বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১২ অক্টোবর ২০০৮ সালে রংপুরে প্রতিষ্ঠিত হয়।প্রথমে এটি রংপুর বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু করলেও পরবর্তীতে ২০০৯ সালে বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামানুসারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নামকরণ করা হয়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটির উদ্বোধন করেন। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে উত্তরবঙ্গের শিক্ষার্থীদের পাশাপাশি সারা বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষায় এই বিশ্ববিদ্যালয় অসামান্য অবদান রাখছে। বর্তমানে ২১ টি বিভাগে প্রায় ৭০০০ শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে। এছাড়াও ৩০ জন শিক্ষার্থী ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউটেএমফিলে অধ্যয়নরত।
![]() | |
ধরন | পাবলিক বিশ্ববিদ্যালয় |
---|---|
স্থাপিত | ২০০৮ |
আচার্য | আব্দুল হামিদ |
উপাচার্য | অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ [1] |
শিক্ষার্থী | 7000 |
অবস্থান | , |
শিক্ষাঙ্গন | ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক ৭৫ একর , |
সংক্ষিপ্ত নাম | বেরোবি, BRUR |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
ওয়েবসাইট | brur.ac.bd |
ক্যাম্পাস
রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ ও রংপুর ক্যাডেট কলেজ সংলগ্ন পার্কের মোড়ে এই ক্যাম্পাসটি গড়ে উঠেছে যা রংপুর শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে অবস্থিত।


অনুষদ ও বিভাগ
কলা অনুষদ
- বাংলা
- ইংরেজি
- ইতিহাস ও প্রত্নত্তত্ত্ব
সামাজিক বিজ্ঞান অনুষদ
- অর্থনীতি
- রাষ্ট্রবিজ্ঞান
- সমাজ বিজ্ঞান
- জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ
- গণযোগাযোগ ও সাংবাদিকতা
- লোকপ্রশাসন
বিজ্ঞান অনুষদ
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ
- কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE)
- ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (EEE)
জীব ও ভূবিজ্ঞান অনুষদ
- ভূগোল ও পরিবেশ বিজ্ঞান
- দূর্যোগ ব্যাবস্থাপনা
ব্যবসায় প্রশাসন অনুষদ
- অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস
- মার্কেটিং
- ম্যানেজমেন্ট
- ফাইন্যান্স এন্ড ব্যাংকিং
ইনস্টিটিউট
এ বিশ্ববিদ্যালয়ের অধীনে ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হলেও সে প্রতিষ্ঠান স্বতন্ত্রভাবে তার কার্যক্রম শুরু করতে পারেনি অদ্যাবধি। [2]
সংগঠন সমূহ
সাহিত্য বিষয়ক
রাজনৈতিক
সাংস্কৃতিক
- রণন
- উদীচী
- গুনগুন
- চারণ সাংস্কৃতিক কেন্দ্র
- ফিল্ম এন্ড আর্ট সোসাইটি (ফ্লাস), বেরোবি
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি
- বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরাম(বিআরইউডিএফ)
- বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন (ব্রুডা)
- ইংলিশ কালচার সোসাইটি (ইসিএস)
- ইকোনমিকস স্টুডেন্টস এসোসিয়েশন
- জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ স্টুডেন্টস এসোসিয়েশন
বিজ্ঞান
- সেন্টার ফর ডিজাস্টার এইড (সিডিএ)[3]
- প্রগতি বিজ্ঞান আন্দোলন
- জনবিজ্ঞান আন্দোলন
- বাংলাদেশ ওপেন সায়েন্স অর্গানাইজেশন
বিবিধ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দাবা সমিতি
আবাসিক হলসমূহ
ছাত্র হল
- বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল
- শহীদ মুখতার ইলাহী হল
ছাত্রী হল
- শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।
- শেখ হাসিনা হল (নির্মাণাধীন)।
স্থাপত্যসমূহ
- স্বাধীনতা স্বারক
- শহীদ মিনার
(অস্থায়ী)
সুযোগ-সুবিধাসমূহ
- পাবলিক বিশ্ববিদ্যালয়, খুব অল্প শিক্ষাদান খরচ
- ক্যাম্পাস মেডিকেল সুবিধা
- ছাত্রছাত্রীদের জন্য আবাসিক হল সুবিধা
- পরিবহন ব্যবস্থা
- কেন্দ্রীয় গ্রন্থাগার ও বিভাগ ভিত্তিক সেমিনার লাইব্রেরী
- ক্যাফেটেরিয়া
- কেন্দ্রীয় খেলার মাঠ
উপাচার্যের তালিকা
নাম | হইতে | পর্যন্ত |
---|---|---|
ড. এম. লুত্ফর রাহমান | ২০ অক্টোবর, ২০০৮[4] | ৭ মে, ২০০৯ |
অধ্যাপক ড. মু. আবদুল জলিল মিয়া | ৮ মে, ২০০৯[5] | ৭ মে ২০১৩ |
অধ্যাপক ড. এ. কে .এম নুরুন্নবী | ৮ মে, ২০১৩ | ৫ মে, ২০১৭ |
অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ | ১ জুন, ২০১৭ [6][7] | বর্তমান |
তথ্যসূত্র
- Administrator। "Message From VC"। brur.ac.bd।
- দৈনিক কালের কণ্ঠ, ১৪ নভেম্বর, ২০১১, মুক্তধারা, পৃঃ ১৭, মুদ্রিত সংস্করণ
- "বেরোবির এক ঝাঁক তরুনের ব্যতিক্রম প্রতিষ্ঠান - CCNews24.com"। CCNews24.com (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৯-১৪। সংগ্রহের তারিখ ২০১৮-১০-০২।
- "New Rangpur University gets VC"। bdnews24.com। ২০০৮-১০-২০। ২৪ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মে ২০০৯।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। bdnews24.com। ২০০৯-০৫-০৭। ১৭ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৫-০৮।
- "রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ"। দৈনিক সমকাল। জুন ০২, ২০১৭। ১ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৭। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - "বেরোবির উপাচার্য হলেন ড. নাজমুল আহসান কলিমউল্লাহ"। দৈনিক ইত্তেফাক। জুন ০১, ২০১৭। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৭। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)
![]() |
উইকিমিডিয়া কমন্সে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংক্রান্ত মিডিয়া রয়েছে। |