২০১০ ফিফা বিশ্বকাপ গ্রুপ জি

২০১০ ফিফা বিশ্বকাপের জি গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২৫ জুন, ২০১০ পর্যন্ত।[1] এই গ্রুপের প্রতিদ্বন্দ্বী দলগুলো হচ্ছে ব্রাজিল, উত্তর কোরিয়া, কোত দিভোয়ার (আইভরি কোস্ট), এবং পর্তুগাল। এই গ্রুপটি ডি গ্রুপের সাথে একইভাবে গ্রুপ অফ ডেথ বিবেচনা করা হচ্ছে॥[2]

১৯৬৬ সালের বিশ্বকাপের সি গ্রুপে ব্রাজিল ও পর্তুগাল একই সাথে প্রতিদ্বন্দ্বীতা করেছিলো। সেবার পর্তুগাল ব্রাজিলকে ৩-১ গোলে পরাজিত করেছিলো। এছাড়া দ্বিতীয় পর্বে জি গ্রুপ থেকে আসা উত্তর কোরিয়াকে তারা পরাজিত করে। প্রথমার্ধে ০-৩ গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে ৫-৩ গোলে তারা ম্যাচ জিতে নেয়।

এই গ্রুপের চ্যাম্পিয়ন দল দ্বিতীয় পর্বে এইচ গ্রুপের রানার্স-আপ দলের সাথে প্রতিদ্বন্দ্বীতা করবে। অপরদিকে রানার্স-আপ দল মুখোমুখি হবে এইচ গ্রুপের চ্যাম্পিয়ন দলের। এই গ্রুপের পরিসংখ্যান টেবিল নিচে উল্লেখ করা হলো।

অব দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 ব্রাজিল +৩ নকআউট পর্বের উন্নীত
 পর্তুগাল +৭
 কোত দিভোয়ার +১
 উত্তর কোরিয়া ১২ ১১
উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: টাই-ভঙ্গের মানদণ্ড

খেলাসমূহ

এই গ্রুপে মোট ছয়টি খেলা অনুষ্ঠিত হয়েছে। সেগুলো হলো:

  • কোত দিভোয়ার বনাম পর্তুগাল
  • ব্রাজিল বনাম উত্তর কোরিয়া
  • ব্রাজিল বনাম কোত দিভোয়ার
  • পর্তুগাল বনাম উত্তর কোরিয়া
  • পর্তুগাল বনাম ব্রাজিল
  • উত্তর কোরিয়া বনাম কোত দিভোয়ার

(সকল সময় দক্ষিণ আফ্রিকার আঞ্চলিক সময় (ইউটিসি +২) অনুসারে দেওয়া হয়েছে।)

কোত দিভোয়ার বনাম পর্তুগাল


কোত দিভোয়ার ০ – ০ পর্তুগাল
(প্রতিবেদন)
নেলসন ম্যান্ডেলা বে, পোর্ট এলিজাবেথ
দর্শক সংখ্যা: ৩৭,০৩৪
রেফারি: জর্গে ল্যারিওন্ডা (উরুগুয়ে)[3]
কোত দিভোয়ার
পর্তুগাল

কোত দিভোয়ার:
GKবউবাকার ব্যারি
RB২০গি দামেল ২১’
CBকোলো টোরে (দ)
CBদিদিয়ের জোকরা ৭’
LB১৭সিয়াকা তিয়েনে
DM১৯ইয়ায়া তুরে
CM২১এমানুয়েল এবুয়ে ৮৮’
CMচেইক ত্রতেঁ
RW১০জারভিনিয়ো ৮২’
LWসলোমোন কালু ৬৫’
CF১৫আরুনা দিদানে
বদলি খেলোয়াড়:
FW১১দিদিয়ের দ্রগবা ৬৫’
MF১৮কাদের কেইতা ৮২’
MF১৩রোমানিক ৮৮’
কোচ:
সভেন-গোরান এরিকসন

পর্তুগাল:
GKএদুয়ার্ডো
RBপাউলু ফেরেইরা
CBব্রুনো আলভিস
CBরিকার্ডো কালভারহো
LB২৩ফ্যাবিও কোয়েন্ত্রাও
DMপেদ্রো মেন্ডেজ
CM১৬রাউল মেইরেলেজ ৮৫’
CM২০দেকো ৬২’
RWক্রিস্তিয়ানো রোনালদো (দ) ২১’
LW১০ড্যানি অ্যালভি ৫৫’
CFলিয়েডসন
বদলি খেলোয়াড়:
FW১১সিমাও সাবরোসা ৫৫’
MF১৯টিয়াগো ৬২’
MF১৭রুবেন অ্যামোরিন ৮৫’
কোচ:
কার্লোস কুয়েরোজ

ম্যান অফ দ্য ম্যাচ:
ক্রিস্তিয়ানো রোনালদো

  • সহকারী রেফারি:

পাবলো ফানদিনো (উরুগুয়ে)[3]
মাউরিসিয়ো এসপিনোজা (উরুগুয়ে)[3]

  • চতুর্থ রেফারি:

মার্টিন ভাসকুয়েজ (উরুগুয়ে)[3]

ব্রাজিল বনাম উত্তর কোরিয়া


ব্রাজিল ২ – ১ উত্তর কোরিয়া
মাইকোন  ৫৫'
এলানো  ৭২'
(প্রতিবেদন) জি ইয়ুন-নাম  ৮৯'
এলিস পার্ক স্টেডিয়াম, জোহানেসবার্গ
দর্শক সংখ্যা: ৫৪,৩৩১
রেফারি: ভিক্টর কাসাই (হাঙ্গেরি)[3]
ব্রাজিল
উত্তর কোরিয়া

ব্রাজিল:
GKহুলিও সিজার
RBমাইকোন
CBলুসিও (দ)
CBহুয়ান
LBমাইকেল বাস্তোস
DMগিলবার্তো সিলভা
CMএলানো ৭৩’
CMফিলিপে মেলো ৮৪’
OM১০কাকা ৭৮’
SS১১রবিনিয়ো
CFলুইস ফ্যাবিয়ানো
বদলি খেলোয়াড়:
MF১৩আলভিস ৭৩’
FW২১নিলমার ৭৮’
MF১৮রামিরেজ ৮৮’ ৮৪’
কোচ:
দুঙ্গা

উত্তর কোরিয়া:
GKরি মিয়োং-গুক
RBচা জং-হিয়োক
CB১৩পাক চোল-জিন
CBপাক নাম-চোল
LBরি কোয়াং-চোন
DMদ্বিতীয় রি জুন
RM১১মুন ইন-গুক ৮০’
LMজি ইউন-নাম
SS১০হং ইয়োং-জো (দ)
SS১৭এহন ইয়োং-হাক
CFজং টি-সে
বদলি খেলোয়াড়:
FWদ্বিতীয় কিম কুম ৮০’
কোচ:
কিম জং-হুন

ম্যান অফ দ্য ম্যাচ:
মাইকোন

  • সহকারী রেফারি:

গ্যব্রোর ইরোজ (হাঙ্গেরি)[3]
টিবোর ভামোস (হাঙ্গেরি)[3]

  • চতুর্থ রেফারি:

সাবখিদ্দিন মোহদ সালেহ (মালয়েশিয়া)[3]

ব্রাজিল বনাম কোত দিভোয়ার


ব্রাজিল ৩ – ১ কোত দিভোয়ার
লুইস ফ্যাবিয়ানো  ২৫', ৫০'
এলানো  ৬২'
(প্রতিবেদন) দ্রগবা  ৭৯'
সকার সিটি, জোহানেসবার্গ
দর্শক সংখ্যা: ৮৪,৪৫৫
রেফারি: স্টেফানে ল্যানয় (ফ্রান্স)
ব্রাজিল[4]
কোত দিভোয়ার

ব্রাজিল:
GKহুলিও সিজার
RBমাইকন
CBলুসিও (দ)
CBহুয়ান
LBমাইকেল বাস্তোস
DMগিলবার্তো সিলভা
CMএলানো ৬৭’
CMফিলিপে মেলো
OM১০কাকা ৮৫', ৮৮'
SS১১রবিনিয়ো ৯০+৩’
CFলুইস ফ্যাবিয়ানো
বদলি খেলোয়াড়:
MF১৩আলভিস ৬৭’
MF১৮রামিরেজ ৯০+৩’
কোচ:
দুঙ্গা

কোত দিভোয়ার:
GKবউবাকার ব্যারি
RB২০গি দামেল ২১’
CBকোলো টোরে
CBদিদিয়ের জোকরা ৭’
LB১৭সিয়াকা তিয়েনে
DM১৯ইয়ায়া তুরে
CM২১এমানুয়েল এবুয়ে ৭২’
CMচেইক ত্রতেঁ
RW১৫অরুনা দিনদানে ৫৪’
LWসলোমোন কালু ৬৮’
CF১১দিদিয়ের দ্রগবা (দ)
বদলি খেলোয়াড়:
FW১০জারভিনিয়ো ৫৪’
MF১৮কাদের কেইতা ৭৫’ ৬৮’
MF১৩রোমারিক ৭২’
কোচ:
সভেন-গোরান এরিকসন

ম্যান অফ দ্য ম্যাচ:
লুইস ফ্যাবিয়ানো (ব্রাজিল)

  • সহকারী রেফারি:

এরিক ড্যানসল্ট (ফ্রান্স)
লরেন্ট উগো (ফ্রান্স)

  • চতুর্থ রেফারি:

সাবখিদ্দিন মোহদ সালেহ (মালয়েশিয়া)

  • পঞ্চম রেফারি:

মু ইউজিন (চীন)

পর্তুগাল বনাম উত্তর কোরিয়া


পর্তুগাল বনাম ব্রাজিল


উত্তর কোরিয়া বনাম কোত দিভোয়ার


পরিশিষ্ট

  • গোলরক্ষক GK বা Goalkeeper
  • সুইপার বা লিবেরো SW বা Sweeper
  • রক্ষণভাগের খেলোয়াড় (মধ্যভাগ) CB বা Center Back
  • রক্ষণভাগের খেলোয়াড় (সম্পূর্ণ রক্ষণভাগ) FB বা Full Back
  • রক্ষণভাগের খেলোয়াড় (ডান প্রান্ত) RB বা Right Back
  • রক্ষণভাগের খেলোয়াড় (বাম প্রান্ত) LB বা Left Back
  • মধ্যমাঠের খেলোয়াড় MF বা Midfielder
  • মধ্যমাঠের খেলোয়াড় (রক্ষণাত্মক) DF বা Defensive Midfielder
  • মধ্যমাঠ থেকে নিচে ও রক্ষণভাগ থেকে উপরে WB বা Wing Back
  • উইং ব্যাক (ডান প্রান্ত) RWB বা Right Wing Back
  • উইং ব্যাক (বাম প্রান্ত) LWB বা Left Wing Back
  • মধ্যমাঠের খেলোয়াড় (মধ্যভাগ) CM বা Center Midfielder
  • মধ্যমাঠের খেলোয়াড় (ডান প্রান্ত) RM বা Right Midfield
  • মধ্যমাঠের খেলোয়াড় (বাম প্রান্ত) LM বা Left Midfield
  • মধ্যমাঠের খেলোয়াড় (আক্রমণাত্মক) AM বা Attacking Midfielder
  • আক্রমণভাগের খেলোয়াড় FW বা Forward বা Striker বা Winger
  • আক্রমণভাগের খেলোয়াড় (মাধ্যমিক) SS বা Secondary Striker
  • আক্রমণভাগের খেলোয়াড় (ডান প্রান্ত) RW বা RS বা RF
  • আক্রমণভাগের খেলোয়াড় (মধ্যভাগ) CF বা Center Forward
  • আক্রমণভাগের খেলোয়াড় (বাম প্রান্ত) LW বা LS বা LF

তথ্যসূত্র

  1. "Match Schedule 2010 FIFA World Cup South Africa" (PDF) (সংবাদ বিজ্ঞপ্তি)। FIFA.com। সংগ্রহের তারিখ ২০০৯-১২-০৬
  2. Latham, Brent (৪ মে ২০১০)। "Group D is the toughest group"ESPN.com। ESPN। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১০
  3. "Referee designations for matches 1-16" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ৫ জুন ২০১০। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১০
  4. "Tactical Line-up – Group G – Brazil-Cote d´Ivoire" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২০ জুন ২০১০। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.