বুড়িরচর ইউনিয়ন, হাতিয়া

বুড়িরচর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত হাতিয়া উপজেলার একটি ইউনিয়ন

বুড়িরচর
ইউনিয়ন
৯নং বুড়িরচর ইউনিয়ন পরিষদ
ডাকনাম: বুড়িরচর
বুড়িরচর
বাংলাদেশে বুড়িরচর ইউনিয়ন, হাতিয়ার অবস্থান
স্থানাঙ্ক: ২২°১২′ উত্তর ৯১°৯′ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলাহাতিয়া উপজেলা
সরকার
  চেয়ারম্যানজিয়া আলী মোবারক কল্লোল (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
  মোট৮৫ কিমি (৩৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৯৫,৬০০
  জনঘনত্ব১১০০/কিমি (২৯০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৫৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮৯২

আয়তন

বুড়িরচর ইউনিয়নের আয়তন ৮৫ বর্গ কিলোমিটার, যা হাতিয়া উপজেলার মধ্যে তৃতীয় বৃহত্তম।

জনসংখ্যা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বুড়িরচর ইউনিয়নের জনসংখ্যা ৯৫,৬০০ জন।

অবস্থান ও সীমানা

হাতিয়া উপজেলার পূর্বাংশে বুড়িরচর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে চর ঈশ্বর ইউনিয়ন, উত্তর-পশ্চিমে তমরদ্দি ইউনিয়ন, পশ্চিমে সোনাদিয়া ইউনিয়ন, দক্ষিণে জাহাজমারা ইউনিয়ন এবং পূর্বে বঙ্গোপসাগর অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

বুড়িরচর ইউনিয়ন হাতিয়া উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হাতিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৩নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৬ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা

বুড়িরচর ইউনিয়নে ১টি কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা ও ১১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

যোগাযোগ ব্যবস্থা

উপজেলা সদর থেকে মেইন রোডে বুড়িরচরের উদ্দেশ্যে বাস,টেক্সী,মোটর সাইকেল ও রিক্সায় যাতায়াত করা যায়। অন্যদিকে বয়ারচর চেয়ারম্যান ঘাট থেকে সী-ট্রাক থেকে এসে বাস যোগে সাগরিয়া যাতায়াত করা যায়। এছাড়াও জাহাজমারা থেকেও একই ভাবে যাতায়াত করা যায়।

খাল ও নদী

হাট-বাজার

দর্শনীয় স্থান

  1. রহমত বাজার
  2. আলাদী গ্রাম
  3. সূর্যমুখী

কৃতি ব্যক্তিত্ব

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান:- জিয়া আলী মোবারক কল্লোল

আরও দেখুন

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.