অলিম্পিকে মিশর

মিশর প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে ১৯১২ সালে এবং তারপর প্রায় সকল গ্রীষ্মকালীন গেমসে অংশগ্রহণ করেছে। ১৯৫৬ গ্রীষ্মকালীন অলিম্পিক মিশর, ইরাক ও লেবানন সুয়েজ যুদ্ধের প্রতিবাদ হিসাবে বয়কট করেছিল। তবে স্টকহোমে অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এরপর ১৯৭৬ সালে আফ্রিকান বয়কটের অংশ হিসাবে এবং ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বয়কট করেছিল।

অলিম্পিক গেমসে মিশর

মিশরের জাতীয় পতাকা
আইওসি কোড  EGY
এনওসি মিশরীয় অলিম্পিক কমিটি
ওয়েবসাইটwww.egyptianolympic.org (আরবি) (ইংরেজি)
অলিম্পিক ইতিহাস
গ্রীষ্মকালীন গেমস
  • ১৯১২
  • ১৯২০
  • ১৯২৪
  • ১৯২৮
  • ১৯৩২
  • ১৯৩৬
  • ১৯৪৮
  • ১৯৫২
  • ১৯৫৬
  • ১৯৬০*
  • ১৯৬৪*
  • ১৯৬৮*
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৮০
  • ১৯৮৪
  • ১৯৮৮
  • ১৯৯২
  • ১৯৯৬
  • ২০০০
  • ২০০৪
  • ২০০৮
  • ২০১২
  • ২০১৬
*সংযুক্ত আরব প্রজাতন্ত্র হিসেবে
শীতকালীন গেমস
  • ১৯৮৪
  • ১৯৮৮–২০১৪

মিশরীয় ক্রীড়াবিদগন গ্রীষ্মকালীন অলিম্পিকে ২৬টি পদক জিতেছে এবং সবচেয়ে বেশি পদক জিতেছে ভারোত্তোলন ক্রীড়ায়। শীতকালীন অলিম্পিক গেমসে কোন পদক জিততে পারেনি।

মিশরের জাতীয় অলিম্পিক কমিটি মিশরীয় অলিম্পিক কমিটি ১৯১০ সালে গঠিত হয় এবং একই বছর আইওসির স্বীকৃতিওও পায়।

পদক তালিকা

আরও দেখুন: সর্বকালীন অলিম্পিক গেমসের পদক তালিকা

গ্রীষ্মকালীন গেমস অনুযায়ী পদক

গেমস ক্রীড়াবিদ স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট অব.
১৯১২ স্টোকহোম10000
১৯২০ এন্টওয়ার্প220000
১৯২৪ প্যারিস330000
১৯২৮ আমস্টারডাম32211417
১৯৩২ লস অ্যাঞ্জেলেসবয়কট করেছিল
১৯৩৬ বার্লিন54212515
১৯৪৮ লন্ডন85221516
১৯৫২ হেলসিংকি106001140
১৯৫৬ মেলবোর্ন30000
১৯৬০ রোম74011230
১৯৬৪ টোকিও730000
১৯৬৮ মেক্সিকো সিটি300000
১৯৭২ মিউনিখ230000
১৯৭৬ মন্ট্রিল290000
১৯৮০ মস্কোবয়কট করেছিল
১৯৮৪ লস অ্যাঞ্জেলেস114010133
১৯৮৮ সিউল490000
১৯৯২ বার্সেলোনা750000
১৯৯৬ আটলান্টা290000
২০০০ সিডনি890000
২০০৪ এথেন্স97113546
২০০৮ বেইজিং103001180
২০১২ লন্ডন113020258
সর্বমোট79102653

শীতকালীন গেমস অনুযায়ী পদক

গেমস ক্রীড়াবিদ স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট অব.
১৯৮৪ সারাজেভো10000
১৯৮৮–২০১৪অংশগ্রহণ করেনি
সর্বমোট0000

ক্রীড়া অনুযায়ী পদক

ক্রীড়া স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
ভারোত্তোলন 5229
কুস্তি 2327
মুষ্টিযুদ্ধ0134
ডাইভিং 0112
জুডো0112
অসিচালনা 0101
তায়কোয়ান্দো 0011
সর্বমোট791026

পদক বিজয়ী 

আরও দেখুন 

  • প্যারালিম্পিকে মিশর

বহিঃসংযোগ 

  • "Egypt"। International Olympic Committee।
  • "Results and Medalists" [ফলাফল ও পদক তালিকা]। Olympic.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
  • "Olympic Medal Winners"। International Olympic Committee।
  • "Egypt"। Sports-Reference.com।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.