দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সংক্ষেপে সার্ক) দক্ষিণ এশিয়ার একটি সরকারি সংস্থা। এর সদস্য দেশগুলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং আফগানিস্তান। গণচীন ও জাপানকে সার্কের পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। সার্ক ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল। যখন বাংলাদেশ,ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলংকা নেতারা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক,অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নশীল দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা করার লক্ষ্যে এক রাজকীয় সনদপত্রে আবদ্ধ হন । এটি অর্থনৈতিক, প্রযুক্তিগত, সামাজিক, সাংস্কৃতিক এবং উন্নয়নের যৌথ আত্মনির্ভরশীলতা জোর নিবেদিত । সার্কের প্রতিষ্টাতা সদস্য সমূহ হল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং ২০০৭ সালে আফগানিস্তান সার্কেরসদস্য পদ লাভ করে । রাষ্ট্রের শীর্ষ মিটিং সাধারণত বাৎসরিক ভিত্তিতে নির্ধারিত এবং পররাষ্ট্র সচিবদের সভা দুই বছর পর পর অনুষ্টিত হয় । নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্কের সদর দফতর অবস্থিত ।
সার্ক (সার্ক)
|
||||
---|---|---|---|---|
|
||||
![]() সদস্য দেশ পর্যবেক্ষক দেশ সদস্য দেশ পর্যবেক্ষক দেশ |
||||
সদর দপ্তর | ![]() | |||
অফিসিয়াল ভাষা | ইংরেজি | |||
সদস্যপদ | ||||
নেতৃবৃন্দ | ||||
• | মহাসচিব | আমজাদ হোসেন সিয়াল[1] | ||
• | পরিচালক | ![]()
![]() |
||
• | সম্মেলনের তালিকা | ![]() |
||
সংস্থাপন | ৮ ডিসেম্বর ১৯৮৫ | |||
ওয়েবসাইট www |
||||
ক. | যদি একটি একক সত্তা হিসাবে বিবেচনা করে। | |||
খ. | একটি সমন্বিত মুদ্রা প্রস্তাব করা হয়েছে। |
ইতিহাস
প্রথম দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতার জন্য একটি কাঠামো প্রতিষ্ঠার প্রস্তাবটি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বুদ্ধিদীপ্ত চিন্তাধারা থেকে আসে ।
সচিবালয়
সার্ক সচিবালয় জানুয়ারী ১৭, ১৯৮৭ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রতিষ্ঠিত হয় এবং নেপালের প্রথিতযশা রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব এটি উদ্বোধন করেন।
আঞ্চলিক কেন্দ্রসমূহ
সার্কের আঞ্চলিক কেন্দ্রসমূহ:[2]
কেন্দ্র্রর নাম | সংক্ষিপ্ত নাম | অবস্থান |
---|---|---|
সার্ক কৃষিবিষয়ক কেন্দ্র | এসএসি | ঢাকা, বাংলাদেশ |
[[সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র(বর্তমানে বন্ধ আছে এটি বর্তমানে দিল্লিতে অবস্থিত সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এর অধিভুক্ত )]] | এসএমআরসি | ঢাকা, বাংলাদেশ |
সার্ক যক্ষ্মা ও এইচআইভি/এইডস কেন্দ্র | এসটিএসি | কাঠমুন্ডু, নেপাল |
সার্ক নথিপত্রকরণ কেন্দ্র | এসডিসি | নয়া দিল্লি, ভারত |
সার্ক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র | এসএইচআরডিসি | ইসলামাবাদ, পাকিস্তান |
সার্ক উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কেন্দ্র | এসসিজেডএমসি | মালদ্বীপ |
সার্ক তথ্য কেন্দ্র | এসআইসি | নেপাল |
সার্ক শক্তি কেন্দ্র | এসইসি | পাকিস্তান |
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র | এডিএমসি | ভারত |
সার্ক বন গবেষণা কেন্দ্র | এসএফসি | ভুটান |
সার্ক সাংস্কৃতিক কেন্দ্র | এসসিসি | শ্রীলঙ্কা |
মহাসচিব
ক্রমিক নং | দেশ | নাম | সময়কাল |
১ | ![]() | আবুল হাসান | ১৬ জানুয়ারি, ১৯৮৫ – ১৫ অক্টোবর, ১৯৮৯ |
২ | ![]() | কান্ত কিশোর ভার্গব | ১৭ অক্টোবর, ১৯৮৯ – ৩১ ডিসেম্বর, ১৯৯১ |
৩ | ![]() | ইব্রাহীম হুসাইন জাকী | ১ জানুয়ারি, ১৯৯২ – ৩১ ডিসেম্বর, ১৯৯৩ |
৪ | ![]() | যাদব কান্ত সিলওয়াল | ১ জানুয়ারি, ১৯৯৪ – ৩১ ডিসেম্বর, ১৯৯৫ |
৫ | ![]() | নাঈম ইউ. হাসান | ১ জানুয়ারি, ১৯৯৬ – ৩১ ডিসেম্বর, ১৯৯৮ |
৬ | ![]() | নিহাল রডরিগো | ১ জানুয়ারি, ১৯৯৯ – ১০ জানুয়ারি, ২০০২ |
৭ | ![]() | কিউ. এ. এম. এ. রহিম | ১১ জানুয়ারি, ২০০২ – ২৮ ফেব্রুয়ারি, ২০০৫ |
৮ | ![]() | লিয়নপো চেনকিয়াব দর্জি | ১ মার্চ, ২০০৫ –২৯ ফেব্রুয়ারি, ২০০৮ |
৯ | ![]() | শীল কান্ত শর্মা | ১ মার্চ, ২০০৮ – ২৮, ফেব্রুয়ারি, ২০১১ |
১০ | ![]() | ফাতিমা দিয়ানা সাঈদ | ১ মার্চ, ২০১১ – ১১ মার্চ, ২০১২ |
১১ | ![]() | আহমেদ সেলিম | ১২ মার্চ, ২০১২ – ২৮ ফেব্রুয়ারি, ২০১৪[3] |
১২ | ![]() | অর্জুন বাহাদুর থাপা | ১ মার্চ ২০১৪ |
১৩ | ![]() | আমজাদ হোসেন সিয়াল | ১ মার্চ ২০১৭ (বর্তমান)[1] |
শীর্ষ সম্মেলন
ক্রমিক নং | তারিখ | স্বাগতিক দেশ | স্থান | সভাপতি |
১ম | ৭-৮ ডিসেম্বর, ১৯৮৫ | ![]() | ঢাকা | আতাউর রহমান খান |
২য় | ১৬-১৭ নভেম্বর, ১৯৮৬ | ![]() | ব্যাঙ্গালোর | রাজীব গান্ধী |
৩য় | ২-৪ নভেম্বর, ১৯৮৭ | ![]() | কাঠমণ্ডু | মারীচ মান সিং শ্রেষ্ঠা |
৪র্থ | ২৯-৩১ ডিসেম্বর, ১৯৮৮ | ![]() | ইসলামাবাদ | বেনজীর ভুট্টো |
৫ম | ২১-২৩ নভেম্বর, ১৯৯০ | ![]() | মালে | মাওমুন আবদুল গাইয়ূম |
৬ষ্ঠ | ২১ ডিসেম্বর, ১৯৯১ | ![]() | কলম্বো | দীনগিরী বান্দা বিজেতুঙ্গে |
৭ম | ১০-১১ এপ্রিল, ১৯৯৩ | ![]() | ঢাকা | খালেদা জিয়া |
৮ম | ২-৪ মে, ১৯৯৫ | ![]() | নয়াদিল্লি | পি. ভি. নরসিমা রাও |
৯ম | ১২-১৪ মে, ১৯৯৭ | ![]() | মালে | মাওমুন আবদুল গাইয়ূম |
১০ম | ২৯-৩১ জুলাই, ১৯৯৮ | ![]() | কলম্বো | শ্রীমাভো রাতওয়াতে ডায়াস বন্দরনায়েকে |
১১'শ | ৪-৬ জানুয়ারি, ২০০২ | ![]() | কাঠমণ্ডু | শের বাহাদুর দেউবা |
১২'শ | ২-৬ জানুয়ারি, ২০০৪ | ![]() | ইসলামাবাদ | জাফরুল্লাহ খান জামালী |
১৩'শ | ১২-১৩ নভেম্বর, ২০০৫ | ![]() | ঢাকা | খালেদা জিয়া |
১৪'শ | ৩-৪ এপ্রিল, ২০০৭ | ![]() | নয়াদিল্লি | মনমোহন সিং |
১৫'শ | ১-৩ আগস্ট, ২০০৮ | ![]() | কলম্বো | রত্নাসিরি বিক্রমানায়েকে |
১৬'শ | ২৮-২৯ এপ্রিল, ২০১০ | ![]() | থিম্ফু | জিগমে থিনলে |
১৭'শ | ১০-১১ নভেম্বর, ২০১১[4] | ![]() | আদ্দু | মোহামেদ নাশিদ |
১৮'শ | ২৬-২৭ নভেম্বর, ২০১৪[5] | ![]() | কাঠমন্ডু | সুশীল কৈরালা |
সার্কের বর্তমান নেতৃবৃন্দ
চিত্র:Imran khan.jpg
আরও দেখুন
- বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল এন্ড ইকনমিক কোঅপারেশন
- সার্ক সম্মেলনের তালিকা
- মেকং-গঙ্গা সহযোগিতা
- দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চল
- দক্ষিণ এশিয়ার উপআঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা
তথ্যসূত্র
- "আমজাদ হোসেন সার্কের নতুন মহাসচিব"। দৈনিক সমকাল। ৩ মার্চ ২০১৭। ১৩ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৭।
- "আঞ্চলিক কেন্দ্রসমূহ"। saarc-sec.org। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৩০, ২০১৪।
- SAARC website
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১১ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১১।
- http://www.thehimalayantimes.com/fullNews.php?headline=Nepal+to+host+18th+SAARC+meet&NewsID=308667