ছাতারপাইয়া ইউনিয়ন

ছাতারপাইয়া বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত সেনবাগ উপজেলার একটি ইউনিয়ন

ছাতারপাইয়া
ইউনিয়ন
১নং ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদ
ছাতারপাইয়া
বাংলাদেশে ছাতারপাইয়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°২′১৫″ উত্তর ৯১°৯′১৪″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলাসেনবাগ উপজেলা
সরকার
  চেয়ারম্যানআব্দুর রহমান
জনসংখ্যা (২০১১)
  মোট৩৪,৬৬৬
সাক্ষরতার হার
  মোট৫৬.৩০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮৬৪
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

ছাতারপাইয়া ইউনিয়নের মোট আয়তন ৪,২২৫ একর।

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ছাতারপাইয়া ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ৩৪,৬৬৬ জন। এর মধ্যে পুরুষ ১৭,৩৭৭ জন এবং নারী ১৭,২৮৯ জন।

অবস্থান ও সীমানা

সেনবাগ উপজেলার উত্তর-পশ্চিমাংশে ছাতারপাইয়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণ-পূর্বে কেশারপাড় ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে সোনাইমুড়ি উপজেলার বারগাঁও ইউনিয়ন, পশ্চিমে সোনাইমুড়ি উপজেলার চাষীরহাট ইউনিয়ন, উত্তর-পশ্চিমে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়ন, উত্তরে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়ন এবং উত্তর-পূর্বে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

ছাতারপাইয়া ইউনিয়ন সেনবাগ উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সেনবাগ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৯নং নির্বাচনী এলাকা নোয়াখালী-২ এর অংশ। এটি ৯টি মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। গ্রামসমূহ হল:

  • বসন্তপুর
  • বিরাহিমপুর
  • পঁচতুপা
  • মাতাববুর
  • চিলাদি
  • ছাতারপাইয়া
  • সোনাকান্দি
  • লেমুয়া
  • ঠনারপাড়

শিক্ষা ব্যবস্থা

শিক্ষা প্রতিষ্ঠান

যোগাযোগ ব্যবস্থা

খাল ও নদী

হাট-বাজার

  • ছাতারপাইয়া বাজার

দর্শনীয় স্থান

জনপ্রতিনিধি

আরও দেখুন

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.