নিউ জলপাইগুড়ি জংশন রেলওয়ে স্টেশন

নিউ জলপাইগুড়ি জংশন রেলওয়ে স্টেশন (স্টেশন কোড: এনজেপি) একটি রেলওয়ে স্টেশন, যা পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম এবং উত্তরবঙ্গের বৃহত্তম মহানগর শিলিগুড়িকে রেল পরিষেবা প্রদান করে। নিউ জলপাইগুড়ি একটি রেলওয়ে স্টেশন হিসাবে নেপাল, সিক্কিম, ভুটান, বাংলাদেশ এবং উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের (আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং মেঘালয়) প্রবেশপথ হিসাবে কাজ করে। রেলস্টেশনটি উত্তর-পূর্ব সীমান্ত রেল অঞ্চলের সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে জংশন, যা উত্তর-পূর্ব রাজ্যগুলির লাইফলাইন হিসাবে কাজ করে। এনজেপি উত্তর-পূর্ব রাজ্যকে ভারতীয় মূল ভূখন্ডে সংযোগকারী ঘাঁটি হিসাবে কাজ করে।

নিউ জলপাইগুড়ি
এক্সপ্রেস ট্রেন এবং যাত্রী ট্রেন স্টেশন
নতুন জলপাইগুড়ি জংশনের রাতের দৃশ্য
অবস্থাননিউ জলপাইগুড়ি রোড, ভক্তিনগর, শিলিগুড়ি - ৭৩৪০০৪, জলপাইগুড়ি জেলা, পশ্চিমবঙ্গ
ভারত
স্থানাঙ্ক২৬°৪০′৫৭″ উত্তর ৮৮°২৬′৩৮″ পূর্ব
উচ্চতা১১৪.০০ মিটার (৩৭৪.০২ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতউত্তর-পূর্ব সীমান্ত রেল
লাইন (সমূহ)দার্জিলিং হিমালয়ান রেল,
হাওড়া–নিউ জলপাইগুড়ি রেলপথ,
হলদিবাড়ি–নিউ জলপাইগুড়ি রেলপথ,
নিউ জলপাইগুড়ি-আলিপুরদুয়ার-শামুকতলা রোড লাইন
বারাউনি-গুয়াহাটি রেলপথ
প্ল্যাটফর্ম
সংযোগসমূহঅটো রিকশা, বাস, ট্যাক্সি, ক্যাব
নির্মাণ
গঠনের ধরণমানসম্মত (স্থল পৃষ্ঠে অবস্থিত)
পার্কিংহ্যাঁ
প্রতিবন্ধী প্রবেশাধিকার
অন্য তথ্য
অবস্থাপরিচালনাগত
স্টেশন কোডএনজেপি
জোন(সমূহ) উত্তর-পূর্ব সীমান্ত রেল
বিভাগ(সমূহ) কাটিহার
ইতিহাস
চালু১৯৬০ (1960)[1]
বন্ধ হয়েছেনা
বৈদ্যুতীকরণচলমান
অবস্থান
নিউ জলপাইগুড়ি
পশ্চিমবঙ্গে অবস্থান##ভারতে অবস্থান
নিউ জলপাইগুড়ি
পশ্চিমবঙ্গে অবস্থান##ভারতে অবস্থান

ইতিহাস

১৯৪৭ সালে ভারতের বিভাজন পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলীয় অংশগুলির সাথে উত্তরবঙ্গআসামের সঙ্গে যোগাযোগের সংযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এর আগে, সংযোগগুলি পূর্ব বাংলার অংশে ছিল, যা ১৯৪৭ সালের ১৪ আগস্ট থেকে পাকিস্তানের অংশ হয়ে ওঠে। উত্তরবঙ্গ, সিকিম, ভুটানআসামের প্রবেশদ্বার হিসাবে শিলিগুড়ি গুরুত্ব পেয়েছিল। [1]

তথ্যসূত্র

  1. "History of New Jalpaiguri Junction"। IRFCA। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৬

বহিঃসংযোগ

বহিঃ ভিডিও
Sealdah-New Cooch Behar Uttarbanga Express arriving at New Jalpaiguri
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.