লালাখাল

‘লালাখাল’ সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি পর্যটন এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থান। লালাখালের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে সারি গোয়াইন নদী। সেই নদীতে অসংখ্য বাঁক রয়েছে।[1] নদীটির কূলে পাহাড়ি বন, চা-বাগান এবং নানা প্রজাতির বৃক্ষরাজি রয়েছে। [2]

লালাখাল,
লালাখাল
স্থান
লালাখাল,
স্থানাঙ্ক: ২৫.১০৬৮° উত্তর ৯২.১৭৯০° পূর্ব / 25.1068; 92.1790
Country বাংলাদেশ
Divisionসিলেট বিভাগ
আয়তন
  মোট কিমি (২ বর্গমাইল)
সময় অঞ্চলBST (ইউটিসি+6)

বিবরণ

ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান। চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। লালাখালের পানি নীল। মুলতঃ জৈন্তিয়া পাহাড় থেকে আসা প্রবাহমান পানির সাথে মিশে থাকা খনিজ এবং কাদার পরিবর্তে নদীর বালুময় তলদেশের কারনেই এই নদীর পানির রঙ এরকম দেখায়। লালাখাল নদীতে অসংখ্য বাঁকের দেখা মেলে। [1][3]

ইতিহাস

এ নদী দিয়েই পর্যটক ইবনে বতুতা বাংলাদেশে এসেছিলেন।[4] জায়গাটার নামের সঙ্গে ‘খাল’ শব্দ যুক্ত হলেও এটি মূলত একটা নদীরই অংশ। নদীর নাম সারি। কেননা, চেরাপুঞ্জি পাহাড় থেকে বেয়ে আসা পানি গড়িয়ে চলেছে লালাখাল দিয়ে।[5] লালাখালকে কেন লালাখাল বলা হয়, তা জানা যায়নি। [4]

পবিবেশ বিপর্যয়

সরকারি বিধিনিষেদের তোয়াক্কা না করায় উদ্ভিদবৈচিত্র্যকে করে তুলেছে হুমকির সম্মুখিন। এছাড়া অনুমোদনহীনভাবে পাথর উত্তোলন নদী এবং নদী অববাহিকার ভূমিকে হুমকির সম্মুখিন করেছে।[6] এলাকার প্রভাবশালীদের হস্তক্ষেপে বিপুল পরিমাণ গাছ কেটে ফেলার কারণে প্রায়ই সেখানে নানা রোগব্যাধির প্রকোপ লক্ষ্য করা যায়।[7] তাছাড়া উজান থেকে নেমে আসা পাথর আর বালুতে সয়লাব হয়ে যাওয়ায় নদীর নাব্যতা কমে গেছে। ফলে হঠাৎই উজান থেকে নেমে আসা ঢলে ক্ষতিগ্রস্থ হয় নিকটবর্তি অঞ্চলের মানুষের জীবন-জীবিকা। [8]

চিত্রশালা

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "লালাখাল"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৯
  2. "নীল জলের 'লালাখাল' সিলেটের নীল নদ!"এনটিভি। ১৩ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৯
  3. "সারি নদীর বাঁকে :: দৈনিক ইত্তেফাক"archive.ittefaq.com.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৯
  4. "ইবনে বতুতার লালাখাল"বণিক বার্তা। ২৬ অক্টোবর ২০১৬। ৯ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৯
  5. "ঘুরে আসুন নীল জলের অপূর্ব নদী সিলেটের লালাখাল"প্রিয়.কম। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৯
  6. "বন, আবহাওয়া ও পরিবেশ : প্রেক্ষাপট সিলেট জেলা"DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৯
  7. "প্রাকৃতিক ভারসাম্য রক্ষার উদ্যোগ কাগজে-কলমে"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৯
  8. নিষিদ্ধ বোমা মেশিনে পাথর তোলায় বাঁধের এই দশা?, নিজস্ব প্রতিবেদক, সিলেট; "বিশাল বাংলা", পৃষ্ঠা ৫, দৈনিক প্রথম আলো; প্রকাশকাল ৩ জুলাই ২০১২; সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৯।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.