পুদুচেরি

পন্ডিচেরি, ২০০৬ সাল থেকে সরকারি নামে পুদুচেরি, ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এটি একটি ভূতপূর্ব ফরাসি উপনিবেশ। চারটি অসংলগ্ন ছিটমহল বা জেলা নিয়ে গঠিত। অঞ্চলের নামকরণ হয়েছে বৃহত্তম জেলা পন্ডিচেরির নাম অনুসারে। সেপ্টেম্বর, ২০০৬ নাগাদ ফরাসি নাম 'পন্ডিচেরি'র বদলে তামিল নাম 'পুদুচেরি' রাখা হয়।[4] একে "প্রাচ্যের ফরাসি রিভিয়েরা"ও বলা হয়।

পুদুচেরি
புதுச்சேரி - Pondichéry
Pondicherry
কেন্দ্রশাসিত অঞ্চল

পুদুচেরির সীল
Location of Puducherry (marked in red) in Republic of India
স্থানাঙ্ক: ১১.৯৩° উত্তর ৭৯.১৩° পূর্ব / 11.93; 79.13
রাষ্ট্র ভারত
গঠন৭ জানুয়ারী, ১৯৬৩
Capital and Largest cityPondicherry
District(s)
সরকার
  Lieutenant GovernorA. K. Singh (additional charge) [1]
  Chief MinisterN. Rangaswamy (AINRC)
  LegislatureUnicameral (33*seats)
আয়তন
  মোট৪৯২ কিমি (১৯০ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট১২,৪৪,৪৬৪
  ক্রম2nd
  জনঘনত্ব২৫০০/কিমি (৬৬০০/বর্গমাইল)
সময় অঞ্চলIST (ইউটিসি+05:30)
আইএসও ৩১৬৬ কোডIN-PY
দাপ্তরিক ভাষাসমূহতামিল
মালয়ালম
তেলুগু
ফরাসি
ওয়েবসাইটwww.py.gov.in [2][3]
^* 30 elected, 3 nominated

ভারতের ফরাসি উপনিবেশসমুহ নিয়েই এই কেন্দ্র শাসিত অঞ্চল গঠিত ৷ ১৯৫৪ সালের ১লা নভেম্বর ফরাসি সরকার ভারতের সমস্ত উপনিবেশগুলি বিনাশর্তে ভারতের কাছে সমার্পন করেন ৷ ভারতের ইতিহাসে এই ঘটনাকে DE FACTO TRANSFER OF PONDICHERRY বলা হয় ৷ পন্ডিচেরীর বহু মানুষ ফরাসি নাগরিকত্ব গ্রহণ করেন ৷

ফরাসি উপনিবেশগুলি হল

পরবর্তীকালে চন্দননগরের স্থানীয় মানুষের গণদাবী অনুযায়ী এটিকে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করা হয় ৷ বাকী চারটি উপনিবেশ নিয়ে পন্ডিচেরী কেন্দ্র শাসিত অঞ্চল গঠিত হয় ৷ ১লা নভেম্বরকে এখানে স্থানীয় স্বাধীনতা দিবস বা De Facto Merger Day হিসাবে পালন করা হয় ৷

শিক্ষা প্রতিষ্ঠান

রাজ্যের কারাইকাল-এ একটি ২০১০ সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় প্রযুক্তিক প্রতিষ্ঠান রয়েছে।

তথ্যসূত্র

  1. "Puducherry L-G Kataria sacked"Indian Expres। ১১ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৪
  2. "Press Release" (PDF) (সংবাদ বিজ্ঞপ্তি)। Government of Puducherry Directorate of Information Technology। ১১ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৪
  3. "NIC Puducherry"। Pon.nic.in। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৪
  4. Bill to rename Pondicherry as Puducherry passed <http://www.hindu.com/2006/08/22/stories/2006082207481000.htm>.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.