আরাফাতের দিন

আরাফাতের দিন (আরবি: يوم عرفة) ইসলামের একটি পবিত্র দিন যেটি এই ধর্মের পরিপূর্ণতা লাভের দিবস হিসেবে পরিচিত। এই দিনটি ইসলামিক চন্দ্র পঞ্জিকা অনুসারে জিলহজ মাসের ৯ তারিখে সংগঠিত হয়, যা রমজান মাস শেষ হওয়ার প্রায় ৭০ দিন পর ঘটে। এই দিনটের শেষ ভাগে, মুসলিম তীর্থ যাত্রীরা মিনা থেকে যাত্রা করে নিকটবর্তী পাহাড়ের সন্নিকটবর্তী-সমভূমি আরাফাতের ভূমিতে এসে উপস্থিত হন। এই দিকটিতেই মুহাম্মদ (সা) তার জীবনের শেষ বছর বিদায় ভাষন দিয়েছিলেন।

আরাফাত দিবস
আনুষ্ঠানিক নামআরবি: يوم عرفة
অন্য নামতওবা করার দিবস / ক্ষমা প্রর্থণার দিবস
ধরনইসলামিক
তাৎপর্যমোহাম্মদ(সঃ)-এর বিদায় ভাষন-এর স্মারক ও ইসলামের পরিপূর্ণতার নিদর্শণ। মক্কায় হজ্জ্ব উপলক্ষে আগত তীর্থ যাত্রীদের শেষ ধর্মীয় কার্যক্রম। মুসলিমদের পাপের জন্য ক্ষমা প্রর্থনা করার দিন।
পালননামাজ, রোজা, তাওয়াফ
সমাপ্তি৯ই জ্বিল হজ্জ্ব
তারিখজ্বিলহজ্জ ৯
সম্পর্কিতঈদ-উল-আযহা, সর্ববৃহৎ মুসলিম ধর্মীয় উৎসব, আরাফাত দিবসের পরবর্তী দিবসে পালিত হয়

এই কথা বলা হয়ে থাকে যে, একজন বিশ্বাসী যদি এই দিন রোজা রাখে তবে তার পূর্বের বছরের এবং পরবর্তী বছরের পাপ হতে মুক্তি পায়।

হাদীসের উদ্ধৃতি অনুসারে

সহীহ মুসলিম শরীফে আয়িশা কর্তৃক বর্ণিত আছে, নবী মুহাম্মদ (সা) বলেছেন:[1]

'আরাফাতের দিবসের চেয়ে বেশি আর কোনো দিবসে আল্লাহ মানুষকে আগুন হতে মুক্তি দেন না। এদিন তিনি নিকটবর্তী হন এবং তাঁর ফেরেশতাদের জিজ্ঞেস করতে থকেন, 'এই মানুষগুলো কি চায়?'

গ্রেগরিয়ান ক্যালেন্ডারে আরাফাতের দিবস

যদিও ইসলামিক ক্যালেন্ডার হিসেবে আরাফাতের দিবস একই থাকে কিন্তু গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে এটি পরিবর্তীত হয়; কারণ ইসলামিক ক্যালেন্ডার একটি চন্দ্র ক্যালেন্ডার আর গ্রেগরিয়ান ক্যালেন্ডার একটি সৌর ক্যালেন্ডার। আন্তর্জাতিক তারিখ রেখা অনুসারে অঞ্চল ভেদে চাঁদের দর্শনের ভিন্নতার প্রেক্ষিতে প্রতি বছর আরাফাতের দিবস অন্যান্য ইসলামিক দিবসগুলোর ন্যায় দুটি ভিন্ন গ্রেগরিয়ান তারিখে বিশ্বের বিভিন্ন অঞ্চলে পালিত হয়ে থাকে। যদিও কোনো কোন দেশে আঞ্চলিক সময়সূচীর পরিবর্তে সৌদী আরবের সময়ানুসারে দিবসটি পালিত হয়ে থাকে।

  • ২০০৬: ডিসেম্বর ২৯
  • ২০০৭: ডিসেম্বর ১৯
  • ২০০৮: ডিসেম্বর ৭
  • ২০০৯: নভেম্বর ২৬
  • ২০১০: নভেম্বর ১৫
  • ২০১১: নভেম্বর ৫
  • ২০১২: অক্টোবর ২৫
  • ২০১৩: অক্টোবর ১৪
  • ২০১৪: অক্টোবর ৩
  • ২০১৫: সেপ্টেম্বর ২৩
  • ২০১৬: সেপ্টেম্বর ১১

আরও দেখুন

তথ্যসূত্র

বহি:সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.