এওজবালিয়া ইউনিয়ন

এওজবালিয়া বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত নোয়াখালী সদর উপজেলার একটি ইউনিয়ন

এওজবালিয়া
ইউনিয়ন
৮নং এওজবালিয়া ইউনিয়ন পরিষদ
এওজবালিয়া
বাংলাদেশে এওজবালিয়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪৯′ উত্তর ৯১°৪′ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলানোয়াখালী সদর উপজেলা
আয়তন
  মোট৪১.৪৪ কিমি (১৬.০০ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট৭৩,৫৩০
  জনঘনত্ব১৮০০/কিমি (৪৬০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮০০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

এওজবালিয়া ইউনিয়নের আয়তন ৪১.৪৪ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী এওজবালিয়া ইউনিয়নের জনসংখ্যা ৭৩,৫৩০ জন। এর মধ্যে পুরুষ ৩৬,৫০০ জন এবং নারী ৩৮,০৩০ জন।

অবস্থান ও সীমানা

নোয়াখালী সদর উপজেলার মধ্যাংশে এওজবালিয়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে ধর্মপুর ইউনিয়ননোয়াখালী ইউনিয়ন, উত্তরে বিনোদপুর ইউনিয়ননোয়ান্নই ইউনিয়ন, পশ্চিমে দাদপুর ইউনিয়নকালাদরপ ইউনিয়ন এবং দক্ষিণে সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নচর জব্বর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

এওজবালিয়া ইউনিয়ন নোয়াখালী সদর উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সুধারাম মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭১নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৪ এর অংশ। এটি ১৬টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • রাজাপুর
  • রামচন্দ্রপুর
  • মনপুর
  • নন্দনপুর
  • করিমপুর
  • সৈয়দপুর
  • নয়নপুর
  • পূর্ব এওজবালিয়া
  • পশ্চিম এওজবালিয়া
  • চর করমূল্যা
  • চাড়বানু
  • পুর্ব চাকলা
  • চর শুল্লুকিয়া
  • দক্ষিণ শুল্লুকিয়া
  • দক্ষিণ ফকিরপুর
  • জুনুদপুর

শিক্ষা ব্যবস্থা

শিক্ষা প্রতিষ্ঠান

  • জমিদার হাট উচ্চ বিদ্যালয়
  • এওজবালিয়া উচ্চ বিদ্যালয়
  • নন্দনপুর দাখিল মাদ্রাসা

যোগাযোগ ব্যবস্থা

খাল ও নদী

হাট-বাজার

  • জমিদার হাট
  • মমিননগর বাজার
  • সাহেবের হাট
  • করমুল্যা বাজার
  • হাটারী হাট

দর্শনীয় স্থান

জনপ্রতিনিধি

আরও দেখুন

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.