শহীদ ভুলু স্টেডিয়াম

শহীদ ভুলু স্টেডিয়াম বাংলাদেশের নোয়াখালী জেলার সর্ববৃহৎ স্টেডিয়াম। সাত হাজার আসনের এ স্টেডিয়ামটি ১৯৭৩ সালে জেলার শহীদ মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন ইস্কান্দার ভুলুর নামে নামকরণ করা হয়[1]। বর্তমানে স্টেডিয়ামটি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল খেলার জন্য ব্যবহৃত হচ্ছে[2]। ২৪ জানুয়ারি,২০১৯ হতে নোফেল স্পোটিং ক্লাব ও টিম বিজেএমসি এই স্টেডিয়ামকে তাদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করছে[3][4]

শহীদ ভুলু স্টেডিয়াম
ভুলু স্টেডিয়াম
পূর্ণ নামশহীদ ভুলু স্টেডিয়াম
অবস্থাননোয়াখালী, বাংলাদেশ
স্থানাঙ্ক২২°৫২′৩৪.৭০″ উত্তর ৯১°০৫′৫৩.৫০″ পূর্ব
মালিকজাতীয় ক্রীড়া পরিষদ
পরিচালকনোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা
নির্বাহী স্যুট
ধারণক্ষমতা৭০০০
উপরিভাগঘাস
স্কোরবোর্ডহস্তচালিত
উন্মোচন১৯৭৩
ভাড়াটিয়া
টিম বিজেএমসি
নোফেল স্পোর্টিং ক্লাব

অবস্থান

এটি মাইজদী শহরে অবস্থিত এবং নোয়াখালীর ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্র। এখানে ফুটবল-ক্রিকেটসহ অনেক জনপ্রিয় খেলা নোয়াখালী প্রশাসন কর্তৃক আয়োজন করা হয়।[5]

খেলার পরিমাণ

জাতীয় পর্যায়ে অনেক ফুটবলার তৈরি করতে পারলেও এখন পর্যন্ত কোন ক্রিকেটার এই মাঠ থেকে উঠে আসে নি। কারণ হিসেবে নোয়াখালীতে বিসিবি কর্তৃক কোন টুনামেন্ট না হওয়া ও বিসিবি থেকে পর্যাপ্ত সাহায্য সহোযোগীতা না পাওয়াকে অন্যতম কারণ বলে থাকেন অনেকে। খেলাধুলা ছাড়াও স্টেডিয়ামটিতে অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।[6]

তথ্যসূত্র

  1. "প্রিমিয়ার ফুটবলের নতুন ভেন্যু শহীদ ভুলু স্টেডিয়াম"জনকন্ঠ। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-৩০
  2. "ইতিহাসের সাক্ষী হবার অপেক্ষায় নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়াম"বাংলাদেশ টুডে। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-৩০
  3. "নোয়াখালীতে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-৩০
  4. "নোয়াখালীতে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৮
  5. "নোয়াখালীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট"। অক্টোবর ১৮, ২০১৭। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৮
  6. "নোয়াখালীতে বৃহস্পতিবার উন্নয়ন কনসার্ট"। ১০ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.