প্যারালিম্পিকে বাংলাদেশ
বাংলাদেশের প্যারালিম্পিকে অভিষেক হয় এথেন্সে অনুষ্ঠিত ২০০৪ গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে অংশগ্রহণের মাধ্যমে। অভিষেক প্যারালিম্পিকে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি এথলেট মকসুদ মকসুদ ছেলেদের ৪০০ মিটার (টি৪৬)-এ অংশগ্রহণ করেন কিন্তু হিটে সবচেয়ে বেশি সময় নিয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েন। ২০০৮ গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন দৃষ্টি প্রতিবন্ধী আব্দুল কাদের সুমন, তিনি ছেলেদের ১০০ মিটার (টি১২) এ অংশগ্রহণ করেন এবং হিটে ধীরগতির রেকর্ড ১৬.৬৩ সেকেন্ড সময় নিয়ে প্রতিযোগিতা থেকে বাদ পড়েন।[1]
প্যারালিম্পিক গেমসে বাংলাদেশ | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||
প্যারালিম্পিক ইতিহাস | ||||||||||
গ্রীষ্মকালীন গেমস | ||||||||||
|
বাংলাদেশ কখনো শীতকালীন প্যারালিম্পিকে অংশগ্রহণ করেনি।[1]
প্যারালিম্পিকে বাংলাদেশের সম্পূর্ণ ফলাফল
নাম | প্রতিযোগিতা | খেলা | ইভেন্ট | সময় | র্যাঙ্ক |
---|---|---|---|---|---|
মকসুদ মকসুদ | ২০০৪ এথেন্স | অ্যাথলেটিকস্ |
৪০০ মিটার - পুরুষ (টি৪৬) | ১:১৫:৯০ | ৫ জনের হিটে ৫ম (সর্বশেষ) অগ্রসর হতে পারেননি |
আব্দুল কাদের সুমন | ২০০৮ বেইজিং | অ্যাথলেটিকস্ |
১০০ মিটার - পুরুষ (টি১২) | ১৬:৬৩ | ৪ জনের হিটে ৪র্থ (সর্বশেষ) অগ্রসর হতে পারেননি |
সর্বশেষ
আরও পড়ুন
তথ্যসূত্র
- প্যারালিম্পিকে বাংলাদেশ (ইংরেজি ভাষায়), আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.