সর্ষে ইলিশ
সর্ষে ইলিশ একটি জনপ্রিয় বাঙালি খাবার যা ইলিশ দিয়ে তৈরী করা হয়। সর্ষে বাটা দিয়ে রান্না করা ইলিশ মাছের তরকারী কেই বলা হয় সর্ষে ইলিশ।[1] বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে সর্ষে ইলিশ খাওয়ার আকাঙ্ক্ষা প্রবল।[2][3]
![]() সর্ষে ইলিশ | |
প্রকার | Main course |
---|---|
উৎপত্তিস্থল | বঙ্গঅঞ্চল |
প্রধান উপকরণ | ইলিশ, সর্ষে গুঁড়ো, হলুদ, লবণ |
ভিন্নতা | সর্ষে ইলিশ ভাপা |
![]() ![]() |
প্রস্তুতি
টুকরা করে কাটা মাছ ধুয়ে নেওয়া হয়। সরিষা বাটা এবং হলুদ মাখিয়ে নেওয়া হয় মাছগুলোতে। এরপর লবন দিয়ে সরিষার তেলে ভাজা হয়।[4]
উপকরণ
- ইলিশ মাছের টুকরা – ৮/৯টি
- সরিষা বাটা – ৩ টেবিল চামচ
- পেঁয়াজ কুঁচি – ১ কাপ
- রসুন বাটা – ১ চা চামচ
- হলুদ গুঁড়া – আধা চা চামচ
- কাঁচা মরিচ আস্ত – ৬/৭টি
- তেল – পরিমাণমত
- লবণ – স্বাদ অনুযায়ী
- লাল-সবুজ মরিচ – ৭টি (সাজাবার জন্য)
প্রস্তুত প্রণালি
- প্রথমেই ইলিশের টুকরাগুলো ভালভাবে পরিষ্কার করে ধুয়ে নিন।
- এবার টুকরাগুলোতে হলুদ ও লবণ মাখিয়ে একটি পাত্রে রেখে দিন।
- অন্য একটি পাত্র চুলায় দিন। এবার তেল গরম করতে দিন।
- গরম তেলে পেঁয়াজ কুঁচি ভেজে নিন।
- ভাজা হয়ে এলে এর সাথে সরিষা বাটা এবং কাঁচা মরিচ বাদে অন্যান্য উপকরণগুলো একে এক যোগ করে কষিয়ে নিন।
- এবার মাখিয়ে রাখা মাছের টুকরাগুলো মসলার ওপর সাজিয়ে চুলায় দিন।
- সামান্য পানি দিয়ে মাছের টুকরা গুলো উল্টিয়ে দিন৷
- এবার সরিষা বাটা এবং কাঁচা মরিচ যোগ করুন ৷
- সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিন ৷
- পানি শুকিয়ে এলে নামিয়ে নিন।
পরিবেশন
আস্ত লাল সবুজ কাঁচা মরিচ দিয়ে (বা ইচ্ছামত) সাজিয়ে গরম গরম পরিবেশন করুন গরম গরম সাদা ভাতের সাথে৷
প্রকরণ
ভাঁপা সর্ষে ইলিশ।[5]
পুষ্টি
প্রতিটিতে পুষ্টি আছে প্রায় 450 ক্যালোরি 17.1 গ্রাম প্রোটিন, 8.1 গ্রাম কার্বোহাইড্রেট, 38.4 গ্রাম, মোট চর্বি (4.9 গ্রাম সম্পৃক্ত), 73.5 মিলিগ্রাম কলেস্টেরল, এবং 8.2 মিলিগ্রাম সোডিয়াম।[6]
তথ্যসূত্র
- "Puja celebrations in Pune get a touch of Kolkata"। The Times of India। সংগ্রহের তারিখ ২০১৫-০৪-১৮।
- "The Immigrant's Table"। Washingtonpost। সংগ্রহের তারিখ ২০১৫-০৪-১৮।
- "American Chefs Discover Mustard Oil"। The New York Times। সংগ্রহের তারিখ ২০১৫-০৪-১৮।
- "Sorsebata Ilish Mach Recipe by Chef Avijit GhoshThe Oberoi"। NDTV Food। সংগ্রহের তারিখ ২০১৫-০৪-১৮।
- "Recipe: Shorshe Ilish Bhapa"। Zee News। সংগ্রহের তারিখ ২০১৫-০৪-১৮।
- "Shorshe ilish: Wonder Woman - Who are you today?"। India Today। সংগ্রহের তারিখ ২০১৫-০৪-১৮।
বহিঃসংংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.