গিলবার্তো সিলভা

গিলবার্তো সিলভা (জন্ম অক্টোবর,,১৯৭৬, ব্রাজিল) ব্রাজিল জাতীয় ফুটবল দলের একজন নিয়মিত সদস্য। এছাড়া তিনি ইংলিশ প্রিমিয়ার লীগের শক্তিশালী দল আর্সেনালের সহ-অধিনায়ক।

গিলবার্তো সিলভা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম গিলবার্তো এপারিসিদডো ডা সিলভা
জন্ম অক্টোবর,,১৯৭৬
জন্ম স্থান লাগোয়া ডা প্রাটা, ব্রাজিল
উচ্চতা ১.৯১ মি
মাঠে অবস্থান ডিফেন্সিভ মিডফিল্ডার
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব আর্সেনাল
জার্সি নম্বর ১৬
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
1988–1993 América (MG)
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি
(গোল)
1997–2000
2000–2002
2002–present
América (MG)
Atlético Mineiro
আর্সেনাল
২০ (১)
৬২ (৪)
১৪৭ (১৬)
জাতীয় দল
২০০১–বর্তমান ব্রাজিল ৪৭ (৩)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং 06:52, 14 May 2007 (UTC) তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল 28 March 2007 তারিখ অনুযায়ী সঠিক।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.