আর্মি ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন, সিলেট
আর্মি ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (AIBA) বা সেনা ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট,সিলেট হচ্ছে জালালাবাদ ক্যান্টনমেন্টে অবস্থিত একটি বিজনেস কলেজ। এটি বাংলাদেশ সেনাবাহিনীর মালিকানাধীন এবং তাদের দ্বারা পরিচালিত। এই কলেজটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর অধিভুক্ত।[1]
সেনা ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট | |
নীতিবাক্য | Knowledge is Power |
---|---|
ধরন | বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর অধীনে একটি সায়ত্বশাসিত সরকারি প্রতিষ্ঠান |
স্থাপিত | ১৫ জানুয়ারি, ২০১৫ |
পরিচালক | ব্রিগ্রেডিয়ার জেনারেল মোঃ জহিরুল ইসলাম, এনডিসি,পিএসসি, জি(অবসরপ্রাপ্ত) |
অবস্থান | , |
সংক্ষিপ্ত নাম | Army IBA or AIBA |
অধিভুক্তি | বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস |
ওয়েবসাইট | http://aibasylhet.edu.bd |
ইতিহাস
আর্মি ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন ১৫ জানুয়ারি, ২০১৫ সালে সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টে প্রতিষ্ঠা করা হয়। এটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর অধিভুক্ত একটি প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনীর দ্বারা পরিচালিত হয়। এটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর শিক্ষাক্রম অনুসরণ করে থাকে।এই প্রতিষ্ঠানের অস্থায়ী ক্যাম্পাস জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (JCPSC), সিলেটসিলেট-এ প্রতিষ্ঠা করা হয়।[1][2]
তথ্যসূত্র
- "Army Institute of Business Administration"। www.aibasylhet.edu.bd। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-০৩।
- Independent, The। "Delivering education by the army"। Delivering education by the army | theindependentbd.com। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-০৩।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.