মাছের ঝোল

মাছের ঝোল একটি ঐতিহ্যবাহী বাঙালিঙালি  মসলাযুক্ত মাছ রান্নার পদ্ধতি।তবে ভারতের উড়িষ্যাতেও এ ধরনের পদ তৈরি করা হয়। অধিক মশলা দিয়ে রান্না করা এই তরকারী সাদা ভাতের সংগে পরিবেশন করা হয়। মাছের ঝোলে বিভিন্ন সবজি যোগ করা হয়। মানুষ বাংলার মানুষের কাছে মাছের ঝোল খুবই প্রিয়।[1]

মাছের ঝোল
প্রকারঝোল
উৎপত্তিস্থলবঙ্গ
অঞ্চল বা রাজ্যবাংলাদেশ, পশ্চিম বঙ্গ, উড়িষ্যা
প্রধান উপকরণমাছ, আলু, টমেটো, অন্যান্য মশলা
রন্ধনপ্রণালী: মাছের ঝোল  মিডিয়া: মাছের ঝোল

বাংলাদেশে প্রধানত ইলিশ, রুই, কাতলা, মাগুর, পাবদা, কই, টাকি ইত্যাদি মাছের ঝোল রান্না করা ছাড়াও অন্যান্য মাছের ঝোলও হয়।[2]

উপকরণ

ইলিশ মাছের ঝোল

মাছ, আলু, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, টমেটো, মরিচ, গোল মরিচ, অন্যান্য মশলা।

চিত্র

আরো দেখুন

তথ্যসূত্র

  1. Chowdhury, Sarbari। Earthen Angels: A Collection of Short Storiesআইএসবিএন 0979289114।
  2. "Machha fish curries"
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.