দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সংক্ষেপে সার্ক) দক্ষিণ এশিয়ার একটি সরকারি সংস্থা। এর সদস্য দেশগুলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং আফগানিস্তানগণচীনজাপানকে সার্কের পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। সার্ক ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল। যখন বাংলাদেশ,ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপশ্রীলংকা নেতারা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক,অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নশীল দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা করার লক্ষ্যে এক রাজকীয় সনদপত্রে আবদ্ধ হন । এটি অর্থনৈতিক, প্রযুক্তিগত, সামাজিক, সাংস্কৃতিক এবং উন্নয়নের যৌথ আত্মনির্ভরশীলতা জোর নিবেদিত । সার্কের প্রতিষ্টাতা সদস্য সমূহ হল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং ২০০৭ সালে আফগানিস্তান সার্কেরসদস্য পদ লাভ করে । রাষ্ট্রের শীর্ষ মিটিং সাধারণত বাৎসরিক ভিত্তিতে নির্ধারিত এবং পররাষ্ট্র সচিবদের সভা দুই বছর পর পর অনুষ্টিত হয় । নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্কের সদর দফতর অবস্থিত ।

সার্ক
  সদস্য দেশ
  পর্যবেক্ষক দেশ
  সদস্য দেশ
  পর্যবেক্ষক দেশ
সদর দপ্তর কাঠমান্ডু, নেপাল
অফিসিয়াল ভাষা ইংরেজি
সদস্যপদ
নেতৃবৃন্দ
   মহাসচিব আমজাদ হোসেন সিয়াল[1]
   পরিচালক  আফগানিস্তান মাইহান সাঈদী

 বাংলাদেশ এমজেএইচ জাভেদ
 ভুটান সিঙয়ে রিচেন
 ভারত অজয় কুমার
 মালদ্বীপ ফাতিমাথ নাজওয়া
   নেপাল রিতা ধিতল
 পাকিস্তান মোহাম্মদ আলী হায়দার আলতাফ

 শ্রীলঙ্কা এমএইচএমএন বান্দারা
   সম্মেলনের তালিকা  মালদ্বীপ
সংস্থাপন ৮ ডিসেম্বর ১৯৮৫
ওয়েবসাইট
www.saarc-sec.org
ক. যদি একটি একক সত্তা হিসাবে বিবেচনা করে।
খ. একটি সমন্বিত মুদ্রা প্রস্তাব করা হয়েছে।

ইতিহাস

প্রথম দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতার জন্য একটি কাঠামো প্রতিষ্ঠার প্রস্তাবটি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বুদ্ধিদীপ্ত চিন্তাধারা থেকে আসে ।

সচিবালয়

সার্ক সচিবালয় কাঠমান্ডু, নেপাল

সার্ক সচিবালয় জানুয়ারী ১৭, ১৯৮৭ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রতিষ্ঠিত হয় এবং নেপালের প্রথিতযশা রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব এটি উদ্বোধন করেন।

আঞ্চলিক কেন্দ্রসমূহ

সার্কের আঞ্চলিক কেন্দ্রসমূহ:[2]

কেন্দ্র্রর নামসংক্ষিপ্ত নামঅবস্থান
সার্ক কৃষিবিষয়ক কেন্দ্রএসএসিঢাকা, বাংলাদেশ
[[সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র(বর্তমানে বন্ধ আছে এটি বর্তমানে দিল্লিতে অবস্থিত সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এর অধিভুক্ত )]]এসএমআরসিঢাকা, বাংলাদেশ
সার্ক যক্ষ্মা ও এইচআইভি/এইডস কেন্দ্রএসটিএসিকাঠমুন্ডু, নেপাল
সার্ক নথিপত্রকরণ কেন্দ্রএসডিসিনয়া দিল্লি, ভারত
সার্ক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রএসএইচআরডিসিইসলামাবাদ, পাকিস্তান
সার্ক উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কেন্দ্রএসসিজেডএমসিমালদ্বীপ
সার্ক তথ্য কেন্দ্রএসআইসিনেপাল
সার্ক শক্তি কেন্দ্রএসইসিপাকিস্তান
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রএডিএমসিভারত
সার্ক বন গবেষণা কেন্দ্রএসএফসিভুটান
সার্ক সাংস্কৃতিক কেন্দ্রএসসিসিশ্রীলঙ্কা

মহাসচিব

সার্ক মহাসচিবদের তালিকা
ক্রমিক নং দেশ নাম সময়কাল
 বাংলাদেশআবুল হাসান১৬ জানুয়ারি, ১৯৮৫ ১৫ অক্টোবর, ১৯৮৯
 ভারতকান্ত কিশোর ভার্গব১৭ অক্টোবর, ১৯৮৯ ৩১ ডিসেম্বর, ১৯৯১
 মালদ্বীপইব্রাহীম হুসাইন জাকী১ জানুয়ারি, ১৯৯২ ৩১ ডিসেম্বর, ১৯৯৩
   নেপালযাদব কান্ত সিলওয়াল১ জানুয়ারি, ১৯৯৪ ৩১ ডিসেম্বর, ১৯৯৫
 পাকিস্তাননাঈম ইউ. হাসান১ জানুয়ারি, ১৯৯৬ ৩১ ডিসেম্বর, ১৯৯৮
 শ্রীলঙ্কানিহাল রডরিগো১ জানুয়ারি, ১৯৯৯ ১০ জানুয়ারি, ২০০২
 বাংলাদেশকিউ. এ. এম. এ. রহিম১১ জানুয়ারি, ২০০২ ২৮ ফেব্রুয়ারি, ২০০৫
 ভুটানলিয়নপো চেনকিয়াব দর্জি১ মার্চ, ২০০৫ ২৯ ফেব্রুয়ারি, ২০০৮
 ভারতশীল কান্ত শর্মা১ মার্চ, ২০০৮ ২৮, ফেব্রুয়ারি, ২০১১
১০ মালদ্বীপফাতিমা দিয়ানা সাঈদ১ মার্চ, ২০১১ ১১ মার্চ, ২০১২
১১ মালদ্বীপআহমেদ সেলিম১২ মার্চ, ২০১২ ২৮ ফেব্রুয়ারি, ২০১৪[3]
১২   নেপালঅর্জুন বাহাদুর থাপা১ মার্চ ২০১৪
১৩ পাকিস্তানআমজাদ হোসেন সিয়াল১ মার্চ ২০১৭ (বর্তমান)[1]

শীর্ষ সম্মেলন

শীর্ষ সম্মেলনের তালিকা
ক্রমিক নং তারিখ স্বাগতিক দেশ স্থান সভাপতি
১ম৭-৮ ডিসেম্বর, ১৯৮৫ বাংলাদেশঢাকাআতাউর রহমান খান
২য়১৬-১৭ নভেম্বর, ১৯৮৬ ভারতব্যাঙ্গালোররাজীব গান্ধী
৩য়২-৪ নভেম্বর, ১৯৮৭   নেপালকাঠমণ্ডুমারীচ মান সিং শ্রেষ্ঠা
৪র্থ২৯-৩১ ডিসেম্বর, ১৯৮৮ পাকিস্তানইসলামাবাদবেনজীর ভুট্টো
৫ম২১-২৩ নভেম্বর, ১৯৯০ মালদ্বীপমালেমাওমুন আবদুল গাইয়ূম
৬ষ্ঠ২১ ডিসেম্বর, ১৯৯১ শ্রীলঙ্কাকলম্বোদীনগিরী বান্দা বিজেতুঙ্গে
৭ম১০-১১ এপ্রিল, ১৯৯৩ বাংলাদেশঢাকাখালেদা জিয়া
৮ম২-৪ মে, ১৯৯৫ ভারতনয়াদিল্লিপি. ভি. নরসিমা রাও
৯ম১২-১৪ মে, ১৯৯৭ মালদ্বীপমালেমাওমুন আবদুল গাইয়ূম
১০ম২৯-৩১ জুলাই, ১৯৯৮ শ্রীলঙ্কাকলম্বোশ্রীমাভো রাতওয়াতে ডায়াস বন্দরনায়েকে
১১'শ৪-৬ জানুয়ারি, ২০০২   নেপালকাঠমণ্ডুশের বাহাদুর দেউবা
১২'শ২-৬ জানুয়ারি, ২০০৪ পাকিস্তানইসলামাবাদজাফরুল্লাহ খান জামালী
১৩'শ১২-১৩ নভেম্বর, ২০০৫ বাংলাদেশঢাকাখালেদা জিয়া
১৪'শ৩-৪ এপ্রিল, ২০০৭ ভারতনয়াদিল্লিমনমোহন সিং
১৫'শ১-৩ আগস্ট, ২০০৮ শ্রীলঙ্কাকলম্বোরত্নাসিরি বিক্রমানায়েকে
১৬'শ২৮-২৯ এপ্রিল, ২০১০ ভুটানথিম্ফুজিগমে থিনলে
১৭'শ১০-১১ নভেম্বর, ২০১১[4] মালদ্বীপআদ্দুমোহামেদ নাশিদ
১৮'শ২৬-২৭ নভেম্বর, ২০১৪[5]   নেপালকাঠমন্ডুসুশীল কৈরালা

সার্কের বর্তমান নেতৃবৃন্দ

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "আমজাদ হোসেন সার্কের নতুন মহাসচিব"দৈনিক সমকাল। ৩ মার্চ ২০১৭। ১৩ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৭
  2. "আঞ্চলিক কেন্দ্রসমূহ"। saarc-sec.org। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৩০, ২০১৪
  3. SAARC website
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১১ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১১
  5. http://www.thehimalayantimes.com/fullNews.php?headline=Nepal+to+host+18th+SAARC+meet&NewsID=308667

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.