অর্ধেন্দুশেখর মুস্তফী

অর্ধেন্দুশেখর মুস্তফী (২৫ জানুয়ারি, ১৮৫০ - ৫ সেপ্টেম্বর, ১৯০৯) ছিলেন বাঙালি নট ও নাট্যশিক্ষক। নাট্যজগতে "মুস্তোফী সাহেব" নামে পরিচিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রথাগত যোগ্যতা না থাকলেও ইংরেজি ভাষা ও সাহিত্যের দখল ছিল। গিরিশচন্দ্রের মতে অর্ধেন্দুশেখর যে অংশ অভিনয় করতেন সেই অংশই অননুকরণীয় হতো। অমৃতলাল বসুর মতে অর্ধেন্দুশেখর বিধাতার হাতে গড়া অভিনেতা ও অতুলনীয় নাট্যশিক্ষক।[1] তার জন্ম হয়েছিল কলকাতার বাগবাজারে।

তিনি যে সকল নাটকে অভিনয় করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য:

  • 'নীল দর্পণ' নাটকে 'উড সাহেবে'-র চরিত্রে,
  • 'নবীন তপস্বিনী' নাটকে 'জলধীরণ' চরিত্রে,
  • 'আবু হোসেন' নাটকে 'আবু হোসেন' চরিত্রে,
  • 'জনায়' নাটকে 'বিদূষক' চরিত্রে,
  • 'দুর্গেশনন্দিনী' নাটকে 'বিদ্যাদিগ্‌গজ' চরিত্রে,
  • 'সিরাজউদ্দৌলা' নাটকে 'ডেক' চরিত্রে,
  • 'মীর কাশিম' নাটকে 'হলওয়েল' চরিত্রে,
  • 'প্রফুল্ল' নাটকে 'রমেশ চরিত্রে'
  • 'রিজিয়া' নাটকে 'ঘাতক' চরিত্রে
  1. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৪৮, ISBN 978-81-7955-135-6
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.