কুশল মেন্ডিস

বালাপুবাদুগে কুশল গিমহান মেন্ডিস (সিংহলি: කුසල් මෙන්ඩිස්; জন্ম: ২ ফেব্রুয়ারি, ১৯৯৫) পেশাদার শ্রীলঙ্কান টেস্ট ক্রিকেটার[1] শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ২০১৪ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের প্রতিনিধিত্ব করেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে কুরুনেগালা ওয়ারিয়র্সের পক্ষে খেলছেন কুশল মেন্ডিস

কুশল মেন্ডিস
කුසල් මෙන්ඩිස්
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামবালাপুবাদুগে কুশল গিমহান মেন্ডিস
জন্ম (1995-02-02) ২ ফেব্রুয়ারি ১৯৯৫
মোরাতুয়া, শ্রীলঙ্কা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাব্যাটসম্যান, উইকেট-কিপার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৩২)
২২ অক্টোবর ২০১৫ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ টেস্ট২৭ মে ২০১৬ বনাম ইংল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১৩/১৪-বর্তমানব্লুমফিল্ড ক্রিকেট ও অ্যাথলেটিক ক্লাব
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি এলএ টি২০
ম্যাচ সংখ্যা ২১ ১৭ ১৪
রানের সংখ্যা ২৯৭ ১,১০৯ ২৩৯ ৩২৯
ব্যাটিং গড় ২৯.৭০ ৩০.৮০ ১৮.৩৮ ২৭.৪১
১০০/৫০ ০/১ ১/৫ ০/১ ০/২
সর্বোচ্চ রান ৫৩ ১০৮ ৭২ ৬৫
বল করেছে ৬৬
উইকেট
বোলিং গড়
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং
ক্যাচ/স্ট্যাম্পিং ৬/– ৩২/৮ ১৬/৪ ১১/০
উৎস: ক্রিকেটআর্কাইভ, ৩০ মে ২০১৬

খেলোয়াড়ী জীবন

সোবার্স-তিসেরা ট্রফির দ্বিতীয় টেস্টের মাধ্যমে শ্রীলঙ্কার ১৩২তম টেস্ট খেলোয়াড় হিসেবে ক্যাপ পরিধান করেন। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে অনুষ্ঠিত ২য় টেস্টের মাধ্যমে তার অভিষেক ঘটে। ঐ টেস্টের প্রথম ইনিংসে ১৩ ও দ্বিতীয় ইনিংসে ৩৯ রান তুলেছিলেন।[2] ২০১৬ সালে ইংল্যান্ড সফরের জন্য দলের অন্যতম সদস্য মনোনীত হন। প্রথম টেস্টের প্রথম ইনিংসে শূন্য রান তুললেও দ্বিতীয় ইনিংসে ৫৩ রানের প্রথম অর্ধ-শতক করেন।

তথ্যসূত্র

  1. "Kusal Mendis"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৫
  2. "2nd Test Sri Lanka v West Indies"। ২২ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৫

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.