রমজান
রমজান (আরবি: رمضان রমদ্বান, [ভিন্ন রূপ]) হল ইসলামী বর্ষপঞ্জিকা অনুসারে নবম মাস, যে মাসে বিশ্বব্যাপী মুসলিমগণ রোজা পালন করে থাকে।[2] রমজান মাসে রোজাপালন ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে তৃতীয়তম। রমজান মাস চাঁদ দেখার উপর নির্ভর করে ২৯ অথবা ত্রিশ দিনে হয়ে থাকে যা নির্ভরযোগ্য হাদীস দ্বারা প্রমাণিত।[3][4][5]
রমজান | |
---|---|
![]() | |
পালনকারী | মুসলিম |
ধরন | ধর্মীয় |
উদযাপন | ইফতার এবং নামাজের |
পালন | |
শুরু | শাবান মাসের শেষ রাত থেকে[1] |
সমাপ্তি | ২৯, অথবা ৩০ রমজান |
তারিখ | পরিবর্তনশীলভাবে (ইসলামে চাদ দেখা অনুসরণ করে থাকে) |
সংঘটন | বার্ষিক |
সম্পর্কিত | ঈদুল ফিতর, শবে কদর |
এ মাসে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম ব্যক্তির উপর সাওম পালন ফরয, কিন্তু অসুস্থ, গর্ভবতী, ডায়বেটিক রোগী, ঋতুবর্তী নারীদের ক্ষেত্রে তা শিথিল করা হয়েছে। রোজা বা সাওম হল সুবহে সাদিক থেকে সুর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, পঞ্চইন্দ্রিয়ের দ্বারা গুনাহের কাজ এবং (স্বামী-স্ত্রীর ক্ষেত্রে) যৌনসংগম থেকে বিরত থাকা। এ মাসে মুসলিমগণ অধিক ইবাদত করে থাকেন। কারণ অন্য মাসের তুলনায় এ মাসে ইবাদতের সওয়াব বহুগুণে বাড়িয়ে দেওয়া হয়। এ মাসের লাইলাতুল কদর নামক রাতে কুরআন নাযিল হয়েছিল, যে রাতকে আল্লাহ তাআলা কুরআনে হাজার মাস অপেক্ষা উত্তম বলেছেন। এ রাতে ইবাদত করলে হাজার মাসের ইবাদতের থেকেও অধিক সওয়াব পাওয়া যায়। রমজান মাসের শেষদিকে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানগণ ঈদুল-ফিতর পালন করে থাকে যেটি মুসলমানদের দুটি প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে একটি।


টীকা
^রমদ্বান : আরবি ধ্বনিতত্ত্ব অনুযায়ী, এটি অঞ্চলভেদে /রমযান/ রামাদান/ রামাযান/ হিসেবে উচ্চারিত হতে পারে।
তথ্যসূত্র
- Clark, Malcolm (২০০৩)। Islam For Dummies (ইংরেজি ভাষায়)। John Wiley & Sons। আইএসবিএন 978-0764555039।
- BBC - Religions Retrieved 2012-07-25
- "Muslims worldwide start to observe Ramadan"। The Global Times Online। ২০১২। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১২।
- "The Muslim World Observes Ramadan"। Power Text Solutions। ২০১২। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১২।
- "Schools - Religions"। BBC। সংগ্রহের তারিখ ২০১২-০৭-২৫।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে রমজান সংক্রান্ত মিডিয়া রয়েছে। |