বাংলাদেশের দর্শনীয় স্থানসমূহ

সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উল্লেখযোগ্য পর্যটন স্থল। প্রতিবছর বাংলাদেশে বিপুল সংখ্যক দেশী বিদেশী পর্যটক বেড়াতে আসে। আলোচ্য নিবন্ধে বাংলাদেশের পর্যটন স্থান সমূহের নামের তালিকা জেলাওয়ারী প্রকাশ করা হলো।

খুলনা বিভাগ

খুলনা জেলা

বাগেরহাটের জেলা

  • চিলা চার্চ
  • সাবেক ডাঙ্গা পুরাকীর্তি, খানজাহানের বসতভিটা
  • কচিখালি
  • কটকা
  • কোদালামঠ
  • খান জাহান আলী (রঃ) এর মাজার
  • গোপাল জিউর মন্দির
  • দুবলার চর
  • মংলা বন্দর
  • ষাট গম্বুজ মসজিদ
  • সুন্দরবন
  • সুন্দরবন
  • ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহী শহীদ কৃষক রহিমুল্লাহর বাড়ি
  • এক গম্বুজ মসজিদ
  • কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর সমাধি
  • চন্দ্রমহল রনজিতপুর
  • চুনাখোলা মসজিদ
  • জমিদার ক্ষিতিষ চন্দ্রের বসতবাড়ির ধ্বংসাবশেষ
  • জিন্দাপীর মসজিদ
  • ঠান্ডাপীর মসজিদ
  • দশ গম্বুজ মসজিদ
  • নয় গম্বুজ মসজিদ
  • নাটমন্দির
  • নীলসরোবর
  • পীর আলী মুহাম্মদ তাহেরের সমাধি
  • প্রফুল্ল ঘোষের বসতবাড়ি,
  • বিবি বেগুনি মসজিদ
  • ব্রিটিশ সেনাদের পর্যবেক্ষণ টাওয়ার
  • মোরেলের স্মৃতিসৌধ
  • রণবিজয়পুর মসজিদ
  • রামজয় দত্তের কাছারিবাড়ি
  • রেজা খোদা মসজিদ
  • শাহ আউলিয়াবাগ মাজার,
  • সিঙ্গাইর মসজিদ
  • সুন্দরবন এর করমজল
  • সুন্দরবন রিসোর্ট বারাকপুর
  • হজরত খানজাহান আলীর (রহ.) সহচর পীর শাহ আউলিয়ার মাজার

সাতক্ষীরা জেলা

  • জোড়া শিবমন্দির
  • সুন্দরবন
  • গুনাকরকাটি মাজার,
  • চেড়াঘাট কায়েম মসজিদ,
  • টাউন শ্রীপুর,
  • তেঁতুলিয়া মসজিদ (তালা),
  • নলতা রওজা শরীফ (কালিগঞ্জ)
  • প্রবাজপুর মসজিদ,
  • বুধহাটার দ্বাদশ শিবকালী মন্দির,
  • বৌদ্ধ মঠ (কলারোয়া),
  • মাইচম্পার দরগা,
  • মান্দারবাড়ী সমুদ্র সৈকত (শ্যামনগর)
  • মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট, (মন্টু মিয়ার বাগানবাড়ি)
  • যশোরেশ্বরী মন্দির, (শ্যামনগর)
  • যিশুর গির্জা
  • লাপসা (সাতক্ষীরা),
  • শ্যামসুন্দর মন্দির,
  • হরিচরণ রায়চৌধুরীর জমিদারবাড়ি (শ্যামনগর)

যশোর জেলা

  • ভবদহ বিল
  • হাজী মুহাম্মদ মহসিন এর ইমামবাড়া,
  • অভয়নগর মন্দির,
  • কবি মধুসুদনের বাড়ি সাগরদাড়ী,
  • কায়েমকোলা মসজিদ,
  • কেশবপুরের হনুমান গ্রাম
  • গাজী-কালু-চম্পাবতীর কবর,
  • গাজীর দর গাহ
  • ঘোপের মসজিদ,
  • চড়ো শিবমন্দির
  • জেস গার্ডেন পার্ক
  • জোড়বাংলার দশভুজার মন্দির,
  • দশ মহাবিদ্যামন্দির,
  • নুনগোলা মসজিদ,
  • পঞ্চরত্ন মন্দির,
  • পাঁচ পুকুর বাগআঁচড়া
  • পানিগ্রাম রিসোর্ট
  • বাঘানায়ে খোদা মসজিদ,
  • বালিয়াডাঙ্গা সর্বজনীন পূজামন্দির,
  • বিনোদিয়া পার্ক
  • ভুবনেশ্বরী দেবীর মন্দির,
  • মনোহর মসজিদ,
  • মীর্জানগর মসজিদ,
  • মীর্জানগর হাম্মামখানা,
  • মুড়লি শিবমন্দির,
  • রাজগঞ্জ বাওড়
  • রায়গ্রাম জোড়বাংলা মন্দির,
  • লক্ষ্মীনারায়ণের মন্দির,
  • শুক্কুর মল্লিকের মসজিদ,
  • শুভরাঢ়া মসজিদ,
  • শেখপুরা জামে মসজিদ,
  • সীতারাম রায়ের দোলমঞ্চ,

মেহেরপুর জেলা

  • আমঝুপি নীলকুঠি
  • ভাটপাড়া নীলকুঠি, সাহারবাটি
  • মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স
  • মুজিবনগর স্মৃতিসৌধ
  • আমদহ গ্রামের স্থাপত্য নিদর্শন
  • জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, সাহারবাটি, গাংনী
  • পৌর ঈদগাহ
  • ভবানন্দপুর মন্দির
  • মেহেরপুর পৌর হল
  • মেহেরপুর পৌরসভা
  • মেহেরপুর শহীদ স্মৃতিসৌধ
  • সিদ্ধেশ্বরী কালী মন্দির

কুষ্টিয়া জেলা

  • গড়াই নদী
  • মীর মশাররফ হোসেনের বাস্ত্তভিটা, লাহিনীপাড়া,
  • মুহিষকুন্ডি নীলকুঠি,
  • লালন শাহ সেতু
  • লালন শাহের মাজার,
  • শিলাইদহ কুঠিবাড়ী,
  • হার্ডিঞ্জ ব্রিজ (পাকশী রেল সেতু),
  • আড়-য়া পাড়ার নফর শাহের মাজার,
  • কালীদেবী মন্দির,
  • কুমারখালী বাজারে দরবেশ সোনা বন্ধুর মাজার
  • জর্জবাড়ী,
  • ঝাউদিয়ার শাহী মসজিদ,
  • মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘মুক্তবাংলা’
  • সাফিয়ট গ্রামের জঙ্গলী শাহের মাজার,

ঝিনাইদহ জেলা

  • গাজীকালু চম্পাবতীর মাজার
  • কে,পি, বসুর বাড়ী
  • খালিশপুর নীলকুঠি
  • গলাকাটা মসজিদ
  • জোড় বাংলা মসজিদ
  • ঢোল সমুদ্রের দীঘি
  • নলডাঙ্গা রাজবাড়ি
  • পাঞ্জু শাহ'র মাজার
  • পায়রা দূয়াহ্
  • বারবাজারের প্রাচীন মসজিদ
  • মিয়া বাড়ির দালান
  • শাহী মসজিদ
  • শিব মন্দির
  • শৈলকূপা জমিদার বাড়ি
  • সাতগাছিয়া মসজিদ

চুয়াডাঙ্গা জেলা

  • দর্শনা কেরু অ্যান্ড কোং লি.
  • কাশিপুর জমিদারবাড়ি
  • ঘোলদাড়ি জামে মসজিদ
  • তিয়রবিলা বাদশাহী মসজিদ
  • ধোপাখালী শাহী মসজিদ
  • নাটুদহ আট কবর
  • হজরত খাজা মালিক উল গাউসের (রহ.) মাজার (গড়াইটুপি অমরাবতী মেলা)

নড়াইল জেলা

  • অরুনিমা ইকো পার্ক
  • চিত্রা রিসোর্ট
  • নিরিবিলি পিকনিক স্পট
  • বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স
  • সুলতান কমপ্লেক্স
  • হাটবাড়ীয়া প্রজাপতি পার্ক

মাগুরা জেলা

  • পীর তোয়াজউদ্দিন (র) এর মাজার ও দরবার শরীফ (শ্রীপুর)দের চাঁদের হাট দ্বারিয়াপুর
  • রাজা সীতারাম রায়ের প্রাসাদ-দুর্গ
  • কবি কাজী কাদের নেওয়াজ-এর বাড়ী (শ্রীপুর)
  • কবি লুত্ফর রহমান সৃতি পাঠাগার
  • গরিব শাহের মাজার
  • বিড়াট রাজার বাড়ী, (শ্রীপুর জমিদারবাড়ি)
  • মোকাররম আলী (রহ.) দরগাহ
  • রাজা সীতারাম রায়ের রাজধানীর ধ্বংসাবশেষ (মুহাম্মাদপুর)
  • শত্রুজিৎপুর মদনমোহন মন্দির
  • সুলতানী আমলে প্রতিষ্ঠিত আঠার খাদা সিদ্ধেশ্বরী মঠ
  • হাজী আব্দুল হামীদ (পীর সাহেব কেবলা রহঃ) এর দরগাহ ও মাজার শরীফ (মাগুরা ভায়না মোড়)

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম জেলা

মেধষ মুনি আশ্রম

কৈবল্যধাম আশ্রম

চট্টেশ্বরী মন্দির

সীতাকুণ্ড

ঋষি ধাম

আমানত শাহ (রহ.) এর মাজার

চাঁদপুর জেলা

ফেনী জেলা

নোয়াখালী জেলা

রাঙ্গামাটি জেলা

  • সাজেক
  • নিরিবিলি রিসোর্ট
  • সাজেক মনোঘর
  • মনোআদাম
  • কাপ্তাই হ্রদ
  • রাজবন বিহার
  • ঝুলন্ত সেতু
  • রাজা জং বসাক খানের দীঘি ও মসজিদ
  • শুভলং ঝর্ণা।
  • নিরিবিলি রিসোর্ট
  • সাজক মনোঘর
  • মনোআদাম

লক্ষ্মীপুর জেলা

খাগড়াছড়ি জেলা

  • রামগড়
  • আলুটিলা গুহা
  • আলুটিলা ঝর্না
  • তারেং
  • গুইমারা
  • জেলা পরিষদ হর্টিকালচার পার্ক(ঝুলন- ব্রীজ)
  • দেবতা পুকুর
  • পানছড়ি অরণ্য কুঠির
  • পুরাতন চা বাগান
  • বৌদ্ধ মন্দির
  • মং রাজবাড়ি
  • মাতাই পুখিরি
  • রামগড় চা বাগান
  • রামগড় পার্ক ও ঝুলন্ত ব্রিজ
  • রামগড় বি জি বি স্মৃতিসৌধ
  • রামগড় পাহাড় ও টিলা
  • লক্ষীছড়ি জলপ্রপাত
  • সিন্ধুকছড়ি পুকুর
  • স্বার্থক
  • কলসির মুখ রামগড়
  • ভারত বাংলাদেশ বর্ডার
  • হাতিমাথা পাহাড়ঃ (পাহাড়িরা একে এ্যাডোশিরা মোন বলে। এ্যাডো শব্দের মানে হাতি আর শিরা মানে মাথা।)

কক্সবাজার জেলা

কুমিল্লা জেলা

ব্রাহ্মণবাড়িয়া জেলা

কসবাঃ

  • কোল্লাপাথর শহীদ সমাধিস্থল
  • লক্ষ্মীপুর শহীদ সমাধিস্থল
  • সালদা নদী গ্যাসক্ষেত্র
  • মঈনপুর মসজিদ
  • সীমান্ত হাট
  • কবি এস এম শাহনূর এর জন্মভিটা(বল্লভপুর)
  • কৈলার গড় দুর্গ (ধ্বংসপ্রাপ্ত)
  • কমলাসাগর দীঘি
  • আনন্দ ভুবন বল্লভপুর-শিমরাইলের মহামিল
  • শ্রী ভক্তি চারু মহারাজ কুঠি

আখাউড়াঃ

  • -গঙ্গাসাগর দীঘি
  • -গঙ্গাসাগর গণকবর
  • -বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল সমাধি
  • -আখাউড়া স্থলবন্দর (১৯৯৪)
  • -কেল্লা শহীদ মাজার
  • -ছতুরা শরীফ
  • -ঘাগুটিয়ার পদ্মবিল

নবীনগরঃ

  • -শাহাপুর মসজিদ (১৮৭৬)
  • -কাইতলা জমিদার বাড়ি
  • -মুন্সেফ আদালত (১৮৮৪)
  • -কৃষ্ণনগর বড়বাড়ি
  • -বিটঘর শিব মন্দির
  • -রায় বাড়ি
  • -মনোমোহন দত্ত আশ্রম
  • -আহাম্মদপুর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ
  • -সতীদাহ মন্দির
  • -সুরসম্রাট আলাউদ্দিন খাঁ মসজিদ (১৯১৯)

-রসুলপুর

  • -এস সেতু (সদর উপজেলাও অংশীদার)

বাঞ্ছারামপুরঃ

  • -উজানচর জমিদার বাড়ি (১৮৯৫)
  • -রূপসদী জমিদার বাড়ি
  • -ওয়াই সেতু
  • -কড়ইকান্দি ফেরিঘাট
  • -বাঞ্ছারামপুর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ

সদরঃ

  • -ভাদুঘর শাহী মসজিদ (১৬৬৩)
  • -আবি ফিউচার পার্ক
  • -উলচাপাড়া (উত্তরপাড়া শাহী) জামে মসজিদ (১৭২৭-২৮)
  • -সৌধ হিরন্ময় (ব্রাহ্মণবাড়িয়া বুদ্ধিজীবী স্মৃতিসৌধ)
  • -শহীদ মুক্তিযোদ্ধাদের নাম ফলক সম্বলিত স্মৃতিস্তম্ভ
  • -জাগরণ (দেয়াল ভাস্কর্য)
  • -ব্রাহ্মণবাড়িয়া শহীদ স্মৃতিসৌধ (অবকাশ পার্ক)
  • -ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরি ও আর্কাইভ মিউজিয়াম (১৯৬৫)
  • -গাঁওগেরাম রেস্তোরাঁ ও বিনোদন পার্ক
  • -ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার
  • -দক্ষিণ পৈরতলা খান বাড়ি মসজিদ
  • -দক্ষিণ পৈরতলা বধ্যভূমি
  • -মনুমেন্ট অব অদ্বৈত মল্লবর্মন
  • -জেলা পরিষদ ও ভাস্কর্য
  • -শাহ সূফি হযরত মাওলানা সৈয়দ কাজী মাহমুদ শাহ (রঃ) মাজার কমপ্লেক্স
  • -আল-জামিয়া ইসলামিয়া ইউনূছিয়া মাদ্রাসা (১৯১৪)
  • -তোফায়েল আজম মনুমেন্ট
  • -বঙ্গবন্ধু স্কয়ার (জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ)
  • -১২ ছাত্র নেতার স্মৃতিসৌধ
  • -পুরাতন কাচারী ভবন (১৮৮১)
  • -শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা মঞ্চ ও স্মৃতি পাঠাগার
  • -সুরসম্রাট দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন ও জাদুঘর (১৯৫৬)
  • -দানবীর লোকনাথ রায় চৌধুরী ময়দান কমপ্লেক্স
  • -কালভৈরব মন্দির
  • -মেড্ডা মহাশ্মশান
  • -ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল
  • -তিতাস গ্যাসক্ষেত্র (১৯৬২)

সরাইলঃ

  • -জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন স্মৃতি চত্বর

-ধরন্তি

  • -বিকাল বাজার শাহী মসজিদ (১৬৭০)
  • -হাটখোলা মসজিদ/আরফান নেছার মসজিদ
  • -আরিফাইল মসজিদ ও মাজার (১৬৬২)
  • -হাতিরপুল (১৬৫০)
  • -সেন বাড়ি
  • -মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ
  • -ডানকান ফাউন্ডেশন অর্কিড প্রজেক্ট
  • -বিজিবি সদরদপ্তর (উত্তর-পূর্বাঞ্চলীয়)

নাসিরনগরঃ

  • -হরিপুর জমিদার বাড়ি
  • -গোকর্ণ নবাব বাড়ি কমপ্লেক্স
  • -শ্রী শ্রী গোপী নাথ জিউ মন্দির (ইসকন মন্দির)
  • -বঙ্গবন্ধু ম্যুরাল (প্রকৃত নাম না জানা সৌধ)

আশুগঞ্জঃ

  • -তাপবিদ্যুৎ কেন্দ্র
  • -জিয়া সারকারখানা ও জাগ্রত বাংলা ভাস্কর্য
  • -আশুগঞ্জ সাইলো (১৯৭০)
  • -আন্তর্জাতিক নদীবন্দর
  • -চর সোনারামপুর
  • -শহীদ স্মৃতিস্তম্ভ
  • -সৈয়দ নজরুল ইসলাম সেতু (বাংলাদেশ-যুক্তরাজ্য মৈত্রী সেতু) (২০০২)
  • -শহীদ হাবিলদার আব্দুল হালিম রেলওয়ে সেতু (রাজা ৬ষ্ঠ জর্জ রেলসেতু) (১৯৩৭)
  • -২য় মেঘনা সেতু
  • -ভবানীপুর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ

বিজয়নগরঃ

  • -লিচু ও কাঠাল বাগান
  • -ছতুরপুর শাপলা বিল

ঢাকা বিভাগ

ঢাকা জেলা

  • ওয়ান্ডারল্যান্ড
  • বাংলাদেশ টেলিভিশন ভবন
  • বাংলাদেশ বিজ্ঞান জাদুঘর
  • বিনত বিবির মসজিদ
  • শিখা অনির্বাণ
  • সামরিক জাদুঘর
  • আহসান মঞ্জিল
  • কেন্দ্রীয় শহীদ মিনার
  • জাতীয় উদ্ভিদ উদ্যান
  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ঢাকেশ্বরী মন্দির
  • তারা মসজিদ
  • নন্দন পার্ক
  • ফ্যান্টাসি কিংডম
  • বলধা গার্ডেন
  • বাংলা একাডেমী গ্রন্থাগার
  • জাতীয় জাদুঘর
  • জাতীয় মসজিদ বায়তুল মোকাররম
  • বাহাদুর শাহ পার্ক
  • বুদ্ধিজীবী স্মৃতিসৌধ
  • লালবাগ দুর্গ
  • হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দর
  • মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম
  • স্বাধীনতা জাদুঘর
  • অপরাজেয় বাংলা ভাস্কর্য
  • অস্ত্র তৈরির কারখানা
  • আওরঙ্গবাদ দুর্গ-লালবাগ
  • আসাদ গেট
  • ওসমানী উদ্যান
  • ওসমানী স্মৃতি মিলনায়তন
  • কদম ফোয়ারা
  • কবিভবন
  • কমলাপুর বৌদ্ধবিহার- কমলাপুর
  • কাকরাইল চার্চ
  • কাজী নজরুল ইসলামের মাজার
  • ক্রিসেন্ট লেক
  • গণভবন
  • গুরুদুয়ারা নানক শাহী
  • গুলশান লেক
  • গুলিস্তান পার্ক
  • চক মসজিদ
  • ছোট কাটারা-চকবাজারের দক্ষিণে
  • জয়কালী মন্দির
  • জাগ্রত মুক্তিযোদ্ধা ভাস্কর্য
  • জাতীয় আর্কাইভস
  • জাতীয় ঈদগাহ ময়দান
  • জাতীয় সংসদ ভবন
  • জাতীয় স্মৃতিসৌধ
  • ঢাকা তোরণ
  • ঢাকা শহররক্ষা বাঁধ
  • তিন নেতার স্মৃতিসৌধ
  • দুরন্ত ভাস্কর্য-শিশু একাডেমী
  • দোয়েলচত্বর ভাস্কর্য
  • ধানমন্ডি লেক-ধানমন্ডি
  • ধানমন্ডি ঈদগাহ
  • নভোথিয়েটার
  • পল্টন ময়দান
  • পুলিশ মিউজিয়াম
  • প্রকৌশলী বিশ্ববিদ্যালয়
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর
  • বঙ্গবন্ধু স্টেডিয়াম
  • বড় কাটারা
  • বলাকা ভাস্কর্য
  • বসুন্ধরা সিটি
  • বাংলাদেশ আর্মি স্টেডিয়াম
  • বাকল্যাণ্ড বাঁধ
  • বিজয় সরণি ফোয়ারা
  • বিমাবন্দর রক্ষাবাঁধ
  • বিশ্ব ইজতেমা ময়দান-টঙ্গী
  • মহাকাশবিজ্ঞান ভবন
  • মহিলা সমিতি মঞ্চ
  • মেশিন টুলস ফ্যাক্টরি
  • যমুনা ভবন
  • রমনা লেক-রমনা পার্ক
  • রাজারবাগ শহীদ স্মৃতিসৌধ
  • লোকশিল্প জাদুঘর
  • শাক্যমুনি বৌদ্ধবিহার
  • শাপলা চত্বর ফোয়ারা
  • শাহআলী বোগদাদির মাজার
  • শাহী মসজিদ
  • শিল্পকলা একাডেমী মিলনায়তন
  • শিশুপার্ক
  • শ্যামলী শিশুমেলা।
  • সদরঘাট লঞ্চ টার্মিনাল
  • সাত গম্বুজ মসজিদ
  • সার্ক ফোয়ারা
  • সোহরাওয়ার্দী উদ্যান
  • স্বাধীনতা জাতীয় স্কোয়ার
  • স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্য
  • হাইকোর্ট ভবন
  • হোটেল শেরাটন
  • হোটেল সোনারগাঁও
  • হোসনি দালান

ফরিদপুর জেলা

  • জগদ্বন্ধু সুন্দরের আশ্রম
  • জেলা জজ কোর্ট ভবন
  • নদী গবেষণা ইনস্টিটিউট
  • পল্লীকবি জসীমউদ্দীনের বাড়ি ও কবরস্থান
  • পাতরাইল মসজিদ ও দীঘি
  • ফাতেহাবাদ টাঁকশাল মথুরাপুর দেউল
  • বাইশ রশি জমিদার বাড়ি
  • বাসদেব মন্দির
  • বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ জাদুঘর
  • ভাঙা মুন্সেফ কোর্ট ভবন
  • সাতৈর মসজিদ
  • গেরদা মসজিদ
  • ভাষাসৈনিক মুক্তিযোদ্ধা ব্যারিস্টার সৈয়দ কামরুল ইসলাম মোহাম্মদ সালেহউদ্দিনের বাড়ী,বনমালিদিয়া মধুখালী ফরিদপুর
  • মেরিন কলেজ
  • শাহ সৈয়দ হাবিবুল্লাহ মর্দানে খোদার মাজার(শাহ হাবিবের মাজার),বনমালিদিয়া মধুখালী ফরিদপুর

গাজীপুর জেলা

  • কপালেশ্বর
  • কর্ণপুর দীঘি
  • গঙ্গা (সরোবর) তীর্থক্ষেত্র
  • গুপ্ত পরিবার
  • চৌড়া
  • ঢোলসমুদ্র দীঘি ও পুরাকীর্তি
  • তিমুলিয়া গির্জা
  • দত্তপাড়া জমিদারবাড়ি
  • পূবাইল জমিদারবাড়ি
  • বঙ্গতাজ তাজউদ্দিনের বাড়ি
  • ভাওয়াল রাজশ্মশানেশ্বরী
  • মনই বিবি-রওশন বিবির দীঘি (চান্দরা)
  • রাজবিলাসী দীঘি
  • সমাধিক্ষেত্র (কবরস্থান)
  • সিঙ্গার দীঘি (পালরাজাদের রাজধানী নগরী)
  • আনসার-ভিডিপি একাডেমী স্মারক ভাস্কর্য
  • ইন্দ্রাকপুর
  • ঈশা খাঁর মাজার
  • উনিশে স্মারক ভাস্কর্য
  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
  • উষ্ণোৎস
  • একডালা দুর্গ (প্রাচীন ও ধ্বংসপ্রাপ্ত)
  • কালীগঞ্জ সাকেশ্বর আশোকামলের বৌদ্ধস্তম্ভ (ধর্মরাজিকা)
  • কাশিমপুর জমিদারবাড়ি
  • কোটামুনির ডিবি ও পুকুর
  • চৌড়াদীঘি
  • ছয়দানা দীঘি ও যুদ্ধক্ষেত্র
  • জাগ্রত চৌরঙ্গী
  • টেংরা দীঘি
  • টোক বাদশাহী মসজিদ
  • তেলিহাটী দীঘি
  • পানজোড়া গির্জা
  • বক্তারপুর
  • বলিয়াদী জমিদারবাড়ি
  • বিজ্ঞানী মেঘনাথ সাহার বাড়ি
  • বিল বেলাই
  • ব্রাহ্মমন্দির
  • ভাওয়াল কলেজ দীঘি
  • ভাওয়াল রাজবাড়ি * বলধার জমিদারবাড়ি
  • মকেশ্বর বিল
  • মাওনা দীঘি
  • মীর জুমলার সেতু
  • মুক্তিযুদ্ধ স্মৃতি কর্নার
  • রবীন্দ্র স্মৃতিবিজড়িত কাওরাইদ বাংলো
  • রাজবাড়ি শ্মশান
  • রাজা শিশুপালের রাজধানী
  • রাহাপাড়া দীঘি
  • শৈলাট
  • সমাধিক্ষেত্র
  • সাকাশ্বর স্তম্ভ
  • সিঙ্গার দীঘি * কাউছি টিহর
  • সেন্ট নিকোলাস (চার্চ)
  • হায়দ্রাবাদ দীঘি

গোপালগঞ্জ জেলা

  • ৭১-এর বধ্যভূমি স্মৃতিসৌধ (স্মৃতিস্তম্ভ)
  • কোর্ট মসজিদ
  • খাগাইল গায়েবি মসজিদ
  • চন্দ্রভর্ম ফোর্ট ( কোটাল দুর্গ)
  • আড়পাড়া মুন্সীবাড়ি
  • উলপুর জমিদারবাড়ি
  • খানার পাড় দীঘি
  • থানাপাড়া জামে মসজিদ
  • ধর্মরায়ের বাড়ি
  • বঙ্গবন্ধুর সমাধিসৌধ
  • বহলতলী মসজিদ
  • বিলরুট ক্যানেল
  • মুকসুদপুরের ঐতিহাসিক নিদর্শন
  • শুকদেবের আশ্রম
  • সর্বজনীন কালীমন্দির
  • সেন্ট মথুরানাথ এজি চার্চ

কিশোরগঞ্জ জেলা

  • দিল্লির আখড়া
  • সুকুমার রায়ের বাড়ি
  • শোলাকিয়া ঈদগাহ
  • ঈশা খাঁর জঙ্গলবাড়ি
  • এগারসিন্ধুর দুর্গ
  • কবি চন্দ্রাবতীর শিবমন্দির
  • জহুরুল ইসলাম মেডিকেল কলেজ
  • দুর্জয় স্মৃতিভাস্কর্য
  • পাগলা মসজিদ
  • ভৈরব সেতু
  • হাওরাঞ্চল

মাদারিপুর জেলা

  • রাজারাম মন্দির- খালিয়া,
  • আউলিয়াপুর নীলকুঠি,
  • আলগী কাজিবাড়ি মসজিদ,
  • খালিয়া শান্তি কেন্দ্র,
  • গণেশ পাগলের মন্দির- কদমবাড়ী,
  • ঝাউদি গিড়ি,
  • নারায়ণ মন্দির- পানিছত্র,
  • পর্বতের বাগান- মস্তফাপুর,
  • প্রণবানন্দের মন্দির- বাজিতপুর,
  • মঠের বাজার মঠ,
  • মাদারিপুর শকুনী দিঘী,
  • মিঠাপুর জমিদারবাড়ি,
  • শাহ মাদার (রঃ) দরগাহ শরীফ ৷
  • সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি- মাইজপাড়া,
  • সূফী আমীর শাহ (রঃ) এর মাজার,
  • সেনাপতির দিঘী

মানিকগঞ্জ জেলা

  • গৌরাঙ্গ মঠ
  • তেওতা জমিদারবাড়ি
  • তেওতা নবরত্ন মঠ
  • নারায়ণ সাধুর আশ্রম
  • বাঠইমুড়ি মাজার।
  • বালিয়াটি প্রাসাদ
  • মাচাইন গ্রামের ঐতিহাসিক মাজার ও পুরনো মসজিদ
  • মানিকগঞ্জের মত্তের মঠ
  • রামকৃষ্ণ মিশন সেবাশ্রম
  • শিব সিদ্ধেশ্বরী মন্দির
  • শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি

মুন্সীগঞ্জ জেলা

  • ইদ্রাকপুর কেল্লা
  • পাঁচ পীরের দরগাহ
  • শহীদ বাবা আদমের মসজিদ
  • অতীশ দীপঙ্করের পন্ডিতভিটা
  • কাজীশাহ মসজিদ
  • কুসুমপুরে তালুকদার বাড়ি মসজিদ
  • কোদাল ধোয়া দীঘি
  • তাজপুর মসজিদ
  • পাথরঘাটা মসজিদ
  • পোলঘাটার ব্রিজ
  • বল্লাল সেনের দীঘি
  • বার আউলিয়ার মাজার
  • ভাগ্যকূল রাজবাড়ি
  • রাজা শ্রীনাথের বাড়ি
  • রাঢ়ীখালে জগদীশচন্দ্র বসুর বাড়ি
  • রামপাল দীঘি
  • শিকদার সাহেবের মাজার
  • শ্রীনগরের শ্যামসিদ্ধির মঠ
  • সুখবাসপুর দীঘি
  • সোনারংয়ের জোড়া মঠ
  • হরগঙ্গা কলেজ গ্রন্থাগারে কলেজের প্রতিষ্ঠাতা আশুতোষ গাঙ্গুলীর আবক্ষ মার্বেল মূর্তি।
  • হরিশ্চন্দ্র রাজার দীঘি
  • হাসারার দরগাহ

নারায়ণগঞ্জ জেলা

  • গোয়ালদী মসজিদ
  • পাগলা ব্রিজ
  • পাঁচ পীরের দরগাহ
  • ইপিজেড আদমজী
  • কদমরসুল দরগাহ
  • জিন্দাপার্ক।
  • বন্দর শাহী মসজিদ
  • বিবি মরিয়মের মাজার
  • মেরিন একাডেমী
  • মেরী এন্ডারসন (ভাসমান রেস্তোরাঁ)
  • রাসেল পার্ক
  • লাঙ্গলবন্দ
  • লোক ও কারুশিল্প ফাউন্ডেশন
  • সালেহ বাবার মাজার
  • সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি
  • সুলতান জালাল উদ্দিন ফতেহ শাহের এক গম্বুজবিশিষ্ট মসজিদ
  • সোনাকান্দা দুর্গ
  • হাজীগঞ্জে ঈশা খাঁর কেল্লা

নরসিংদী জেলা

  • আশ্রাবপুর মসজিদ
  • ইরানি মাজার
  • উয়ারী বটেশ্বর
  • গিরিশ চন্দ্র সেনের বাস্ত্তভিটা
  • ড্রিম হলিডে পার্ক।
  • দেওয়ান শরীফ মসজিদ
  • প্রধান বাড়ি(শিলমান্দী)
  • বীরশ্রেষ্ঠ মতিউর রহমান জাদুঘর
  • সোনাইমুড়ি টেক

রাজবাড়ী জেলা

  • চাঁদ সওদাগরের ঢিবি (মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র চাঁদ সওদাগরের স্মৃতিচিহ্ন)
  • জামাই পাগলের মাজার
  • দাদ্শী মাজার
  • দৌলতদিয়া ঘাট
  • নলিয়া জোডা বাংলা মন্দির
  • নীলকুঠি
  • মথুরাপুর প্রাচীন দেউল
  • মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র
  • রথখোলা সানমঞ্চ
  • শাহ পাহলোয়ানের মাজার
  • সমাধিনগর মঠ (অনাদি আশ্রম)

শরীয়তপুর জেলা

  • মহিষারের দীঘি
  • শিবলিঙ্গ
  • কুরাশি
  • জমিদারবাড়ি
  • ধানুকার মনসাবাড়ি।
  • পন্ডিতসার
  • বুড়ির হাটের মসজিদ
  • মগর
  • মানসিংহের বাড়ি
  • রাজনগর
  • রাম সাধুর আশ্রম
  • রুদ্রকর মঠ
  • সুরেশ্বর দরবার
  • হাটুরিয়া জমিদারবাড়ি

টাঙ্গাইল জেলা

  • পাকুল্লা মসজিদ
  • পুন্ডরীকাক্ষ হাসপাতাল
  • ঝরোকা
  • শিয়ালকোল বন্দর
  • আতিয়া মসজিদ
  • উপেন্দ্র সরোব * গয়হাটার মঠ
  • এলেঙ্গা রিসোর্ট
  • ঐতিহ্যবাহী পোড়াবাড়ি
  • করটিয়া জমিদার বাড়ি
  • করটিয়া সা’দত কলেজ
  • কাদিমহামজানি মসজিদ
  • কুমুদিনী নার্সিং স্কুল/কলেজ
  • কুমুদিনী সরকারি কলেজ
* কোকিলা পাবর স্মৃতিসৌধ
  • খামারপাড়া মসজিদ ও মাজার
  • গুপ্তবৃন্দাবন
  • তেবাড়িয়া জামে মসজিদ
  • দোখলা ভিআইপ রেস্ট হাউস
  • ধনবাড়ি মসজিদ ও নবাব প্যালেস
  • নথখোলা স্মৃতিসৌধ
  • নাগরপুর জমিদারবাড়ি
  • পরীর দালান
  • পাকুটিয়া আশ্রম
  • পাকুটিয়া জমিদারবাড়ি
  • পীরগাছা রাবারবাগান
  • বঙ্গবন্ধু সেতু
  • বাসুলিয়া
  • বিন্দুবাসিনী বিদ্যালয়
  • ভারতেশ্বরী হোমস
  • ভূঞাপুরের নীলকুঠি
  • মধুপুর জাতীয় উদ্যান
  • মহেড়া জমিদারবাড়ি/পুলিশ ট্রেনিং সেন্টার
  • মির্জাপুর ক্যাডেট কলেজ
  • মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ
  • যমুনা রিসোর্ট
  • রায়বাড়
  • শাহ্ আদম কাশ্মিরির মাজার
  • সন্তোষ
  • সাগরদীঘি

বরিশাল বিভাগ

বরিশাল জেলা

  • বাইতুল আমান মসজিদ
  • দুর্গা সাগর
  • বরিশাল জর্জ কোর্ট
  • বি এম কলেজ
  • ত্রিশ গোডাউন

পটুয়াখালী জেলা

  • গলাচিপা
  • ঝাউতলা পটুয়াখালী সদর
  • কাজলারচর
  • কানাই বলাই দিঘী
  • কালাইয়া প্রাচীন বন্দর
  • কুয়াকাটা বৌদ্ধ মন্দির
  • কুয়াকাটা রাখাইনপল্লী
  • কুয়াকাটা সমুদ্রসৈকত
  • দশমিনায় এশিয়ার বৃহত্তম বীজ বর্ধন খামার
  • পানি যাদুঘর
  • পায়রা সমুদ্র বন্দর
  • ফতেরারচর
  • মজিদবাড়িয়া মসজিদ
  • মির্জাগঞ্জ উপজেলায় হযরত ইয়ার উদ্দিন খলিফার মাজার
  • সীমা বৌদ্ধ বিহার
  • সোনারচর
  • জাহাজমারা (সখিনা পার্ক)
  • তুফানিয়ার চর
  • মনিপাড়া মৎস খামার
  • জাহাজমারা সমুদ্র বিলাশ
  • চর মোন্তাজ

চর আন্ডা

ভোলা জেলা

ভোলার তাজুমউদ্দিন উপজেলা সীমান্তে ৩৭৩.১৯ বর্গকিলোমিটার আয়তনের মনপুরা দিপ মনপুরা উপজেলা।

  • ধুলি স্থানটি বোহান উদ্দিন উপজেলায়। এটি একটি পুরানো শহর। রাজা জয়দেব এবং বিধান সুন্দরী সেখানে থাকতেন। একটা দিঘি আছে। এটি বিদা সুন্দরী মনপুরা ল্যান্ডিং স্টেশন মনপুরা হাজিরহাটা থেকে মাত্র 5 মিনিটের পথ অবতরণ ল্যান্ডিং স্টেশন। সন্ধ্যায়, ভ্রমণকারীরা জায়গাটি পরিদর্শন করে। এটি ২০০৫ সালে নির্মিত হয়েছিল কীভাবে যেতে হবে ঢাকা থেকে ভোলা যাওয়া খুব সহজ, সদর ঘাট লঞ্চ টার্মিনাল থেকে মন স্টিমার রয়েছে।

বরগুনা জেলা

আমতলী উপজেলা

*সমাধি কাজী কালুর মাজার

*ফকিরকালী গ্রামের দীঘি ও মাটির টিলা

* চাওড়া পাটাকাটায় কাদামাটি দুর্গ (মোগল আমল)

*পায়রা নদী

পাথরঘাটা উপজেলা

*লালদিয়া বন

*হরিণঘাটা বন

বরগুনা সদর

*পর্যটন কেন্দ্র (নলটোনা ইউনিয়ন)

বামনা উপজেলা

*বুকাবুনিয়া মুক্তিযুদ্ধের সাব(সেক্টর কেন্দ্র)

বেতাগী উপজেলা

*বিবিচিনি শাহী মসজিদ।

    ঝালকাঠি জেলা

    ঝালকাঠী সদর

    *ঘোষাল রাজবাড়ী

    *নুরুল্লাহপুর মঠ

    *শিব মন্দিরের অবশিষ্টাংশ - এটি সদর উপজেলার পোনাবলিয়া ইউনিয়নে।  গ্রামের নাম হাসরা গতি।  প্রতি বছর ফাল্গুন মাসে তিন দিন ধরে মন্দিরের সামনে মেলা বসে।  

    *শেখেরহাট পুরাতন পৌর ভবনে আঙ্গির শাহের সমাধি হযরত দাউদ শ মাজার দর্শনার্থী জি + শেরেসে ঝালকাঠীর নবগ্রাম ইউনিয়নের অন্তর্গত বিনয় কাঠি কলেজের নিকটে সুগন্ধিয়া গ্রামে অবস্থিত।

    * মিয়া বারী মসজিদ এটি ঝালকাঠী সদর পেয়ারা বাজারের নবগ্রাম ইউনিয়নের আওতাধীন ভিরুকাটি গ্রামে তিনটি গম্বুজ মসজিদ,

    *পেয়ারা বাজার

    ভিমরুলীতে নদীর তীরে ভাসমান বাজার ঝালকাঠির একটি পর্যটন স্থান হয়ে উঠেছে।  

    *কীর্তিপাশা ল্যান্ডলর্ড হাউস এটি কীর্তিপাশ বাজারের কাছে।  প্রাসাদটি রাজা কার্টি নারায়ণের নামে ছিল।  রামজীবন সেন করটিপাশা প্রাসাদের প্রতিষ্ঠাতা ছিলেন।

    *ট্যাঙ্ক বেছনাই মল্লিক- কীর্তিপাস ইউনিয়নের ।

    নলচিটি উপজেলা

    *সুজাবাদ কেল্লা (১৬৩৯)

    *সিভিল কোর্ট বিল্ডিং (১৭৮১)

    *তারা মন্দির জমিদার বাড়ি (বারোইকরন)

    রাজাপুর উপজেলা

    *সুরিচোড়া জামে মসজিদ (মুঘল আমল)

    *সুজাবাদ কিল্লা (মোগল আমল)।

    -রাজাপুর সাটুরিয়া প্রাসাদ রাজাপুর সাটুরিয়া প্রাসাদ সাটুরিয়া একটি আদর্শ গ্রাম।

    *জীবনান্দ দাশ এর মামার জিবনান্দার বাড়ি এখানে।  *ধানশিরি নদী।

    * শেরে বাংলা এ কে ফজলুর হকের মামা বাড়ি।

    কাঁঠালিয়া উপজেলা

    *কণ্ঠশিল্পী নচিকেতার মাতৃ বাড়ি।

    *বিষখালী নদী।

    *মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজ।

    *তালগাছিয়া মসজিদ।

    *হক্কোনূরী দরবার শরীফ।

    পিরোজপুর জেলা

    পিরোজপুর সদর

    *বলেশ্বর ডিসি পার্ক

    *রায়েরকাঠি রয়েল প্যালেস মন্দির *হুলার হাট নদী বন্দর

    *পিরোজপুর বিশ্ববিদ্যালয় কলেজ

    * বলেশ্বর ঘাট

    *আজিম ফারাজির মাজার নাজিরপুর

    *ভাসমান সবজি বাগান

    নেছারাবাদ

    *দুটি গম্বুজ মসজিদ

    *.পেয়ারা বাগান

    *কুড়িন অনুকুল ঠাকুর আশ্রম

    * পেয়ারা বাগান (দেশের বৃহত্তম)

    কুঠিবাড়ি

    *মঠবাড়িয়া সাপজোড়া

    কুমারখালী

    * কালী মন্দির মঠবাড়িয়া

    * মমিন মসজিদ

    *ছারছীনা পীর সাহেবর মাজার

    ময়মনসিংহ বিভাগ

    জামালপুর জেলা

    • গান্ধী আশ্রম
    • দয়াময়ী মন্দির
    • দারকি গ্রাম
    • দেওয়ানগঞ্জের সুগার মিলস
    • নরপাড়া দুর্গ (ষোড়শ শতাব্দী)
    • পাঁচ গম্বুজবিশিষ্ট রসপাল জামে মসজিদ (ঊনবিংশ শতাব্দী)
    • লাউচাপড়া পিকনিক স্পট
    • হজরত শাহ জামালের (রহ.) মাজার
    • হজরত শাহ কামালের (রহ.) মাজার

    নেত্রকোনা জেলা

    • রানীখং মিশন
    • হজরত শাহ সুলতান কমরউদ্দিন রুমির (রহ.) মাজার
    • উপজাতীয় কালচারাল একাডেমী
    • কমলা রানী দীঘির ইতিহাস
    • টংক শহীদ স্মৃতিসৌধ
    • নইদ্যা ঠাকুরের (নদের চাঁদ) লোক-কাহিনী
    • বিজয়পুর পাহাড়ে চিনামাটির নৈসর্গিক দৃশ্য
    • রানীমাতা রাশমণি স্মৃতিসৌধ
    • রোয়াইলবাড়ি কেন্দুয়া।
    • সাত শহীদের মাজার

    ময়মনসিংহ জেলা

    • আবদুল জববার স্মৃতি জাদুঘর
    • আলেকজান্ডার ক্যাসেল
    • কুমিরের খামার
    • গৌরীপুর রাজবাড়ি
    • গৌরীপুর লজ
    • চীনা মাটির টিলা
    • তেপান্তর ফিল্ম সিটি।
    • নজরুল স্মৃতি কেন্দ্র
    • ফুলবাড়িয়া অর্কিড বাগান
    • বীরাঙ্গনা সখিনার মাজার
    • বোটানিক্যাল গার্ডেন
    • ব্রহ্মপুত্র নদের তীরবর্তী পার্ক
    • ময়মনসিংহ জাদুঘর
    • মহারাজ সূর্যকান্তের বাড়ি
    • মুক্তাগাছা জমিদারবাড়ি
    • রামগোপাল জমিদারবাড়ি
    • শশী লজ
    • শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা
    • স্বাধীনতাস্তম্ভ

    শেরপুর জেলা

    • কংশ নদী
    • কলা বাগান
    • গজনী অবকাশ কেন্দ্র
    • গড়জরিপা বার দুয়ারী মসজিদ
    • গোপী নাথ ও অন্ন পূর্ন্না মন্দির
    • ঘাঘড়া খান বাড়ি জামে মসজিদ
    • জিকে পাইলট উচ্চ বিদ্যালয়
    • নয়আনী জমিদার বাড়ির রংমহল
    • নয়াবাড়ির টিলা:
    • পানিহাটা-তারানি পাহাড়:
    • পৌনে তিন আনী জমিদার বাড়ি
    • বারোমারি গীর্জা ও মরিয়ম নগর গীর্জা
    • ব্রহ্মপুত্র নদ
    • ভোগাই নদী
    • মধুটিলা ইকোপার্ক
    • মাইসাহেবা জামে মসজিদ, শেরপুর সদর
    • রাজার পাহাড় ও বাবেলাকোনা
    • লোকনাথ মন্দির ও রঘুনাথ জিওর মন্দির
    • সুতানাল দীঘি
    • অলৌকিক গাজির দরগাহ, রুনিগাও, নকলা
    • আড়াই আনী জমিদার বাড়ি
    • কসবা মুঘল মসজিদ
    • গড়জরিপা কালিদহ গাং এর ডিঙি
    • গড়জরিপা ফোর্ট (১৪৮৬-৯১ খ্রিষ্টাব্দ)
    • জরিপ শাহ এর মাজার
    • নয়আনী জমিদার বাড়ি
    • নয়াআনী বাজার নাট মন্দির
    • নালিতাবাড়ির বিখ্যাত রাবারড্যাম
    • পানি হাটা দিঘী
    • মঠ লস্কর বারী মসজিদ (১৮০৮ খ্রিষ্টাব্দ)
    • মুন্সি দাদার মাজার, নয়াবাড়ি, বিবিরচর, নকলা
    • শাহ কামাল এর মাজার (১৬৪৪ খ্রিষ্টাব্দ)
    • শের আলী গাজীর মাজার

    রংপুর বিভাগ

    কুড়িগ্রাম জেলা

    • উদুনা-পুদুনার বিল
    • কালজানি ঘাট
    • কোটেশ্বর শিব মন্দির
    • ঘড়িয়ালডাঙ্গা জমিদার বাড়ী
    • চতুর্ভূজ সেনপাড়া শিব মন্দির
    • চান্দামারী মসজিদ
    • জালার পীরের দরগাহ
    • ঝাউ বন
    • টুপামারী (জিয়া পুকুর)
    • ধরলা বাঁধ
    • ধরলা ব্রিজ
    • ধলডাঙ্গা বাজার
    • ধাম শ্রেণী মন্দির
    • নাওডাঙ্গা জমিদার বাড়ি
    • পাঙ্গা জমিদার বাড়ি
    • ফুল সাগর
    • বেহুলার চর
    • ভিতরবন্দ জমিদার বাড়ী
    • মুন্সিবাড়ী
    • শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক
    • সোনাহাট ব্রিজ
    • স্বাধীনতার বিজয় স্তম্ভ

    গাইবান্ধা জেলা

    • বালাসী ঘাট
    • ফ্রেন্ডশিপ সেন্টার
    • গাইবান্ধা পৌর পার্ক
    • ঘেগার বাজার মাজার
    • জামালপুর শাহী মসজিদ
    • ড্রীমল্যান্ড, পলাশবাড়ী সদর
    • হযরত শাহ জামাল (রাঃ) মাজার শরীফ

    ঠাকুরগাঁও জেলা

    • লোকায়ন লোকশিল্প জাদুঘর

    দিনাজপুর জেলা

    • স্বপ্নপুরী
    • কান্তজীর/ কান্তজীউ মন্দির
    • রামসাগর দীঘি
    • মাতা সাগর দীঘি
    • ঘুঘু ডাঙ্গা জমিদার বাড়ী

    নীলফামারী জেলা

    • উত্তরা ইপিজেড,নীলফামারী
    • রেলওয়ে কারখানা,সৈয়দপুর
    • ক্যাথলিক চার্চ,সৈয়দপুর
    • ফাইলেরিয়া হাসপাতাল, সৈয়দপুর

    পঞ্চগড় জেলা

    ১- জিরো পয়েন্ট,তেঁতুলিয়া , পঞ্চগড় ২- চা বাগান ৩- রক্স মিউজিয়াম

    রংপুর জেলা

    • কারমাইকেল কলেজ
    • ঘাঘট পার্ক
    • চিকলী পার্ক
    • তিস্তা সেতু
    • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
    • ভিন্নজগত
    • রংপুর চিড়িয়াখানা
    • রংপুর জাদুঘর
    • ভিন্নজগৎ
    • ডিমলা কালীমন্দির,মাহিগন্জ
    • কেরামতিয়া মসজিদ
    • ঘোড়াপীর মাজার
    • মহীপুর ব্রিজ
    • কালের সাক্ষী দখিগন্জ মসজিদ
    • বেগম রোকেয়া সাখাওয়াতের বাড়ী, পায়রাবন্দ, রংপুর

    লালমনিরহাট জেলা

    • কারমাইকেল কলেজ,
    • ঘাঘট নদী,
    • তিন বিঘা কড়িডোর,
    • তিস্তা ব্যারেজ,
    • তিস্তা ব্রিজ,
    • বাংলাবান্দা,
    • বেগম রোকেয়ার বাড়ি,
    • ভিন্ন জগত ,
    • রংপুর চিড়িয়াখানা
    • স্বপ্নপুরী,

    রাজশাহী বিভাগ

    নওগাঁ জেলা

    চাঁপাইনবাবগঞ্জ

    ছোট সোনা মসজিদ

    পাবনা জেলা

    বগুড়া জেলা

    রাজশাহী জেলা

    সিরাজগঞ্জ জেলা

    • ইকো পার্ক
    • যমুনা সেতু
    • রিয়া রুপম পার্ক

    সিলেট বিভাগ

    সিলেট

    হবিগঞ্জ জেলা

    • অমৃত মন্দির
    • আজমিরীবাবার মাজার
    • আলিয়া খাসিয়াপুঞ্জী
    • কমলারাণীর সাগরদীঘি
    • শংকরপাশা শাহী মসজিদ
    • ইমাম চা বাগান
    • তেলিয়াপাড়া চা বাগান
    • নাগুরা ফার্ম
    • পুরাতন সার্কিট হাউজ ভবন
    • প্যালেস রিসোর্ট
    • ফ্রুটস ভ্যালী
    • বাওয়ানী চা বাগান
    • বাঘাসুরা রাজবাড়ী
    • বানিয়াচং রাজবাড়ীর ধ্বংসাবশেষ
    • বায়েজিদ শাহের মাজার
    • বাহুবল জামে মসজিদ
    • বিথঙ্গল আখড়া
    • বিবিয়ানা গ্যাস ফিল্ড
    • মশাজানের দিঘী
    • মাকালকান্দি স্মৃতিসৌধ
    • মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ, তেলিয়াপাড়া
    • রঘুনন্দন চা বাগান
    • রশিদপুর গ্যাস ফিল্ড
    • রুপাইছড়া রাবার বাগান
    • রেমা ক্যালেঙ্গা বন্য প্রানী অভয়ারণ্য
    • লক্ষীবাওর জলাবন
    • শচী অঙ্গন ধাম মন্দির
    • শাহ ইছাক চিশতি (রঃ) এর মাজার
    • শাহ মজলিশ আমীন (রাঃ) এর মাজার
    • শাহ সোলেমান ফতেহগাজী র: মাজার
    • শাহজীবাজার রাবার বাগান
    • শেখ ভানু শাহের মাজার
    • শ্যাম বাউল গোস্বামীর আখড়া
    • সাতগাঁও রাবার বাগান
    • সাতছড়ি জাতীয় উদ্যান
    • সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রঃ) এর মাজার
    • সুরমা চা বাগান।
    • হবিগঞ্জ গ্যাস ফিল্ড

    মৌলভীবাজার জেলা

    সুনামগঞ্জ জেলা

    নীলাদ্রি

    লাকমা ছরা - বারেকটিলা- যাদুকাটা নদী- শিমুল বাগান- টাংগুয়ার হাওর- পাহাড়তলী

    জগন্নাথপুর উপজেলাঃ

    ১.বাসুদেব মন্দির

    ২.জগন্নাথ মন্দির

    ৩.কালিবাড়ি মন্দির ( হাসপাতাল রোড)

    ৪.রাধারমণ দত্তের বাড়ি হাসপাত পয়েন্ট থেকে ১.৫ কিঃ মি

    ৫.পৌরসভা ভবন

    ৬.জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদ।

    ৬.জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদ।

    ৬.জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদ।

    ৭.জগন্নাথপুর ডিগ্রী কলেজ

    ৮.শাহজালাল মহাবিদ্যালয়

    নলোয়ার হাওর

    শ্রী শ্রী নিমাই চাঁদ আশ্রম (কাদিপুর)

    তথ্যসূত্র

    1. বাংলার শ্যামলিমা /এস এম শাহনূর
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.