বশীর হোসেন

বশীর হোসেন (২২ নভেম্বর ১৯৩৪ - ২০ এপ্রিল ১৯৭৮) ছিলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র সম্পাদক এবং পরিচালক। তার কর্মজীবনে তিনি পরপর দুইবার শ্রেষ্ঠ চিত্রসম্পাদক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্রগুলি হচ্ছে ১৯৭৬ সালের মাটির মায়া এবং ১৯৭৭ সালে সীমানা পেরিয়ে[1] তিনি দুটি চলচ্চিত্র পরিচালনা করেন, সেগুলো হল ১৩নং ফেকু ওস্তাগার লেনআপন পর

বশীর হোসেন
জন্ম(১৯৩৪-১১-২২)২২ নভেম্বর ১৯৩৪
মৃত্যু২৩ এপ্রিল ১৯৭৮(1978-04-23) (বয়স ৪৩)
ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
পেশাচলচ্চিত্র সম্পাদক, পরিচালক
কার্যকাল১৯৫৯১৯৭৭
উল্লেখযোগ্য কর্ম
মাটির মায়া
সীমানা পেরিয়ে
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার (২ বার)

জীবনী

বশীর হোসেন ১৯৩৪ সালের ২২শে নভেম্বর কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলায় জন্মগ্রহণ করেন।[2]

তিনি ১৯৫৯ সালে এ দেশ তোমার আমার চলচ্চিত্রে চিত্রসম্পাদক হিসেবে চলচ্চিত্রাঙ্গনে আবির্ভূত হন।[2] তিনি রাজধানীর বুকে (১৯৬০), হারানো সুর (১৯৬১) ও সূর্যস্নান (১৯৬২) চলচ্চিত্রের চিত্রসম্পাদনা করেন। ১৯৬৩ সালে তিনি সালাহউদ্দিনের ধারাপাত চলচ্চিত্রের চিত্রসম্পাদনা ও সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। এই সময়ে তিনি উর্দু ভাষার চান্দা (১৯৬২), তালাশ (১৯৬৩), ইয়ে ভি এক কাহানি (১৯৬৪), বন্ধন (১৯৬৪), মিলন (১৯৬৪), ক্যায়সে কহো (১৯৬৫), সাত রং (১৯৬৫), ও বেগানা (১৯৬৫) চলচ্চিত্রের সম্পাদনা করেন।

তিনি ১৯৭৮ সালের ২০শে এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন।[2]

নির্বাচিত চলচ্চিত্রসমূহ

  • এ দেশ তোমার আমার - ১৯৫৯
  • রাজধানীর বুকে - ১৯৬০
  • হারানো সুর - ১৯৬১
  • সূর্যস্লান - ১৯৬২
  • চান্দা - ১৯৬২
  • ধারাপাত - ১৯৬৩
  • তালাশ - ১৯৬৩
  • ইয়ে ভি এক কাহানি - ১৯৬৪
  • মেঘ ভাঙ্গা রোদ - ১৯৬৪
  • বন্ধন - ১৯৬৪
  • মিলন - ১৯৬৪
  • অনেক দিনের চেনা - ১৯৬৪
  • দুই দিগন্ত - ১৯৬৪
  • গোধুলির প্রেম - ১৯৬৫
  • ক্যায়সে কাহু - ১৯৬৫
  • রুপবান - ১৯৬৫
  • সাত রং - ১৯৬৫
  • জানাজানি - ১৯৬৫
  • বেগানা - ১৯৬৫
  • ১৩ নং ফেকু ওস্তাগার লেন - ১৯৬৬
  • নওয়াব সিরাজুদ্দৌলা - ১৯৬৭
  • অপারাজেও - ১৯৬৭
  • উলঝান - ১৯৬৭
  • নয়ন তারা - ১৯৬৭
  • সাত ভাই চম্পা - ১৯৬৮
  • তুম মেরে হো - ১৯৬৮
  • সুয়ে নাদিয়া জাগে পানি - 1968
  • এতটুকু আশা - ১৯৬৮
  • ময়না মতি - ১৯৬৯
  • নীল আকাশের নিচে - ১৯৬৯
  • মলুয়া - ১৯৬৯
  • জোয়ার ভাটা - ১৯৬৯

পুরস্কার ও মনোনয়ন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

বছরপুরস্কারবিভাগচলচ্চিত্রফলাফল
১৯৭৬জাতীয় চলচ্চিত্র পুরস্কারশ্রেষ্ঠ চিত্রসম্পাদকমাটির মায়াবিজয়ী
১৯৭৭জাতীয় চলচ্চিত্র পুরস্কারশ্রেষ্ঠ চিত্রসম্পাদকসীমানা পেরিয়েবিজয়ী[3]

তথ্যসূত্র

  1. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫
  2. জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। পৃষ্ঠা ৭৯৯। আইএসবিএন 984-70194-0045-9 |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)
  3. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার মাতাবেন যারা..."। ৪ জুলাই ২০১৮।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.