বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল
বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে জাতীয় মহিলা ক্রিকেট দল হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। জুলাই, ২০০৭ সালে থাইল্যান্ডের বিপক্ষে দলটি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। এতে বাংলাদেশ প্রতিপক্ষ দলের বিপক্ষে দু’টি খেলায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছিল।[1] এরপর দলটি ২০০৭ সালের এসিসি মহিলাদের প্রতিযোগিতায় অংশ নেয় ও শিরোপা জয় করে।[2] ২০১১ সালের মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের প্রতিযোগিতায় ৫ম স্থান অধিকার করে। এরফলে বাংলাদেশ দল নেদারল্যান্ডসের পরিবর্তে একদিনের আন্তর্জাতিকে খেলার মর্যাদা লাভ করে।[3]
বাংলাদেশ | |
![]() বাংলাদেশের পতাকা | |
ডাকনাম | লেডি টাইগার্স, বাঘিনী |
আইসিসি সদস্যপদ অনুমোদন | ১৯৭৭ |
সংস্থা | বাংলাদেশ ক্রিকেট বোর্ড |
আইসিসি সদস্য মর্যাদা | সহযোগী সদস্য (১৯৭৭) পূর্ণাঙ্গ সদস্য (২০০০) |
অঞ্চল | এশিয়া |
অধিনায়ক | রুমানা আহমেদ |
কোচ | ডেভিড ক্যাপেল |
১ম আনুষ্ঠানিক খেলা | ![]() ![]() (ব্যাংকক; ৬ জুলাই, ২০০৭) |
ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব | |
অংশগ্রহণ | ২ (১ম অংশগ্রহণ ২০১১) |
সেরা ফলাফল | ৫ম (২০১১ ও ২০১৭) |
মহিলা বিশ্ব টুয়েন্টি২০ | |
অংশগ্রহণ | ১ (১ম অংশগ্রহণ ২০১৪) |
সেরা ফলাফল | ১ম রাউন্ড (২০১৪) |
মহিলা বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্ব | |
অংশগ্রহণ | ১ (১ম অংশগ্রহণ ২০১৫) |
সেরা ফলাফল | রানার-আপ (২০১৫) |
১৯ ফেব্রুয়ারি, ২০১৭ অনুযায়ী |
ইতিহাস
ওডিআই মর্যাদা লাভ
২৪ নভেম্বর, ২০১১ তারিখে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বে মার্কিন যুক্তরাষ্ট্র দলকে ৯ উইকেটে হারিয়ে একদিনের আন্তর্জাতিকের মর্যাদা লাভ করে বাংলাদেশ দল। এরফলে দলটি প্রতিযোগিতায় শীর্ষ ছয়ে প্রবেশ করায় বৈশ্বিকভাবে ১০ম স্থানে প্রবেশ করে যা একদিনের মর্যাদা প্রাপ্তির জন্য প্রয়োজন ছিল।[3]
২০১৬ আয়ারল্যান্ড সফর
আঘাতপ্রাপ্ত সালমা খাতুনকে ছাড়াই[4] জাহানারা আলমের নেতৃত্বে সেপ্টেম্বর, ২০১৬-এর প্রথম সপ্তাহে আয়ারল্যান্ড সফর করে।[5][6][7] এ সফরে দলটি আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিপক্ষে তিনটি একদিনের আন্তর্জাতিক এবং দুইটি টুয়েন্টি২০ আন্তর্জাতিকে প্রতিদ্বন্দ্বিতা করে। টুয়েন্টি২০ আন্তর্জাতিকে ০-১ ব্যবধানে পরাজিত হয়। বৃষ্টির কারণে পরিত্যক্ত ১ম ওডিআইয়ের জন্য পরবর্তীতে যুক্ত হওয়া অতিরিক্ত একদিনের আন্তর্জাতিকে জয়লাভের মাধ্যমে বাংলাদেশ ১-০ ব্যবধানে সিরিজ জয় করে।[8] ঐ খেলায় বাংলাদেশের মহিলা ক্রিকেটের ইতিহাসে রুমানা আহমেদ প্রথম হ্যাট্রিক করেন।[9]
২০১৭ মহিলা ক্রিকেট বিশ্বকাপ
২০১৭ আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের চতুর্থ আসরের এ প্রতিযোগিতাটি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত হয়। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৭ সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব হিসেবে এ বাছাইপর্ব প্রক্রিয়া চলে। ভারত, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, পাকিস্তান ও আয়ারল্যান্ডের সাথে সুপার সিক্স পর্বে খেলার সুযোগ পায়। রুমানা আহমেদের অধিনায়কত্বে[10] বাংলাদেশ দল পঞ্চম স্থান অধিকার করে ও তাদের ওডিআই মর্যাদা ২০২১ সাল পর্যন্ত ধরে রাখে।[11][12] এ প্রতিযোগিতার গ্রুপ পর্বে পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ড এবং সুপার সিক্স পর্বে কেবলমাত্র আয়ারল্যান্ডকে পরাজিত করে।
২০১৮ মহিলা টুয়েন্টি২০ এশিয়া কাপ
২০১৮ প্রমীলা টুয়েন্টি২০ এশিয়া কাপ এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত এসিসি প্রমীলা এশিয়া কাপের সপ্তম সংস্করণ এবং সর্বশেষ তিন সংস্করণ ধরে ২০ ওভারের খেলা হচ্ছে। এটি ২০১৮ সালের ৩ থেকে ১৮ জুন পর্যন্ত মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়। [13][14] টুর্নামেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, পাকিস্তান, শ্রীলংকা এবং থাইল্যান্ড।[15] পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ভারত প্রথম দল হিসেবে ফাইনালে উঠে।[16] মালয়েশিয়াকে ৭০ রানে হারিয়ে বাংলাদেশ ভারতের সাথে ফাইনালে মুখোমুখি হয়।[17] এই নিয়ে ভারত ৭ম বারের মত ফাইনালে উঠে এবং বাংলাদেশ প্রথম বারের মত।[18][19] ভারতকে তিন উইকেটে হারিয়ে বাংলাদেশ শিরোপা জিতে নেয় এবং ভারতের পর একমাত্র দল হিসেবে এই শিরোপা অর্জনের সম্মান লাভ করে। [20]
প্রতিযোগিতায় অংশগ্রহণ
আইসিসি মহিলা বিশ্ব টি২০ বাছাইপর্ব
আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০
মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব
বছর | রাউন্ড | অবস্থান | ম্যাচ | জয় | হার | টাই | ফলাফল হয়নি |
---|---|---|---|---|---|---|---|
![]() |
অংশগ্রহণ করেনি | ||||||
![]() | |||||||
![]() | |||||||
![]() |
গ্রুপ পর্ব | ৪/৪ | ৬ | ১ | ৫ | ০ | ০ |
![]() |
সেমিফাইনাল | ৩/৮ | ৪ | ৩ | ১ | ০ | ০ |
![]() |
গ্রুপ পর্ব | ৪/৬ | ৫ | ২ | ৩ | ০ | ০ |
![]() |
চ্যাম্পিয়ন | ১/৬ | ৬ | ৫ | ১ | ০ | ০ |
মোট | ২০ | ১০ | ১০ | ০ | ০ |
_(cropped).jpg)
মহিলাদের এসিসি প্রতিযোগিতা
- ২০০৭: বিজয়ী
বর্তমান আন্তর্জাতিক র্যাঙ্কিং
আইসিসি মহিলাদের র্যাঙ্কিংয়ে টেস্ট, ওডিআই ও টুয়েন্টি২০ আন্তর্জাতিকের ফলাফলকে একটিমাত্র র্যাঙ্কিং ব্যবস্থায় তুলে ধরেছে। টেমপ্লেট:আইসিসি মহিলা র্যাঙ্কিং
দলীয় সদস্য
ফেব্রুয়ারি, ২০১৭ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০১৭ সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বে অংশগ্রহণের লক্ষ্যে ঘোষিত বাংলাদেশ মহিলা দলের সদস্যদের তালিকা নিম্নরূপ:[10]
খেলোয়াড় | বয়স | ব্যাটিংয়ের ধরন | বোলিংয়ের ধরন | খেলার স্তর | শার্ট নং |
---|---|---|---|---|---|
অধিনায়ক ও অল-রাউন্ডার | |||||
রুমানা আহমেদ | ২৯ মে ১৯৯১ | ডানহাতি | ডানহাতি লেগ ব্রেক | ওডিআই, টুয়েন্টি২০ | |
সহঃ অধিনায়ক ও ব্যাটসম্যান | |||||
আয়শা রহমান | ১৪ জানুয়ারি ১৯৮৪ | ডানহাতি | - | ওডিআই, টুয়েন্টি২০ | |
ব্যাটসম্যান | |||||
ফারজানা হক | ১৯ মার্চ ১৯৯৩ | ডানহাতি | - | ওডিআই, টুয়েন্টি২০ | |
সানজিদা ইসলাম | ১ মার্চ ১৯৯৬ | ডানহাতি | - | ওডিআই, টুয়েন্টি২০ | |
লতা মণ্ডল | ১৬ জানুয়ারি ১৯৯৩ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | ওডিআই, টুয়েন্টি২০ | |
শারমিন আক্তার | ৩১ ডিসেম্বর ১৯৯৫ | ডানহাতি | - | ওডিআই, টুয়েন্টি২০ | |
তাহিন তাহেরা | ২৮ জুন ১৯৯০ | বামহাতি | - | ওডিআই, টুয়েন্টি২০ | |
শারমিন সুলতানা | ১২ জানুয়ারি ১৯৯৩ | ডানহাতি | - | ||
শায়লা শারমিন | ১৬ জুলাই ১৯৮৯ | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | ওডিআই, টুয়েন্টি২০ | |
অল-রাউন্ডার | |||||
সালমা খাতুন | ১ আগস্ট ১৯৯০ | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | ওডিআই, টুয়েন্টি২০ | |
জাহানারা আলম | ১ এপ্রিল ১৯৯৩ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | ওডিআই, টুয়েন্টি২০ | |
চামেলী খাতুন | ১১ অক্টোবর ১৯৮৮ | ডানহাতি | ডানহাতি স্লো | ওডিআই, টুয়েন্টি২০ | |
শুকতারা রহমান | ২৯ মে ১৯৯১ | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | ওডিআই, টুয়েন্টি২০ | |
নাহিদা আক্তার | ২ মার্চ ২০০০ | ডানহাতি | স্লো লেফট আর্ম অর্থোডক্স | ওডিআই, টুয়েন্টি২০ | |
ফাহিমা খাতুন | ২ নভেম্বর ১৯৯২ | ডানহাতি | লেগ ব্রেক | ওডিআই, টুয়েন্টি২০ | ৯ |
উইকেট-রক্ষক | |||||
সুলতানা ইয়াসমিন | ১৩ আগস্ট ১৯৮৯ | ডানহাতি | - | ওডিআই, টুয়েন্টি২০ | |
নিগার সুলতানা | ১ আগস্ট ১৯৯৭ | ডানহাতি | - | ওডিআই, টুয়েন্টি২০ | |
নুজাত তাসনিয়া টুম্পা | ৩১ ডিসেম্বর ১৯৯৬ | ডানহাতি | - | ||
বোলার | |||||
খাদিজা তুল কুবরা | ৩০ জানুয়ারি ১৯৯৫ | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | ওডিআই, টুয়েন্টি২০ | |
সাথিরা জাকির | ৩০ নভেম্বর ১৯৯০ | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | ওডিআই, টুয়েন্টি২০ | |
চম্পা চাকমা | ১১ নভেম্বর ১৯৮৮ | বামহাতি | স্লো লেফট আর্ম অর্থডক্স | ওডিআই, টুয়েন্টি২০ | |
ঋতু মণি | ৫ ফেব্রুয়ারি ১৯৯৩ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | ওডিআই, টুয়েন্টি২০ | |
জান্নাতুল ফেরদৌস | ১২ ডিসেম্বর ১৯৯৯ | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | ওডিআই, টুয়েন্টি২০ | |
সুরাইয়া আজমিন | ২৯ মে ১৯৯৯ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | ওডিআই, টুয়েন্টি২০ | |
মুর্শিদা খাতুন | ওডিআই | ||||
তথ্যসূত্র
- Thailand lose warm-ups by Andrew Nixon, 8 July 2007 at CricketEurope
- ACC Women's Tournament ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ জুলাই ২০০৭ তারিখে at official Asian Cricket Council website
- "Ireland and Bangladesh secure ODI status"। ICC। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১১।
- Isam, Mohammad (২৮ আগস্ট ২০১৬)। "Injured Salma Khatun out for Bangladesh Women"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)।
- "Bangladesh Women tour of Ireland, 2016"। Cricinfo (ইংরেজি ভাষায়)।
- "আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ মহিলা দল"। দৈনিক জনকন্ঠ। ২৯ আগস্ট ২০১৬।
- "আয়ারল্যান্ড সফর : মহিলা ক্রিকেট দলের প্রাথমিক ক্যাম্প কাল শুরু"। নয়া দিগন্ত। ৯ আগস্ট ২০১৬।
- "Ireland Women To Play Bangladesh At Shaws Bridge"। Cricket Ireland (ইংরেজি ভাষায়)। ১০ সেপ্টেম্বর ২০১৬।
- "Rumana's historic hat-trick seals series for Bangladesh, Ireland v Bangladesh, 3rd Women's ODI, Belfast" (ইংরেজি ভাষায়)। espncricinfo। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬।
- "Bangladesh Women Squad: Players"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৭।
- "India, South Africa ready for final of ICC Women's World Cup Qualifier 2017"। International Cricket Council। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৭।
- "All 10 squads for the ICC Women's World Cup Qualifier 2017 confirmed"। International Cricket Council। ২৫ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৭।
- "Womens Asia Cup T20, 2018"। CricBuzz। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৮।
- "Women's Asia Cup T20: No surprises as BCCI announces 15-member squad led by Harmanpreet Kaur"। Scroll। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৮।
- "No surprises in Harmanpreet Kaur-led India squad for Women's Asia Cup T20"। Hindustan Times। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৮।
- "India cruise past Pakistan to Asia Cup final"। International Cricket Council। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৮।
- "Bangladesh set up India clash in Asia Cup final"। International Cricket Council। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৮।
- "India march to seventh straight Asia Cup final with Bisht three-for"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৮।
- "Giant-slayers Bangladesh romp to maiden Asia Cup final"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৮।
- "Bangladesh stun India in cliff-hanger to win title"। International Cricket Council। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৮।