মামুন আব্দুল গাইয়ুম

মামুন আব্দুল গাইয়ুম (ধিবেহী: މައުމޫން އަބްދުލް ގައްޔޫމް; জন্ম: ২৯ ডিসেম্বর, ১৯৩৭) ১৯৭৮ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত দীর্ঘ ৩০ বছর মালদ্বীপের রাষ্ট্রপতি ছিলেন। ২০০৮ সালে মালদ্বীপে প্রথম বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এ নির্বাচনে মামুন আব্দুল গাইয়ুম এমডিপির মোহাম্মদ নাশিদের কাছে পরাজিত হন।[1]

মামুন আব্দুল গাইয়ুম
মালদ্বীপের ৩য় রাষ্ট্রপতি
কাজের মেয়াদ
১১ নভেম্বর ১৯৭৮  ১১ নভেম্বর ২০০৮
পূর্বসূরীইব্রাহিম নাসির
উত্তরসূরীমোহাম্মদ নাশিদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1937-12-29) ২৯ ডিসেম্বর ১৯৩৭
মালে, মালদ্বীপ
রাজনৈতিক দলমালদ্বীপ প্রগ্রেসিভ পার্টি (২০১১-বর্তমান)
দিভেহি রায়িথুঙ্গে পার্টি (২০০৫-২০১১)
স্বাধীন (রাজনৈতিক) (২০০৫ পর্যন্ত)
দাম্পত্য সঙ্গীনাসরিনা ইব্রাহিম
সন্তানদুনিয়া মামুন
ইয়ুম্না মামুন
ফারিশ মামুন
ঘাসান মামুন
ধর্মইসলাম

রাষ্ট্রপতি

১৯৭৮ সালে যে কোনো কারণে ইব্রাহিম নাসির সিঙ্গাপুরে পালিয়ে গেলে ক্ষমতার হাল ধরেন একনায়ক মামুন আব্দুল গাইয়ুম। তিনি ৩০ বছর মালদ্বীপের রাষ্ট্রপতি ছিলেন। প্রতিবারই তিনি একক নির্বাচনী প্রার্থী ছিলেন এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অভিষিক্ত ছিলেন। তাসত্ত্বেও মালদ্বীপের বাসিন্দারা গণতন্ত্রের সুখ ভোগ করতে পারেনি। মামুন আব্দুল গাইয়ুমের দীর্ঘ শাসনামলে তার নেতিবাচক কাজের কট্টর সমালোচকদের অন্যতম ছিলেন সাংবাদিক নাশিদ।[2]

তথ্যসূত্র

  1. রাজনৈতিক সঙ্কটের আবর্তে মালদ্বীপ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ মার্চ ২০১৬ তারিখে,এম এস শহিদ, দৈনিক সংগ্রাম। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ২৭ ফেব্রুয়ারী, ২০১২ খ্রিস্টাব্দ।
  2. রাজনীতির কূটনীতিতে বিপর্যস্ত মালদ্বীপ,মর্জিনা আফসার রোজী, দৈনিক যায় যায় দিন। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ১৩ মার্চ ২০১২ খ্রিস্টাব্দ।

আরও পড়ুন

বহিঃসংযোগ

রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
ইব্রাহিম নাসির
মালদ্বীপের রাষ্ট্রপতি
১৯৭৮  ২০০৮
উত্তরসূরী
মোহাম্মদ নাশিদ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.