আশরাফ গনি
আশরাফ গণি আহমদজাই (পশতু: اشرف غني احمدزی, ফার্সি: اشرف غنی احمدزی; জন্ম: ১২ ফেব্রুয়ারি, ১৯৪৯) আফগানিস্তানের বর্তমান রাষ্ট্রপতি। ২১ সেপ্টেম্বর, ২০১৪ তারিখে অনুষ্ঠিত নির্বাচনে তিনি আফগানিস্তানের রাষ্ট্রপতি হিসেবে জয়লাভ করে। আশরাফ গণি এর পূর্বে আফগান সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও কাবুল বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন। কুচিজের গ্র্যান্ড কাউন্সিল চিফটেইন হাশমত গণি আহমদজাই তার ভাই।
আশরাফ গণি | |
---|---|
![]() | |
আফগানিস্তানের রাষ্ট্রপতি | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২৯ সেপ্টেম্বর, ২০১৪ | |
প্রধানমন্ত্রী | আব্দুল্লাহ আব্দুল্লাহ |
উপরাষ্ট্রপতি | তালিকা দেখুন
|
পূর্বসূরী | হামিদ কারজাই |
কাবুল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর | |
কাজের মেয়াদ ২২ ডিসেম্বর, ২০০৪ – ২১ ডিসেম্বর, ২০০৮ | |
পূর্বসূরী | হাবিবুল্লাহ হাবিব |
উত্তরসূরী | হামিদুল্লাহ আমিন |
অর্থমন্ত্রী | |
কাজের মেয়াদ ২ জুন, ২০০২ – ১৪ ডিসেম্বর, ২০০৪ | |
রাষ্ট্রপতি | হামিদ কারজাই |
পূর্বসূরী | হেদায়েত আমিন আরসালা |
উত্তরসূরী | আনোয়ার উল-হক আহাদি |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | লোগার, আফগানিস্তান | ১২ ফেব্রুয়ারি ১৯৪৯
রাজনৈতিক দল | স্বতন্ত্র |
দাম্পত্য সঙ্গী | রুলা গণি |
সন্তান | ২ |
প্রাক্তন শিক্ষার্থী | আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় |
ধর্ম | ইসলাম |
কর্মজীবন
২০০২ সালে আফগানিস্তানে প্রত্যাবর্তনের পূর্বে তিনি বিশ্বব্যাংকে কর্মরত ছিলন। জুলাই, ২০০২ থেকে ডিসেম্বর, ২০০৪ মেয়াদকালে তিনি আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ের প্রধানের দায়িত্বে থেকে তালিবান সরকারের সৃষ্ট অর্থনৈতিক সঙ্কট দূরীকরণে কাজ করে যান।
২০০৯ সালের রাষ্ট্রপতি নির্বাচনে তিনি চতুর্থ স্থানে ছিলেন। তার সামনে ছিলেন হামিদ কারজাই, আব্দুল্লাহ আব্দুল্লাহ ও রামাজান বাশারদোস্ত। ২০১৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম পর্বের ভোটে ৩১.৫০% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। আব্দুল্লাহ পেয়েছিলেন ৪৫.০০% ভোট। ফলশ্রুতিতে পুণরায় নির্বাচনের প্রয়োজন পড়ে।
অন্যান্য
আফগান নাগরিকদের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে যোগদানের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২০০৫ সালে প্রতিষ্ঠিত একটি সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা তিনি। ২০০৫ সালে টেড বার্তায় আফগানিস্তানের ন্যায় ভেঙ্গে যাওয়া রাষ্ট্রের পুণঃগঠনে কথা বলেন।[1] জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর সদস্য তিনি। ২০১৩ সালে অন-লাইন ভোটে বিশ্বের শীর্ষ ১০০জন বুদ্ধজীবীদের মধ্যে রিচার্ড ডকিন্সের পর তার অবস্থান ছিল দ্বিতীয় স্থানে। এ ভোট প্রক্রিয়া ফরিন পলিসি ও প্রসপেক্ট সাময়িকীর মাধ্যমে পরিচালিত হয়েছিল।[2] এরপূর্বে ২০১০ সালেও একই ভোট প্রক্রিয়ায় তার নাম অন্তর্ভুক্ত ছিল।[3]
তথ্যসূত্র
- https://www.ted.com/talks/ashraf_ghani_on_rebuilding_broken_states
- http://www.prospectmagazine.co.uk/magazine/world-thinkers-2013/#.U5I875RdUQ4
- "Foreign Policy's Second Annual List of the 100 Top Global Thinkers"। Foreign Policy। ২০১১-০৯-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-২৯।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে আশরাফ গনি সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- Presidential Campaign Website
- Afghan Elections Dossier - Ashraf Ghani, August 2009 - Radio France Internationale
রাজনৈতিক দপ্তর | ||
---|---|---|
পূর্বসূরী হেদায়েত আমিন আরসালা |
অর্থমন্ত্রী ২০০২-২০০৪ |
উত্তরসূরী আনোয়ার উল-হক আহাদি |
পূর্বসূরী হামিদ কারজাই |
আফগানিস্তানের রাষ্ট্রপতি ২০১৪-বর্তমান |
নির্ধারিত হয়নি |