কাপ্তাই হ্রদ
কাপ্তাই হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙামাটি জেলার একটি কৃত্রিম হ্রদ। কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১৯৫৬ সালে কর্ণফুলি নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে রাঙামাটি জেলার ৫৪ হাজার একর কৃষি জমি ডুবে যায় এবং এ হ্রদের সৃষ্টি হয়।[1][2][3][4][5]
কাপ্তাই হ্রদ | |
---|---|
অবস্থান | দক্ষিণ-পূর্ব বাংলাদেশ |
স্থানাঙ্ক | |
ধরন | আধার |
প্রাথমিক অন্তর্প্রবাহ | কর্ণফুলী নদী |
প্রাথমিক বহিঃপ্রবাহ | কর্ণফুলী নদী |
অববাহিকা | ১১,০০০ বর্গ কিলোমিটার |
অববাহিকার দেশসমূহ | বাংলাদেশ |
ইতিহাস
কাপ্তাই বাঁধ

পাকিস্তান সরকার ১৯৫৬ সালে আমেরিকার অর্থায়নে কাপ্তাই বাঁধ নির্মাণ শুরু করে। ১৯৬২ সালে এর নির্মাণ শেষ হয়। ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং ইউতাহ ইন্টারন্যাশনাল ইনকর্পোরেট ৬৭০.৬ মিটার দীর্ঘ ও ৫৪.৭ মিটার উচ্চতার এ বাঁধটি নির্মাণ করে। এ বাঁধের পাশে ১৬টি জলকপাট সংযুক্ত ৭৪৫ ফুট দীর্ঘ একটি পানি নির্গমন পথ বা স্পিলওয়ে রাখা হয়েছে। এ স্পিলওয়ে প্রতি সেকেন্ডে ৫ লাখ ২৫ হাজার কিউসেক ফিট পানি নির্গমন করতে পারে। এ প্রকল্পের জন্য তখন প্রায় ২৫ কোটি ৪০ লাখ টাকা বাজেট নির্ধারণ করা হলেও পরে তা ৪৮ কোটি ছাড়িয়ে যায়।[2]
অধিভুক্ত এলাকা
কাপ্তাই হ্রদের কারণে ৫৪ হাজার একর কৃষি জমি ডুবে যায় যা ঐ এলাকার মোট কৃষি জমির ৪০ শতাংশ[2]। এছাড়া সরকারি সংরক্ষিত বনের ২৯ বর্গমাইল এলাকা ও অশ্রেণীভুক্ত ২৩৪ বর্গমাইল বনাঞ্চলও ডুবে যায়। প্রায় ১৮ হাজার পরিবারের মোট এক লাখ মানুষ বাস্তুচ্যূত হয়।
বিদ্যুৎ উৎপাদন
প্রথমে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ধরা হয়েছিল ১ লাখ ২০ হাজার কিলোওয়াট। প্রথমে ৪০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ১ ও ২ নম্বর ইউনিট স্থাপন করা হলেও পরে ১৯৬৯ সালের ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৩ নম্বর ইউনিটের কাজ শুরু হয়। বর্তমানে মোট পাঁচটি ইউনিট চালু আছে যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।[2]
পর্যটন

কাপ্তাই লেককে ঘিরেই মূলত রাঙামাটি জেলার পর্যটন শিল্প গড়ে উঠেছে। এই লেকের উপর রয়েছে বিখ্যাত ঝুলন্ত ব্রীজ। লেকের দুই ধারই পাহাড়-টিলা দিয়ে ঘেরা। ট্রলার ভাড়া করে লেকে ভ্রমণ করা যায়। ট্রলারে করে যাওয়া যায় শুভলং জলপ্রপাতে। লেকের পাড়ে রয়েছে নতুন চাকমা রাজবাড়ি ও বৌদ্ধ মন্দির। পুরাতন চাকমা রাজবাড়ি কাপ্তাই বাঁধ নির্মানের সময় লেকে তলিয়ে যায়। রাজবন বিহার বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার রাঙামাটি শহরের অদূরেই অবস্থিত, যা পূণার্থী এবং দর্শনার্থীদের অন্যতম আর্কষনীয় স্থান।
গ্যালারি
- কাপ্তাই হ্রদ
- তবলছড়ির কাছে কাপ্তাই হ্রদ
- কাপ্তাই হ্রদে চলাচলরত নৌকা
- কাপ্তাই হ্রদে সূর্যাস্ত
- কাপ্তাই হ্রদের অনেক জায়গায় স্থানীয়রা হাতটানা ভেলায় স্বল্প দূরত্ব পার হন
- পর্যটকদের নৌকায় ভ্রমন
- পরিযায়ী পাখির আশ্রয়স্থল
- কাপ্তাই হ্রদে দৈনন্দিন জীবন
- শীতে শুষ্ক শুভলং ঝর্ণা
আরো দেখুন
- রাঙামাটি জেলা
- কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র
![]() |
উইকিমিডিয়া কমন্সে কাপ্তাই হ্রদ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
তথ্যসূত্র
- "কাপ্তাই লেক"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
- দৈনিক যায়যায়দিন, জানুয়ারি ১০, ২০০৮, পৃষ্টা: ১০
- ডটকম, সমির মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর। "বিমুগ্ধ কাপ্তাই লেক"। bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-৩০।
- "বিবর্ণ হয়ে যাচ্ছে রাঙ্গামাটির কাপ্তাই লেক | DW | 28.01.2011"। DW.COM। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-৩০।
- "কাপ্তাই লেক - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-৩০।