আব্দুল্লাহ ইয়ামিন আব্দুল গাইয়ুম

আব্দুল্লাহ ইয়ামিন আব্দুল গাইয়ুম (ধিবেহী: އަބްދުﷲ ޔާމީން އަބްދުލް ގައްޔޫމް; জন্ম: ২১ মে, ১৯৫৯) মালদ্বীপ প্রজাতন্ত্রের ৬ষ্ঠ ও বর্তমান রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।[1][2] মালদ্বীপের আইনসভা পিপলস মজলিসে সংখ্যালঘিষ্ঠ দলের নেতা ছিলেন।[3] ১৯৯৩ সাল থেকে অদ্যাবধি ধারাবাহিকভাবে চার মেয়াদে সংসদ সদস্যরূপে নির্বাচিত হয়ে আসছেন। তিনি মিমুবা প্রবালদ্বীপ সংসদীয় এলাকা থেকে প্রতিনিধিত্ব করছেন।

আব্দুল্লাহ ইয়ামিন
އަބްދުﷲ ޔާމީން އަބްދުލް ގައްޔޫމް
মালদ্বীপের ৬ষ্ঠ রাষ্ট্রপতি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৭ নভেম্বর ২০১৩
উপরাষ্ট্রপতিমোহাম্মদ জামিল আহমেদ
পূর্বসূরীমোহাম্মদ ওয়াহিদ হাসান
ব্যক্তিগত বিবরণ
জন্মআব্দুল্লাহ ইয়ামিন আব্দুল গাইয়ুম
(1959-05-21) ২১ মে ১৯৫৯
মালে, মালদ্বীপ
রাজনৈতিক দলপ্রগ্রেসিভ পার্টি অব মালদ্বীপ
দাম্পত্য সঙ্গীফাতিমাথ ইব্রাহিম
বাসস্থানমুলিয়াগি (দাপ্তরিক)
প্রাক্তন শিক্ষার্থীআমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত
ক্লেয়ারমন্ট গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি
ধর্মইসলাম

রাজনৈতিক জীবন

রাজনৈতিক জীবনের শুরুতে ইয়ামিন তার জীবনের বড় একটি অংশ মাচ্চানগোলহি ওয়ার্ড এলাকায় কম্যুনিটি সংগঠক হিসেবে ব্যয় করেন। এ এলাকাতেই তিনি শৈশবকাল অতিবাহিত করেন। মাচ্চানগোলহি ওয়ার্ড প্রধান হিসেবে দায়িত্বপালনকালীন সময়ে তিনি জনপ্রিয় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে জেলাকে পরিচিতি ঘটান এবং কম্যুনিটিভিত্তিক বেসরকারী বিদ্যালয় আহমাদিয়াকে শিক্ষার সর্বোচ্চ মানে রূপান্তরের প্রয়াস চালিয়ে সফলকাম হন। এরপর তিনি পিপলস অ্যালায়েন্স (পিএ) নামের একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠায় সহায়তা করেন। পরবর্তীতে তিনি দল ত্যাগ করে ২০১০ সালে মালদ্বীপ প্রগ্রেসিভ পার্টিতে (পিপিএম) যোগদান করেন।[4] দল গঠনের পর থেকেই তিনি পিপিএমের দলনেতা হিসেবে সংসদীয় দলের প্রধান হন। ১৭-১৯ জানুয়ারি, ২০১৩ তারিখে আয়োজিত পিপিএমের প্রথম কংগ্রেসের মাধ্যমে বর্তমানেও তিনি এ পদ ধারণ করে আছেন। ২০১৩ সালে অনুষ্ঠিত মালদ্বীপের সংসদীয় নির্বাচনে তিনি জয়যুক্ত হন।

তথ্যসূত্র

  1. "Maldives swears in new president"। Al-Jazeera। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৩
  2. "Yameen sworn in as president of the Maldives"। BBC World News। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৩
  3. "ރައްޔިތުންގެ މަޖިލިސް"। Majlis.gov.mv। ২৫ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৩
  4. "Progressive Party of Maldives – Official Website – Dhivehi"। Ppm.mv। ২৮ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৩

আরও দেখুন

বহিঃসংযোগ

রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
মোহাম্মদ ওয়াহিদ হাসান
মালদ্বীপের রাষ্ট্রপতি
২০১৩-বর্তমান
নির্ধারিত হয়নি
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.