আরকুম শাহ

শাহ আরকুম আলী (জন্ম: ১৮৭৭ - মৃত্যু: ১৯৪১) ছিলেন বাংলাদেশের একজন আধ্যাত্মিক সাধক ও সূফী।[1]

আরকুম আলী

পাগল, শাহ
জন্ম১৮৭৭
সিলেট, আসাম, ব্রিটিশ রাজ
মৃত্যু১৯৪১
সিলেট, আসাম, ব্রিটিশ রাজ
মৃত্যুর কারণবার্ধক্য
সমাধিদক্ষিণ সুরমা, সিলেট, বাংলাদেশ
স্মৃতিস্তম্ভমাজার - আরকুম নগর, ধরাধরপুর, দক্ষিণ সুরমা, সিলেট
জাতীয়তাবাংলাদেশী
পেশাসাধক, গায়ক, গীতিকার, সুরকার
পরিচিতির কারণমরমী গান, মানবতাবাদী দর্শন
ধরনসূফীবাদ
আদি নিবাসসিলেট
উপাধিপাগল

রচনাবলী

আরকুম শাহ মূলত আধ্যাত্মিক ও ভক্তিমূলক গানের রচয়িতা।[2]

আরকুম শাহ'র জনপ্রিয় কয়েকটি গানঃ

1. সোনার পিঞ্জিরা আমার কইরা গেলায় খালিরে
হায়-রে আমার যতনের পাখি
সুয়ারে, একবার পিঞ্জিরায় আও দেখি
আজ্ঞা মতে এই দেহাতে কইলা পরবাস
এখন কেন যাও ছাড়িয়া করিয়া নৈরাশ -রে
2. কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে
3 . দুনিয়া পিরিতের বাজার
4. যদি হইতে চাও
5. রজ্ঞীলা বারই
6. আশিক ছাড়া পুরুষ-নারী

[3]

১৯৪০ সনে তার গানের সংকলন 'হকিকতে সিতারা' প্রকাশিত হয়। এ ছাড়া লোকগবেষক সুমনকুমার দাশের সম্পাদনায় ‘আরকুম শাহ রচনাসমগ্র’ প্রকাশ করেছে ঢাকার উৎস প্রকাশন।[4]

তথ্যসূত্র

  1. "পীর-ফকিরদের আদর্শ অনুসরণ করা হলে অশান্তি ও বিশৃঙ্খলা কমবে"। সিলেটের আলাপ। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৫
  2. "আরকুম শাহের ৭৩তম ওরশ পালিত"। বৈশাখী নিউজ ২৪ ডটকম। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৫
  3. 'সিলেটের মরমী মানস' - সৈয়দ মোস্তফা কামাল, প্রকাশনায়: মহাকবি সৈয়দ সুলতান সাহিত্য ও গবেষণা পরিষদ, প্রকাশ কাল: ২০০৯
  4. http://www.onushilon.org/corita/arkum-shah.htm}%5B%5D
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.