শ্রীলঙ্কা ক্রিকেট

শ্রীলঙ্কা ক্রিকেট (সাবেক: শ্রীলঙ্কা ক্রিকেট কন্ট্রোল বোর্ড) (তামিল: இலங்கை துடுப்பாட்ட வாரியம்) শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এটি শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা পরিচালনা করে। কলম্বোর সিংহলীজ স্পোর্টস ক্লাবে এর সদর দফতর অবস্থিত। শ্রীলঙ্কার ক্রিকেটের মানোন্নয়ন, মাঠ পরিচালনা এবং জাতীয় দল নির্বাচনে এটি প্রধান ভূমিকা রাখছে। বর্তমানে শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জয়ন্ত ধর্মদাসা। শ্রীলঙ্কান সরকার কর্তৃক অন্তর্বর্তীকালীন কমিটির মাধ্যমে শ্রীলঙ্কা ক্রিকেট পরিচালিত হয়। কমিটিতে বিতর্কিত সাবেক খেলোয়াড়সহ সাংবাদিকগণ রয়েছেন।[2] যৌথভাবে ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সমাপান্তে সরকার মনোনীত অন্তর্বর্তীকালীন কমিটির অর্থনৈতিক অব্যবস্থাপনায় লিপ্ত ছিল।[3]

শ্রীলঙ্কা ক্রিকেট
ক্রীড়াক্রিকেট
কার্যক্ষেত্রজাতীয়
সংক্ষেপেএসএলসি
অধিভুক্তআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
অধিভুক্তের তারিখ২১ জুলাই ১৯৮১ (1981-07-21)
সদর দফতরসিংহলীজ স্পোর্টস ক্লাব, কলম্বো
সভাপতিজয়ন্ত ধর্মদাসা[1]
সচিবনিশান্থ রানাতুঙ্গা
প্রশিক্ষকমারভান আতাপাত্তু
পৃষ্ঠপোষকডায়ালগ এক্সিয়াতা পিএলসি
শ্রীলঙ্কা টি বোর্ড
স্থলাভিষিক্তশ্রীলঙ্কা ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিএসএল)
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
www.srilankacricket.lk

ঘরোয়া প্রতিযোগিতা

শ্রীলঙ্কা ক্রিকেট দেশের প্রধান প্রধান ক্রিকেট প্রতিযোগিতাসমূহের অগ্রগতি, উন্নয়ন পর্যালোচনা ও হস্তক্ষেপ করে। তন্মধ্যে - প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা প্রিমিয়ার ট্রফি, লিস্ট এ-ভূক্ত প্রিমিয়ার লিমিটেড ওভার্স টুর্নামেন্ট এবং টুয়েন্টি২০ প্রতিযোগিতা হিসেবে টুয়েন্টি২০ টুর্নামেন্ট অন্যতম। এছাড়াও সংস্থাটি আন্তঃপ্রদেশ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন ও স্বাগতিকের ভূমিকা পালন করে। শ্রীলঙ্কার বিভিন্ন প্রদেশের যেখানে প্রথম-শ্রেণীর ক্রিকেট পরিচালিত হয় না, সেখানে এধরনের প্রতিযোগিতা আয়োজনের ব্যবস্থা করে।

নেতৃত্ব

তথ্যসূত্র

  1. Mohan de Silva only surprise pick in SLC elections
  2. From one interim administration to another
  3. http://www.islandcricket.lk/news/srilankacricket/181460607/more-strife-for-sri-lanka-cricket

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.