চর পার্বতী ইউনিয়ন

চর পার্বতী বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত কোম্পানীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

চর পার্বতী
ইউনিয়ন
২নং চর পার্বতী ইউনিয়ন পরিষদ
চর পার্বতী
বাংলাদেশে চর পার্বতী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫২′২১″ উত্তর ৯১°১৬′৩৪″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলাকোম্পানীগঞ্জ উপজেলা
সরকার
  চেয়ারম্যানমোজাম্মেল হোসেন কামরুল
আয়তন
  মোট১৭.৬০ কিমি (৬.৮০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৫০,০০০
  জনঘনত্ব২৮০০/কিমি (৭৪০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৭৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮৫০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

চর পার্বতী ইউনিয়নের আয়তন ১৭.৬০ বর্গ কিলোমিটার।[1]

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী চর পার্বতী ইউনিয়নের লোকসংখ্যা প্রায় ৫০ হাজার।[2]

অবস্থান ও সীমানা

কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর-পূর্বাংশে চর পার্বতী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তর-পশ্চিমে সিরাজপুর ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে বসুরহাট পৌরসভা, দক্ষিণে চর হাজারী ইউনিয়ন, পূর্বে ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নবগাদানা ইউনিয়ন এবং উত্তরে ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নদাগনভূঁইয়া উপজেলার দাগনভূঁইয়া ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

চর পার্বতী ইউনিয়ন কোম্পানীগঞ্জ উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কোম্পানীগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭২নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা

এখানে রয়েছে প্রাক-প্রাথমিক,প্রাথমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা

শিক্ষা প্রতিষ্ঠান

কলেজ
চৌধুরীহাট ডিগ্রী কলেজ
  • চৌধুরীহাট ডিগ্রী কলেজ

[3]

মাধ্যমিক বিদ্যালয়
  • আছিয়া কার্মেন বালিকা উচ্চ বিদ্যালয়
  • কদমতলা এস সি উচ্চ বিদ্যালয়
  • চর পার্বতী মেহেরুন্নিসা উচ্চ বিদ্যালয়
  • চৌধুরীহাট বি জামান উচ্চ বিদ্যালয়
  • নূরজাহান আজমত চৌধুরাণী বালিকা উচ্চ বিদ্যালয়

[4]

মাদ্রাসা
  • বড় হাফেজ সাহেবের বাড়ি মাদ্রাসা
  • চৌধুরীহাট এন্তাজিয়া ইসলামিয়া মডেল দাখিল মাদ্রাসা
  • পূর্ব চর পার্বতী মদিনাতুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা
  • আল-আমিন মাদ্রাসা

[5]

প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর চর পার্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর পূর্ব চর পার্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চর পার্বতী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চর পার্বতী পাঠানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চর পার্বতী রহিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চর পার্বতী হাজী সালামত উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চৌধুরীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব চর পার্বতী জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য চর পার্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মমতাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়

[6]

কিন্ডারগার্টেন
  • চৌধুরীহাট আইডিয়াল স্কুল
  • চৌধুরীহাট বিদ্যা নিকেতন
  • বায়তুশ শরফ আল আমিন ইসলামি একডেমী

[7]

যোগাযোগ ব্যবস্থা

যোগাযোগ ব্যবস্থা উন্নতই বলা যায়। অধিকাংশ প্রধান সড়কই পাকা। সি এন জি, রিক্সা,অটোরিক্সা,মাইক্রোবাস নিয়মিত চলাচল করে।

খাল ও নদী

ছোট ফেনী নদী

হাট-বাজার

চর পার্বতী ইউনিয়নে বাজার সমূহের মধ্যে সবচেয়ে বড় 'বজুমিঞা চৌধুরীহাট' এটি অত্র ইউনিয়নের মধ্য-উত্তর ভাগে অবস্থিত। অত্র বাজারে প্রায় ১হাজার ১২ শত ছোট বড় ব্যাবসা প্রতিষ্ঠান অবস্থিত।

'কদমতলা বাজার' অত্র বাজারটি চর পার্বতী ইউনিয়নের দ্বিতীয় বৃহত বাজার।

বড় হাফেজ সাহেবের বাড়িকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে "ঘোড়ার টেক"। যা বর্তমানে হাফেজিয়া পাড়া নামে পরিচিত।

দর্শনীয় স্থান

ছোট ফেনী নদী, মৌলভী বাজার নতুন বেড়ী বাঁধ, পুরাতন স্লুইস গেট, কাজির হাট ঘাঁট।

বিখ্যাত ধর্মীয় স্থান

চর পার্বতী গ্রামের সবচেয়ে বিখ্যাত ধর্মীয় স্থান হল "বড় হাফেজ সাহেবের বাড়ি" যা পুরো অঞ্চলে এক নামে পরিচিত। এখানে রয়েছে বড় হাফেজ নামে সুপরিচিত বিখ্যাত সুফি হযরত আমজাদ হোসেনের কবর। দূর দূরান্ত থেকে ধর্ম পড়ান মানুষকবর জিয়ারত করতে এখানে আসে। তিনি উপমহাদেশের ইসলাম প্রচারক হিসেবে বাংলাদেশে আসে এবং এখানে বসতি স্থাপন শুরু করে পুরো অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করেন। ব্রিটিশ শাসনামলে ততকালীন জমিদার হাতি নিয়ে খাজনা আদায় করতে বড় হাফেজের সামনে এলে হাতি তার সামনে লুটিয়ে পড়ে বলে কথিত আছে।

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: মোজাম্মেল হোসেন কামরুল

আরও দেখুন

তথ্যসূত্র

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। "এক নজরে চরপার্বতী ইউনিয়ন"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
  2. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। "এক নজরে চরপার্বতী ইউনিয়ন"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
  3. "কলেজ | চরপার্বতী ইউনিয়ন | চরপার্বতী ইউনিয়ন" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-১৯
  4. "মাধ্যমিকবিদ্যালয় | চরপার্বতী ইউনিয়ন | চরপার্বতী ইউনিয়ন" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-১৯
  5. "মাদ্রাসা | চরপার্বতী ইউনিয়ন | চরপার্বতী ইউনিয়ন" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-১৯
  6. "প্রাথমিকবিদ্যালয় | চরপার্বতী ইউনিয়ন | চরপার্বতী ইউনিয়ন" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-১৯
  7. "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় | চরপার্বতী ইউনিয়ন | চরপার্বতী ইউনিয়ন" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.