ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশন

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন বা সিবিএফ (পর্তুগিজ: Confederação Brasileira de Futebol অথবা CBF) ব্রাজিলের ফুটবলের সর্বোচ্চ ক্রীড়া পরিচালনা পর্ষদ। ৮ জুন, ১৯১৪ সালে কনফেডারেসাও ব্রাসিলেইরা ডি ডেসপোরটোস বা সিবিডি নামে প্রতিষ্ঠিত হয়েছিল যার অর্থ দাঁড়ায় 'ব্রাজিলিয়ান স্পোর্টস কনফেডারেশন'। এর প্রথম সভাপতি ছিলেন এলভারো জামিথকেম্পেওনাতো ব্রাসিলেইরো ডি ফুটবলের চারটি বিভাগ এবং কোপা ডো ব্রাসিলের ন্যায় ব্রাজিলের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাগুলো আয়োজনে সংগঠকের ভূমিকা পালন করে। এছাড়াও সিবিএফ ব্রাজিল জাতীয় ফুটবল দল এবং ব্রাজিল জাতীয় মহিলা ফুটবল দলকে পরিচালনা করে থাকে। পেশাদারী পর্যায়ের ব্রাজিলের ফুটবল দলগুলো এর সদস্য। প্রাদেশিক সংস্থা যা স্টেট চ্যাম্পিয়নশীপের আয়োজক, এটিও সিবিএফের নিয়ন্ত্রণে কাজ করে থাকে। সদস্যভূক্ত প্রত্যেকটি ক্লাব সিবিএফ এবং প্রাদেশিক স্থানীয় সংস্থার সাথে সম্পৃক্ত।

ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশন
কনমেবল
প্রতিষ্ঠাকাল১৯১৪
ফিফা কর্তৃক অনুমোদন১৯২৩
কনমেবল অনুমোদন১৯১৬
সভাপতিজোসে মারিয়া মারিন

সংস্থাটি রিও ডি জেনিইরো রাজ্যের আটলান্টিক মহাসাগর তীরবর্তী বরা ডা তিজুকা এলাকাভিত্তিক গড়ে ওঠেছে। তেরেসোপোলিশ এলাকায় গ্রাঞ্জা কোমারি নামে নিজস্ব একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে।[1]

২৯ সেপ্টেম্বর, ২০০৭ সালে ঘোষণা করা হয় যে, সিবিএফ মহিলাদের লীগ এবং কাপ প্রতিযোগিতা অক্টোবর, ২০০৭ সাল থেকে আয়োজন করবে। চীনে অনুষ্ঠিত ২০০৭ সালের ফিফা মহিলা বিশ্বকাপে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের ক্রমবর্ধমান চাপ প্রয়োগই এর মূল কারণ।[2][3]

সভাপতি

ক্রমিক নং সভাপতির নাম দায়িত্ব গ্রহণ দায়িত্ব সমাপণ
১। এলভারো জামিথ ২০ নভেম্বর, ১৯১৫ ৪ নভেম্বর, ১৯১৬
২। আর্নাল্ডো গুইনলে ৪ নভেম্বর, ১৯১৬ ৮ জানুয়ারি, ১৯২০
৩। আরিওভিস্তো ডি আলমিদা রিগো ৮ জানুয়ারি, ১৯২০ ২৬ এপ্রিল, ১৯২১
৪। জোস এডুয়ার্ডো ডি মেসিডো সোরেস ২৬ এপ্রিল, ১৯২১ জানুয়ারি, ১৯২২
৫। অসোয়াল্দো গোমেজ জানুয়ারি, ১৯২২ ২৬ জানুয়ারি, ১৯২৪
৬। আরিওভিস্তো ডি আলমিদা রিগো ২৬ জানুয়ারি, ১৯২৪ ২০ জানুয়ারি, ১৯২৪
৭। ওয়াদিমির বার্নারদেস ২০ জুন, ১৯২৪ ১৯ ডিসেম্বর, ১৯২৪
৮। অস্কার রড্রিগুয়েজ ডা কস্তা ১৯ ডিসেম্বর, ১৯২৪ ১৩ অক্টোবর, ১৯২৭
৯। রেনাতো পাচিকো ১৩ অক্টোবর, ১৯২৭ ২৩ সেপ্টেম্বর, ১৯৩৩
১০। আলভারো ক্যাতাও ২৩ সেপ্টেম্বর, ১৯৩৩ ৫ সেপ্টেম্বর, ১৯৩৬
১১। লুইজ আরানহা ৫ সেপ্টেম্বর, ১৯৩৬ ২৮ জানুয়ারি, ১৯৪৩
১২। রিভাদাভিয়া কোরিয়া মেয়ের ২৮ জানুয়ারি, ১৯৪৩ ১৪ জানুয়ারি, ১৯৫৫
১৩। সিলভিও কোরিয়া পাচিকো ১৪ জানুয়ারি, ১৯৫৫ ১৪ জানুয়ারি, ১৯৫৮
১৪। জোয়াও হ্যাভেলাঞ্জ ১৪ জানুয়ারি, ১৯৫৫ ১০ জানুয়ারি, ১৯৭৫
১৫। হেলেনো দি বারোস নুনেজ ১০ জানুয়ারি, ১৯৭৫ ১৮ জানুয়ারি, ১৯৮০
১৬। গিওলিতে কোতিনহো ১৮ জানুয়ারি, ১৯৮০ ১৭ জানুয়ারি, ১৯৮৬
১৭। ওতাভিও পিন্টো গুইমারেজ ১৭ জানুয়ারি, ১৯৮৬ ১৬ জানুয়ারি, ১৯৮৯
১৮। রিকার্ডো তেইজিরা ১৬ জানুয়ারি, ১৯৮৯ ১২ মার্চ, ২০১২
১৯। জোসে মারিয়া মারিন ১২ মার্চ, ২০১২ বর্তমান

সম্মাননা

  • ফিফা বিশ্বকাপ : ৫ বার (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২)
  • কোপা আমেরিকা : ৮ বার (১৯১৯, ১৯২২, ১৯৪৯, ১৯৮৯, ১৯৯৭, ১৯৯৯, ২০০৪, ২০০৭)
  • সুপারক্লাসিকো ডি লাস আমেরিকাস : ৯ বার (১৯১৪, ১৯২২, ১৯৪৫, ১৯৫৭, ১৯৬০, ১৯৬৩, ১৯৭১, ১৯৭৬, ২০১১)
  • কনফেডারেশন কাপ : ৩ বার (১৯৯৭, ২০০৫,২০০৯)

বহিঃসংযোগ

পুরস্কার
পূর্বসূরী
ফ্যান অব সেলটিক এফ.সি.
ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড বিজয়ী
২০০৪
উত্তরসূরী
কমিউনিটি অবইকোইটোজ

টেমপ্লেট:National Members of the South American Football Confederation টেমপ্লেট:Football in Brazil

টেমপ্লেট:South American Football

তথ্যসূত্র

  1. "A sede da seleção pentacampeã: uma opção de passeio." (Portuguese ভাষায়)। TeresópolisOn। সংগ্রহের তারিখ ২০০৯-০২-১৭
  2. "Brazil to set up women's soccer league"SportsPeople's Daily। ২০০৭-০৯-২৯। সংগ্রহের তারিখ ২০০৭-০৯-৩০
  3. "Brazil will create women soccer cup"SportsPeople's Daily। ২০০৭-০৯-২৯। সংগ্রহের তারিখ ২০০৭-০৯-৩০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.