চর জুবলী ইউনিয়ন

আয়তন

জনসংখ্যা

অবস্থান ও সীমানা

সুবর্ণচর উপজেলার মধ্যাংশে চর জুবলী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে চর বাটা ইউনিয়ন, চর আমানউল্যা ইউনিয়ননোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়ন; উত্তরে নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়ন; পশ্চিমে চর জব্বর ইউনিয়নচর ওয়াপদা ইউনিয়ন এবং দক্ষিণে মেঘনা নদীহাতিয়া উপজেলার সুখচর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

চর জুবলী ইউনিয়ন সুবর্ণচর উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সুবর্ণচর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭১নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৪ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা

শিক্ষা প্রতিষ্ঠান

চর জুবলী রব্বানীয়া ফাযিল মাদরাসা।

শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চর জব্বর ডিগ্রি কলেজ। জুবলী হাবিবুল্লাহ মিয়ার হাট উচ্চ বিদ্যালয়।

যোগাযোগ ব্যবস্থা

খাল ও নদী

  1. = হাট-বাজার ==

হারিছ চৌধুরী বাজার

আরও দেখুন

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.