শচীন্দ্রনাথ মিত্র

শচীন্দ্রনাথ মিত্র (ইংরেজি: Sachindranath Mitra) (৩১ ডিসেম্বর, ১৯০৯ -৩ সেপ্টেম্বর, ১৯৪৭) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব।১৯২৮ সালে সাইমন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ করার জন্য তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত কংগ্রেস সাহিত্য সংঘের প্রধান উদ্যোক্তা ও সম্পাদক ছিলেন। সংঘের প্রযোজনায় অভ্যুদয় নৃত্যনাট্য ১৯৪৫-৪৬ সালে জনপ্রিয় হয়েছিল। তিনি নদীয়ার সাহেবনগরে বিপ্লবী হরিপদ চট্টোপাধ্যায়ের কৃষি খামারে কিছুদিন অতিবাহিত করেন।

শচীন্দ্রনাথ মিত্র
শচীন্দ্রনাথ মিত্র
জন্ম৩১ ডিসেম্বর, ১৯০৯
মৃত্যু৩ সেপ্টেম্বর, ১৯৪৭
আন্দোলনব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন

মৃত্যু

গান্ধীবাদী শচীন্দ্রনাথ সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ করার জন্য শান্তি মিছিল বের করার সময় গুণ্ডার ছুরিকাঘাতে মারা যান ১৯৪৭ সালের ৩ সেপ্টেম্বর।[1][2]

স্মৃতি

তার পূন্য স্মৃতিতে কলকাতায় বাগবাজারের সন্নিকটে একটি রাস্তার নামকরণ করা হয় যা শচীন মিত্র লেন নামে পরিচিত।

শহীদ শচীন্দ্রনাথ মিত্র ফলক

তথ্যসূত্র

  1. সুবোধ সেনগুপ্ত ও, অঞ্জলি বসু সম্পাদিত (নভেম্বর ২০১৩)। সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৬৯৪। আইএসবিএন 978-81-7955-135-6।
  2. ত্রৈলোক্যনাথ চক্রবর্তী (ঢাকা বইমেলা ২০০৪)। জেলে ত্রিশ বছর। ঢাকা: ধ্রুপদ সাহিত্যাঙ্গন। পৃষ্ঠা ২৮৫। আইএসবিএন 984-81-8457-00-3 |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: length (সাহায্য) এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.