২০১০ ফিফা বিশ্বকাপ গ্রুপ এইচ

২০১০ ফিফা বিশ্বকাপের এইচ গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে ১৬ থেকে ২৫ জুন, ২০১০ পর্যন্ত।[1] এই গ্রুপের প্রতিদ্বন্দীতাকারী দলগুলোর মধ্যে আছে বর্তমান উয়েফা ইউরো বিজয়ী স্পেন, সুইজারল্যান্ড, হন্ডুরাস, এবং চিলি

স্পেন ও চিলি ১৯৫০ সালের বিশ্বকাপে একই গ্রুপে প্রতিদ্বন্দীতা করেছিলো। সেবার ঐ গ্রুপ থেকে একমাত্র স্পেন পরবর্তী পর্বে যাবার যোগ্যতা অর্জন করে। এছাড়া ১৯৬২ সালে চিলি ও সুইজারল্যান্ড একই গ্রুপে খেলেছিলো। ঐ বার বিশ্বকাপের স্বাগতিক দেশ ছিলো চিলি, এবং তারা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে সমর্থ হয়। ১৯৬৬ সালে সুইজারল্যান্ড ও স্পেন একই গ্রুপে খেললেও তাদের কেউই প্রথম রাউন্ডের গণ্ডি পেরোতে পারেনি। হন্ডুরাস ও চিলিও ১৯৮২-এর বিশ্বকাপে একই গ্রুপে প্রতিদ্বন্দীতা করে।

এই গ্রুপের চ্যাম্পিয়ন দল দ্বিতীয় পর্বে জি গ্রুপের রানার্স-আপ দলের মুখোমুখি হবে। অপর দিকে এই গ্রুপের রানার্স-আপ দল প্রতিদ্বন্দীতা করবে জি গ্রুপের চ্যাম্পিয়ন দলের সাথে। এই গ্রুপের পরিসংখ্যান টেবিল নিচে উল্লেখ করা হলো।

অব দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 স্পেন +২ নকআউট পর্বের উন্নীত
 চিলি +১
  সুইজারল্যান্ড
 হন্ডুরাস
উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: টাই-ভঙ্গের মানদণ্ড

খেলাসমূহ

এই গ্রুপে মোট ছয়টি খেলা অনুষ্ঠিত হয়েছে। সেগুলো হলো:

  • হন্ডুরাস বনাম চিলি
  • স্পেন বনাম সুইজারল্যান্ড
  • চিলি বনাম সুইজারল্যান্ড
  • স্পেন বনাম হন্ডুরাস
  • চিলি বনাম স্পেন
  • সুইজারল্যান্ড বনাম হন্ডুরাস

(সকল সময় দক্ষিণ আফ্রিকার আঞ্চলিক সময় (ইউটিসি +২) অনুসারে দেওয়া হয়েছে।)

হন্ডুরাস বনাম চিলি


হন্ডুরাস ০ – ১ চিলি
(প্রতিবেদন) বুসেজুর  ৩৪'
বোম্বেলা স্টেডিয়াম, নেলসপ্রুইট
দর্শক সংখ্যা: ৩২,৬৬৪
রেফারি: এডি মেইলেট (সেশেল)[2]
হন্ডুরাস
চিলি

হন্ডুরাস:
GK18Noel Valladares
RB23Sergio Mendoza
CB2Osman Chávez
CB3Maynor Figueroa
LB21Emilio Izaguirre
CM8Wilson Palacios 33’
CM20Amado Guevara (c) 66’
RW17Edgar Álvarez
LW13Roger Espinoza
AM7Ramón Núñez 78’
CF9Carlos Pavón 60’
বদলি খেলোয়াড়:
FW12Georgie Welcome 60’
MF6Hendry Thomas 66’
FW15Walter Martínez 78’
কোচ:
Reinaldo Rueda

চিলি:
GK1Claudio Bravo (c)
RB4Mauricio Isla
CB17Gary Medel
CB3Waldo Ponce
LB8Arturo Vidal 81’
DM6Carlos Carmona 4’
RM20Rodrigo Millar 52’
LM14Matías Fernández 19’
AM10Jorge Valdivia 87’
CF7Alexis Sánchez
CF15Jean Beausejour
বদলি খেলোয়াড়:
DF18Gonzalo Jara 52’
DF5Pablo Contreras 81’
FW11Mark González 87’
কোচ:
Marcelo Bielsa

ম্যান অফ দ্য ম্যাচ:
জন বুসেজুর (চিলি)

Assistant referees:
Evarist Menkouande (Cameroon)[2]
Bechir Hassani (Tunisia)[2]
Fourth official:
Yuichi Nishimura (Japan)[2]
Fifth official:
Toru Sagara (Japan)[2]

স্পেন বনাম সুইজারল্যান্ড


স্পেন ০ – ১  সুইজারল্যান্ড
ফার্নান্দেজ  ৫২'
মোসেস মাবহিদা স্টেডিয়াম, ডারবান
রেফারি: হাওয়ার্ড ওয়েব (ইংল্যান্ড)[2]
স্পেন
সুইজারল্যান্ড

স্পেন:
GKইকার ক্যাসিয়াস (দ)
RB১৫সার্জিয়ো রামোস
CBকার্লেস পুইয়োল
CBজেরার্ড পিক
LB১১জোয়ান ক্যাপদেভিলা
DM১৬সার্জিয়ো বাসকেটস ৬২’
CM১৪শাবি আলোনসো
CMশাবি
RW২১ডেভিড সিলভা ৬২’
LWআন্দ্রেজ ইনিয়েস্তা ৭৭’
CFডেভিড ভিলা
বদলি খেলোয়াড়:
FWফের্নান্দো তোরেস ৬২’
MF২২জেসুস নাভাস ৬২’
FW১৮পেদ্রো রড্রিগেজ ৭৭’
কোচ:
ভিসেন্টা দেল বস্ক

সুইজারল্যান্ড:
GKDiego Benaglio ৯০+১’
RBStephan Lichtsteiner
CBPhilippe Senderos ৩৬’
CB১৩Stéphane Grichting ৩০’
LB১৭Reto Ziegler ৭৩’
RMTranquillo Barnetta
CMGökhan Inler (c)
CMBenjamin Huggel
LM১৬Gelson Fernandes
SS১৯Eren Derdiyok
CF১০Blaise Nkufo
বদলি খেলোয়াড়:
DFস্টিভ ভন বার্গেন ৩৬’
MF১৫Hakan Yakin ৯০+৪’ ৭৯’
DF২২Mario Eggimann ৯০+২’
কোচ:
অটোমার হাইটজফিল্ড

ম্যান অফ দ্য ম্যাচ:
গেলসন ফার্নান্দেজ (সুইজারল্যান্ড)

  • সহকারী রেফারি:
    • ড্যারেন কান (ইংল্যান্ড)[2]
    • মাইক মুলারকি (ইংল্যান্ড)[2]
  • চতুর্থ রেফারি:
  • মার্টিন হ্যান্সসন (সুইডেন)[2]

চিলি বনাম সুইজারল্যান্ড


স্পেন বনাম হন্ডুরাস


চিলি বনাম স্পেন


সুইজারল্যান্ড বনাম হন্ডুরাস


পরিশিষ্ট

  • গোলরক্ষক GK বা Goalkeeper
  • সুইপার বা লিবেরো SW বা Sweeper
  • রক্ষণভাগের খেলোয়াড় (মধ্যভাগ) CB বা Center Back
  • রক্ষণভাগের খেলোয়াড় (সম্পূর্ণ রক্ষণভাগ) FB বা Full Back
  • রক্ষণভাগের খেলোয়াড় (ডান প্রান্ত) RB বা Right Back
  • রক্ষণভাগের খেলোয়াড় (বাম প্রান্ত) LB বা Left Back
  • মধ্যমাঠের খেলোয়াড় MF বা Midfielder
  • মধ্যমাঠের খেলোয়াড় (রক্ষণাত্মক) DF বা Defensive Midfielder
  • মধ্যমাঠ থেকে নিচে ও রক্ষণভাগ থেকে উপরে WB বা Wing Back
  • উইং ব্যাক (ডান প্রান্ত) RWB বা Right Wing Back
  • উইং ব্যাক (বাম প্রান্ত) LWB বা Left Wing Back
  • মধ্যমাঠের খেলোয়াড় (মধ্যভাগ) CM বা Center Midfielder
  • মধ্যমাঠের খেলোয়াড় (ডান প্রান্ত) RM বা Right Midfield
  • মধ্যমাঠের খেলোয়াড় (বাম প্রান্ত) LM বা Left Midfield
  • মধ্যমাঠের খেলোয়াড় (আক্রমণাত্মক) AM বা Attacking Midfielder
  • আক্রমণভাগের খেলোয়াড় FW বা Forward বা Striker বা Winger
  • আক্রমণভাগের খেলোয়াড় (মাধ্যমিক) SS বা Secondary Striker
  • আক্রমণভাগের খেলোয়াড় (ডান প্রান্ত) RW বা RS বা RF
  • আক্রমণভাগের খেলোয়াড় (মধ্যভাগ) CF বা Center Forward
  • আক্রমণভাগের খেলোয়াড় (বাম প্রান্ত) LW বা LS বা LF

তথ্যসূত্র

  1. "Match Schedule 2010 FIFA World Cup South Africa" (PDF) (সংবাদ বিজ্ঞপ্তি)। FIFA.com। সংগ্রহের তারিখ ২০০৯-১২-০৬
  2. "Referee designations for matches 1-16" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ৫ জুন ২০১০। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.