ | ৬ | ৮ | ২৩ | ২ |
![]() | ১৯৯২ গ্রীষ্মকালীন অলিম্পিকে সমন্বিত দল | ৪৫ | ৩৮ | ২৯ | ১১২ | ১ |
সর্বমোট | ৫৪ | ৪৪ | ৩৭ | ১৩৫ |
গ্রীষ্মকালীন ক্রীড়া অনুযায়ী পদক
ক্রীড়া | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট |
---|---|---|---|---|
![]() | ৯ | ৫ | ৪ | ১৮ |
![]() | ৭ | ১১ | ৩ | ২১ |
![]() | ৬ | ৫ | ৫ | ১৬ |
![]() | ৬ | ৩ | ১ | ১০ |
![]() | ৫ | ৪ | ০ | ৯ |
![]() | ৫ | ২ | ১ | ৮ |
![]() | ২ | ০ | ২ | ৪ |
![]() | ১ | ২ | ২ | ৫ |
![]() | ১ | ১ | ০ | ২ |
![]() | ১ | ০ | ১ | ২ |
![]() | ১ | ০ | ১ | ২ |
![]() | ১ | ০ | ০ | ১ |
![]() | ০ | ২ | ১ | ৩ |
![]() | ০ | ১ | ১ | ২ |
![]() | ০ | ১ | ১ | ২ |
![]() | ০ | ১ | ০ | ১ |
![]() | ০ | ০ | ২ | ২ |
![]() | ০ | ০ | ২ | ২ |
![]() | ০ | ০ | ১ | ১ |
![]() | ০ | ০ | ১ | ১ |
সর্বমোট | ৪৫ | ৩৮ | ২৯ | ১১২ |
শীতকালীন ক্রীড়া অনুযায়ী পদক
ক্রীড়া | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট |
---|---|---|---|---|
![]() | ৩ | ২ | ৪ | ৯ |
![]() | ৩ | ১ | ১ | ৫ |
![]() | ২ | ২ | ২ | ৬ |
![]() | ১ | ০ | ০ | ১ |
![]() | ০ | ১ | ০ | ১ |
![]() | ০ | ০ | ১ | ১ |
সর্বমোট | ৯ | ৬ | ৮ | ২৩ |
পতাকা বাহক
১৯৯২ আলবার্টভিল শীতকালীন অলিম্পিকে - ভ্যালেরি মেদভেট্সেভ (বায়াথলন) ১৯৯২ বার্সেলোনা গ্রীষ্মকালীন অলিম্পিকে - আলেক্সান্ডার কারেলিন (কুস্তি)
আরও দেখুন
- প্যারালিম্পিকে সমন্বিত দল
- জার্মানির সমন্বিত দল
বহিঃসংযোগ
- "Results and Medalists" [ফলাফল ও পদক তালিকা]। Olympic.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
- "অলিম্পিক পদক বিজয়ীগণ" (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
- "Unified Team" (ইংরেজি ভাষায়)। Sports-Reference.com।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.