আণ্ডারচর ইউনিয়ন
আণ্ডারচর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত নোয়াখালী সদর উপজেলার একটি ইউনিয়ন।
আণ্ডারচর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() আণ্ডারচর | |
স্থানাঙ্ক: ২২°৪৮′ উত্তর ৯০°৫৬′ পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | নোয়াখালী সদর উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ৪৬.৯৮ কিমি২ (১৮.১৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪০,১১০ |
• জনঘনত্ব | ৮৫০/কিমি২ (২২০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮০৯ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
আণ্ডারচর ইউনিয়নের আয়তন ৪৬.৯৮ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী আণ্ডারচর ইউনিয়নের জনসংখ্যা ৪০,১১০ জন।
অবস্থান ও সীমানা
নোয়াখালী সদর উপজেলার পশ্চিমাংশে আণ্ডারচর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে কালাদরপ ইউনিয়ন, পূর্বে পূর্ব চর মটুয়া ইউনিয়ন, উত্তরে চর মটুয়া ইউনিয়ন ও লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন এবং দক্ষিণ-পশ্চিমে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়ন ও চর কাদিরা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
আণ্ডারচর ইউনিয়ন নোয়াখালী সদর উপজেলার আওতাধীন ২০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সুধারাম মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭১নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৪ এর অংশ। এটি ৪টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- পশ্চিম মাইজচরা
- পূর্ব মাইজচরা
- আণ্ডারচর
- কাজিরচর
শিক্ষা ব্যবস্থা
শিক্ষা প্রতিষ্ঠান:
- মাধ্যমিক বিদ্যালয়
- শান্তির হাট উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা
- আণ্ডারচর রহমানিয়া দাখিল মাদ্রাসা (শান্তির হাট)
- বাংলাবাজার দাখিল মাদ্রাসা
- এইচ,এ জনকল্যাণ আলিম মাদ্রাসা
যোগাযোগ ব্যবস্থা
খাল ও নদী
হাট-বাজার
আণ্ডারচর ইউনিয়নের প্রধান প্রধান হাট-বাজারগুলো হল শান্তিরহাট বাজার, বাংলা বাজার, একরামুল করিম চৌধুরী বাজার, চকিদার হাট, কেরে বাজার, কাজির তালুক বাজার এবং চৌরাস্তা বাজার।
দর্শনীয় স্থান
কৃতী ব্যক্তিত্ব
- ওবায়দুল কাদের –- রাজনীতিবিদ।
- রুহুল আমিন –- বীরশ্রেষ্ঠ খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।
জনপ্রতিনিধি:
চেয়ারম্যানঃ আলী হায়দার বক্সী