১০ মুহররম
১০ মুহররম (আরবি: مُحَرَّم ٠١) ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মুহররমের দশম দিন এবং একই সঙ্গে হিজরী বছরেরও ১০ম দিন। ইসলামি বর্ষপঞ্জি চন্দ্রের আবর্তনের সাথে সংশ্লিষ্ট বলে এই মাস ২৯ অথবা ৩০ দিনে সমাপ্ত হয়।
ঘটনাবলী
- ৬১ হিজরী - কারবালার যুদ্ধ।
জন্মদিন
মৃত্যদিন
- ৬১ হিজরী - ইমাম হোসাইন ইবনে আলী।
ছুটী ও অন্যান্য
- আশুরা - মধ্যপ্রাচ্য ও অন্যান্য ইসলামি দেশসমূহ।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.