অলিম্পিকে গুয়াতেমালা

গুয়াতেমালা প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে ১৯৫২ সালে, কিন্তু পরের তিনটি গেমসে অংশগ্রহণ করতে পারেনি। ১৯৬৮ গ্রীষ্মকালীন গেমসে গুয়াতেমালা পুনরায় ফিরে আসে এবং তারপরের সকল গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে প্রতিদ্বন্দ্বিতা করেছে। শীতকালীন গেমসের মধ্যে একমাত্র ১৯৮৮ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছিল।

অলিম্পিক গেমসে গুয়াতেমালা

গুয়াতেমালার জাতীয় পতাকা
আইওসি কোড  GUA
এনওসি Comité Olímpico Guatemalteco (গুয়াতেমালীয় অলিম্পিক কমিটি)
ওয়েবসাইটwww.cog.org.gt (স্পেনীয়)
অলিম্পিক ইতিহাস
গ্রীষ্মকালীন গেমস
  • ১৯৫২
  • ১৯৫৬
  • ১৯৬০
  • ১৯৬৪
  • ১৯৬৮
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৮০
  • ১৯৮৪
  • ১৯৮৮
  • ১৯৯২
  • ১৯৯৬
  • ২০০০
  • ২০০৪
  • ২০০৮
  • ২০১২
  • ২০১৬
শীতকালীন গেমস
  • ১৯৮৮
  • ১৯৯২–২০১৪

গুয়াতেমালা প্রথম ও একমাত্র পদক জিতে ২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিকে, যাতে এরিক বার্রোন্ডো পুরুষদের ২০ কিলোমিটার দৌড়বাজীতে রৌপ্য জিতেছিল।[1]

গুয়াতেমালার জাতীয় অলিম্পিক কমিটি ১৯৪৭ সালে গঠিত হয় এবং একই বছর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি লাভ করে।

পদক তালিকা

গ্রীষ্মকালীন গেমস অনুযায়ী পদক

গেমস ক্রীড়াবিদ স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট অব.
১৯৫২ হেলসিংকি২১
১৯৫৬ মেলবোর্নঅংশগ্রহণ করেনি
১৯৬০ রোমঅংশগ্রহণ করেনি
১৯৬৪ টোকিওঅংশগ্রহণ করেনি
১৯৬৮ মেক্সিকো সিটি৪৮
১৯৭২ মিউনিখ
১৯৭৬ মন্ট্রিল২৯
১৯৮০ মস্কোঅংশগ্রহণ করেনি
১৯৮৪ লস অ্যাঞ্জেলেস২৪
১৯৮৮ সিউল৩০-
১৯৯২ বার্সেলোনা১৪-
১৯৯৬ আটলান্টা২৬-
২০০০ সিডনি১৫
২০০৪ এথেন্স১৪
২০০৮ বেইজিং১২
২০১২ লন্ডন১৯৬৯
সর্বমোট১০২

শীতকালীন গেমস অনুযায়ী পদক

গেমস ক্রীড়াবিদ স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট অব
১৯৮৮ ক্যালগেরি
সর্বমোট

ক্রীড়া অনুযায়ী পদক

ক্রীড়া স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
দৌড়বাজী
সর্বমোট

পদক প্রাপ্তদের তালিকা

পদক নাম গেমস ক্রীড়া ইভেন্ট
 রৌপ্যএরিক বাররোন্দো ২০১২ লন্ডন অ্যাথলেটিক্সপুরুষদের ২০ কিমি হাঁটা

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Chen wins Olympic 20km walk, history for Guatemala" (ইংরেজি ভাষায়)। ইউরোস্পোর্টস এশিয়া। ৪ আগস্ট ২০১২। ৬ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১২

বহিঃসংযোগ

  • "Guatemala" (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
  • "Results and Medalists" [ফলাফল ও পদক তালিকা]। Olympic.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
  • "অলিম্পিক পদক বিজয়ীগণ" (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
  • "Guatemala" (ইংরেজি ভাষায়)। Sports-Reference.com।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.