রমজান (পঞ্জিকা মাস)
রমজান বা রামাদান (আরবি: رمضان রামাদ্বান্; ফার্সি: رمضان র্যাম্জ়ন্) ইসলামি বর্ষপঞ্জির ৯ম মাস এবং ইসলাম ধর্মমতে সবচেয়ে পবিত্রতম মাস এটি। এই মাসে মুসলমানগণ ধর্ম চর্চার অংশ হিসেবে ভোর থেকে সুর্যাস্তের পর পর্যন্ত সকল প্রকার পানাহার ও যৌনক্রিয়াদি বর্জন করে থাকেন। একে আরবীতে 'সিয়াম' বলে; বাংলাদেশে যা মুলতঃ 'রোযা' বলে পরিচিত।
ঘটনাবলী
এই মাসের কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলি হল:
- ২ রমজান - ঈসা (আ:) তাওরাত প্রাপ্ত হন।
- ১০ রমজান - মুহাম্মদ (স:) এর প্রথম স্ত্রী খাদিজা বিনতে খুওয়াইলিদ ইন্তেকাল করেন।
- ২০ রমজান - মুহাম্মদ (স:) মক্কা বিজয় করেন।
মাসটির শেষ দশ দিনে (সাধারণত বিজোড় রাতে) লাইলাতুল কদর পালন করা হয়। মুসলমানরা এই রাত্রিকে হাজার মাস অপেক্ষা উত্তম রাত্রি বলে বিশ্বাস করেন। হাদীসে লাইলাতুল কদরের ইবাদতের দ্বারা এক হাজার মাস (৮৩ বছর চার মাস) এর ইবাদতের সমপরিমান ছওয়াব পাওয়ার কথা বলা হয়েছ।[1]
আরও দেখুন
তথ্যসূত্র
- রাহমান, মুতীউর (২ আগস্ট ২০১৩)। "মহিমান্বিত লাইলাতুল ক্বদর"। দৈনিক ইত্তেফাক। ১৭ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৮।
বহিঃসংযোগ
- ইসলামী-পশ্চিমী পঞ্জিকা রূপান্তরকারী (গণনাসংক্রান্ত বা ট্যাবুলার পঞ্জিকার উপর ভিত্তি করে)। (ইংরেজি)
- মক্কার জন্য ইসলামী পঞ্জিকা / হিজরি পঞ্জিকা। (ইংরেজি)
- গ্রেগরিয়ান এবং হিজরি দিনের পারস্পরিক পরিবর্তন (দ্বিমুখী)। (ইংরেজি)
- হিজরি মাসের সার-সংক্ষিপ্ত। (কপিরাইটযুক্ত) (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.