ধিবেহী ভাষা

ধিবেহী ভাষা (ދިވެހި, divehi বা ދިވެހިބަސް, divehi-bas) হল একটি ইন্দো-আর্য ভাষা যা মালদ্বীপের রাষ্ট্রীয় ভাষা। বর্তমানে বিশ্বে এ ভাষার ব্যবহারকারীর সংখ্যা প্রায় চার লক্ষ্যের কাছাকাছি। যার অধিকাংশই মালদ্বীপের মানুষ। সাধারনত মালেশিয়ায় ধিবেহী ভাষায় কথাবলা মানুষের সংখ্যা আনুমানিক সাড়ে তিন লক্ষ এর চেয়েও বেশী। ধিবেহী ভাষায় মালদ্বীপের অধিকাংশ মানুষ কথাবার্তা করে এবং এটিই হলো মালদ্বীপের জাতীয় ভাষা। মালদ্বীপ ছাড়াও আরো কিছু স্থানে এ ভাষা ব্যবহার করা হয়ে থাকে তার মধ্যে দ্বীপ এলাকা মিনিকয় অন্যতম । আনুমানিক এ এলাকায় ধিবেহী ভাষায় কথা বলা মানুষের সংখ্যা প্রায় দশ হাজারের মত।

ধিবেহী
ދިވެހިބަސް
(ধিবেহী)
দেশোদ্ভবমালদ্বীপ মিনিকয় দ্বীপ (মালিকু)
মাতৃভাষী
৩৪০,০০০ (২০১২)[1]
ইন্দো-ইউরোপীয়
থানা
(Dhives Akuru ১৮শ-শতাব্দী পর্যন্ত)
সরকারি অবস্থা
সরকারি ভাষা
 মালদ্বীপ
নিয়ন্ত্রক সংস্থাদিভেহি একাডেমি
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-১dv
আইএসও ৬৩৯-২div
আইএসও ৬৩৯-৩div
গ্লোটোলগdhiv1236[2]

তথ্যসূত্র

  1. এথ্‌নোলগে ধিবেহী (১৮তম সংস্করণ, ২০১৫)
  2. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "ধিবেহী"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.