কাঠের পুতুল, নতুনগ্রাম
নতুনগ্রামের কাঠের পুতুল[1] বঙ্গীয় ঘরানার কাঠের পুতুলের জন্য বিখ্যাত। এই পুতুল দেখতে অনেকটা মিশরের মমি আকৃতির।[2] জাতীয় স্বীকৃতিপ্রাপ্ত[1][3] এই পুতুল পল্লী গ্রামে খুবই সমাদৃত। নতুন গ্রাম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার কাটোয়া সব ডিভিশনের অন্তর্গত।[4] বৈষ্ণব প্রভাবিত অগ্রদ্বীপ সন্নিহিত হওয়ায় শিল্পের সাথে বৈষ্ণবীয় ধারার নিবির সম্পর্কও রয়েছে। রাসযাত্রা, জয়দেবের মেলা ইত্যাদি সব মেলাতেই নতুনগ্রামের বিভিন্ন কাঠের পুতুলের খুব চাহিদা আছে। নতুনগ্রামের গ্রামের নানা পুতুলের মধ্যে কাঠের পেঁচা খুব বিখ্যাত।[5] এছাড়া গৌড়নিতাই বা বর-বৌয়ের খুব সমাদর আছে। মূলত স্থানীয় সূত্রধররাই এই মূর্তি তৈরী করেন। অতীতে বর্ধমানের রাজা এই সূত্রধরদের সাহায্য করেছিলেন।[4][6][7]
নতুনগ্রামের পুতুল | |
---|---|
![]() নতুনগ্রামের কাঠের পুতুল | |
উৎপত্তিস্থল | নতুনগ্রাম, বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ, ভারত |
উপাদান | কাঠ |
আকৃতি | মমি আকৃতি |
ব্যবহার | ঘর সাজানো |
সংশ্লিষ্ট উৎসব | রাসযাত্রা, জয়দেব মেলা, কেন্দুলি মেলা |
প্রকারভেদ | পেঁচা, গৌড়-নিতাই, জগন্নাথ-বলরাম-সুভদ্রা |
![]() |
উইকিমিডিয়া কমন্সে কাঠের পুতুল, নতুনগ্রাম সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
ইতিহাস
নতুন্গ্রামের সূত্রধর জাতিরা প্রথমে পাথর খোদাইয়ের কাজ করতেন। বর্ধমানের রাজার পৃষ্ঠপেকতায় পাথর খোদাইয়ের বেশ রমরমা থাকলেও পরে বর্ধমানের রাজার পতন হলে কারিগরেরা অসুবিধায় পরেন। তখন তারা পাথর খোদাইয়ের শিল্প ছেড়ে দারুশিল্প সুরু করেন। এর ফলে আকস্মিক অর্থনৈতিক পতনের ধাক্কা কিছুটা কমে।[4]
রকমারি পুতুল
নতুনগ্রামের কাঠের পেঁচা বিশ্ববন্দিত হলেও এই পেঁচা ছাড়াও নানা ধরনের দেবদেবীর দারু মূর্তি তৈরী হয়। মূলত এই মূর্তিগুলো গামার কাঠের তৈরী করা হয়।
গ্যালারী
- নতুনগ্রামের কাঠের পেঁচা
- কাঠের পেঁচা, নতুনগ্রাম
- কাঠের পুতুল, নতুনগ্রাম
তথ্যসূত্র
- "জাতীয় স্বীকৃতি পেয়েছিল নতুনগ্রামের কাঠের পুতুল - Eisamay"। Eisamay। ২০১৬-০৫-০৯। সংগ্রহের তারিখ ২০১৮-০১-১৩।
- চট্টোপাধ্যায়, এককরি (অক্টোবর ২০০০)। বর্ধমান জেলার ইতিহাস ও লোক সংস্কৃতি। কলকাতা: র্যদিকাল। পৃষ্ঠা ৪৭৮ , ৪৭৯।
- "Wooden Dolls | TFC Kolkata"। সংগ্রহের তারিখ ২০১৮-০১-১৩।
- "কাঠের পেঁচা, গৌর-নিতাই, বর-বউ - Songbadmanthan"। সংগ্রহের তারিখ ২০১৮-০১-১৩।
- "আনন্দবাজার পত্রিকা - শাহি সমাচার"। সংগ্রহের তারিখ ২০১৮-০১-১৩।
- বিশ্ব বাংলা। বাংলার পুতুল (PDF)। বিশ্ব বাংলা।
- তারাপদ সাঁতারা (ডিসেম্বর, ২০০০)। পশ্চিমবঙ্গের লোকশিল্প ও শিল্পী সমাজ। কলকাতা: লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)