টেস্ট ক্রিকেট অভিষেকে শতরান করার তালিকা

একজন খেলোয়াড় তার অভিষেক টেস্ট ক্রিকেট ম্যাচে ব্যাটিং করে সেঞ্চুরি (১০০ রান বা তার বেশি রান) করেছেন, যা তার ব্যাটিং প্রতিভার উল্রেখযোগ্য ঘটনা।[1] মে, ২০১৯ সাল পর্যন্ত ১০৭বার বিশ্বের টেস্টভূক্ত দলগুলোর ১০১জন ব্যাটসম্যান এ ঘটনাটি ঘটিয়েছেন।[2] তন্মধ্যে লরেন্স রোইয়াসির হামিদ তাদের টেস্ট অভিষেকের উভয় ইনিংসেই জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।[3] টেস্টভূক্ত দলগুলোর প্রত্যেকটি দেশই এ সম্মাননার সাথে জড়িত। সর্বাধিক ২০জন অস্ট্রেলীয় ব্যাটসম্যান এই কীর্তি গড়েছেন ও সবচেয়ে কম ২জন জিম্বাবুয়ের[2]

অস্ট্রেলিয়ার চার্লস ব্যানারম্যান সর্বপ্রথম এই কীর্তির অধিকারী, যিনি মার্চ, ১৮৭৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট ইতিহাসের সর্বপ্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৬৫* রান করে এই কীর্তি গড়েন। ঐ খেলায় অস্ট্রেলিয়ার ইনিংসে কোন খেলোয়াড়ই ২০-এর অধিক রান তুলতে সক্ষমতা দেখাননি।[4] ১৯০৩ সাল পর্যন্ত তার এ রানটি সর্বোচ্চ ব্যক্তিগত সর্বোচ্চ ছিল। ইংল্যান্ডের আর. ই. ফস্টার ১৯০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার অভিষেক ইনিংসে ২৮৭ রান তুলেন। ফস্টারের ইনিংসটি ১৯৩০ সাল পর্যন্ত টেস্ট ক্রিকেট অভিষেক সর্বোচ্চ রান হিসেবে অক্ষত ছিল।[3] সাম্প্রতিককালে ইংল্যান্ডের কিটন জেনিংস মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে এ কীর্তির অধিকারী হন।[5]

অভিষেকে টেস্ট সেঞ্চুরি

১ থেকে ১০০

নং রান ব্যাটসম্যান দল বিপক্ষ ইনিংস টেস্ট ভেন্যু তারিখ
১৬৫*চার্লস ব্যানারম্যান অস্ট্রেলিয়া ইংল্যান্ড ১ম১ম মেলবোর্ন ক্রিকেট মাঠ১৫ মার্চ ১৮৭৭
১৫২উইলিয়াম গিলবার্ট গ্রেস ইংল্যান্ড অস্ট্রেলিয়া ১ম১ম ওভাল, লন্ডন৬ সেপ্টেম্বর ১৮৮০
১০৭হ্যারি গ্রাহাম অস্ট্রেলিয়া ইংল্যান্ড ২য়১ম লর্ডস, লন্ডন01893-07-17১৭ জুলাই ১৮৯৩
১৫৪*কুমার শ্রী রঞ্জিতসিংজী ইংল্যান্ড অস্ট্রেলিয়া ৩য়২য় ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার01896-07-16১৬ জুলাই ১৮৯৬
১৩২*পেলহাম ওয়ার্নার ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ৩য়১ম ওল্ড ওয়ান্ডারার্স, জোহেন্সবার্গ01899-02-14১৪ ফেব্রুয়ারি ১৮৯৯
১০৪রেজি ডাফ অস্ট্রেলিয়া ইংল্যান্ড ৩য়২য় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড01902-01-01১ জানুয়ারি ১৯০২
২৮৭আর. ই. ফস্টার ইংল্যান্ড অস্ট্রেলিয়া ২য়১ম সিডনি ক্রিকেট গ্রাউন্ড01903-12-11১১ ডিসেম্বর ১৯০৩
১১৯জর্জ গান ইংল্যান্ড অস্ট্রেলিয়া ১ম১ম সিডনি ক্রিকেট গ্রাউন্ড01907-12-13১৩ ডিসেম্বর ১৯০৭
১১৬রজার হার্টিগান অস্ট্রেলিয়া ইংল্যান্ড ৩য়৩য় অ্যাডিলেড ওভাল01908-01-10১০ জানুয়ারি ১৯০৮
১০১০৪হার্বি কলিন্স অস্ট্রেলিয়া ইংল্যান্ড ৩য়১ম সিডনি ক্রিকেট গ্রাউন্ড01920-12-17১৭ ডিসেম্বর ১৯২০
১১১১০বিল পন্সফোর্ড অস্ট্রেলিয়া ইংল্যান্ড ১ম১ম সিডনি ক্রিকেট গ্রাউন্ড01924-12-19১৯ ডিসেম্বর ১৯২৪
১২১৬৪আর্চি জ্যাকসন অস্ট্রেলিয়া ইংল্যান্ড ২য়৪র্থ অ্যাডিলেড ওভাল01929-02-01১ ফেব্রুয়ারি ১৯২৯
১৩১৭৬জর্জ হ্যাডলি ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ৩য়১ম কেনসিংটন ওভাল, ব্রিজটাউন01930-01-11১১ জানুয়ারি ১৯৩০
১৪১১৭জন মিলস নিউজিল্যান্ড ইংল্যান্ড ১ম২য় বেসিন রিজার্ভ, ওয়েলিংটন01930-01-24২৪ জানুয়ারি ১৯৩০
১৫১০২ইফতিখার আলি খান পতৌদি ইংল্যান্ড অস্ট্রেলিয়া ২য়১ম সিডনি ক্রিকেট গ্রাউন্ড01932-12-02২ ডিসেম্বর ১৯৩২
১৬১৩৬ব্রায়ান ভ্যালেন্টাইন ইংল্যান্ড ভারত ২য়১ম জিমখানা মাঠ, বোম্বে01933-12-15১৫ ডিসেম্বর ১৯৩৩
১৭১১৮লালা অমরনাথ ভারত ইংল্যান্ড ৩য়১ম জিমখানা মাঠ, বোম্বে01933-12-15১৫ ডিসেম্বর ১৯৩৩
১৮১০৬পল গিব ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ৩য়১ম ওল্ড ওয়ান্ডারার্স, জোহেন্সবার্গ01938-12-24২৪ ডিসেম্বর ১৯৩৮
১৯১৪০বিলি গ্রিফিথ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ১ম২য় কুইন্স পার্ক ওভাল, পোর্ট অব স্পেন01948-02-11১১ ফেব্রুয়ারি ১৯৪৮
২০১১২অ্যান্ডি গ্যানটিউম ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ২য়২য় কুইন্স পার্ক ওভাল, পোর্ট অব স্পেন01948-02-11১১ ফেব্রুয়ারি ১৯৪৮
২১১০১*জিম বার্ক অস্ট্রেলিয়া ইংল্যান্ড ৩য়৪র্থ অ্যাডিলেড ওভাল01951-02-02২ ফেব্রুয়ারি ১৯৫১
২২১৩৮পিটার মে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ২য়৪র্থ হেডিংলি, লিডস01951-07-26২৬ জুলাই ১৯৫১
২৩১১০দীপক শোধন ভারত পাকিস্তান ২য়৫ম ইডেন গার্ডেন্স, কলকাতা01952-12-12১২ ডিসেম্বর ১৯৫২
২৪১১৫ব্রুস পাইরাউদেয়াউ ওয়েস্ট ইন্ডিজ ভারত ২য়১ম কুইন্স পার্ক ওভাল, পোর্ট অব স্পেন01953-01-21২১ জানুয়ারি ১৯৫৩
২৫১০৪কোলি স্মিথ ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া ৩য়১ম সাবিনা পার্ক, কিংস্টন01955-03-26২৬ মার্চ ১৯৫৫
২৬১০০*এ. জি. কৃপাল সিং ভারত নিউজিল্যান্ড ১ম১ম ফতেহ ময়দান, হায়দ্রাবাদ01955-11-19১৯ নভেম্বর ১৯৫৫
২৭১৪২কনরাড হান্ট ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান ১ম১ম কেনিসংটন ওভাল, ব্রিজটাউন01958-01-17১৭ জানুয়ারি ১৯৫৮
২৮১০৪*আর্থার মিল্টন ইংল্যান্ড নিউজিল্যান্ড ২য়৩য় হেডিংলি, লিডস01958-07-03৩ জুলাই ১৯৫৮
২৯১১২আব্বাস আলী বেগ ভারত ইংল্যান্ড ৪র্থ৪র্থ ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার01959-07-23২৩ জুলাই ১৯৫৯
৩০১০৫হনুমন্ত সিং ভারত ইংল্যান্ড ১ম৪র্থ ফিরোজ শাহ কোটলা মাঠ, দিল্লি01964-02-08৮ ফেব্রুয়ারি ১৯৬৪
৩১১৬৬খালিদ ইবাদুল্লা পাকিস্তান অস্ট্রেলিয়া ১ম১ম জাতীয় স্টেডিয়াম, করাচি01964-10-24২৪ অক্টোবর ১৯৬৪
৩২১০৫ব্রুস টেলর নিউজিল্যান্ড ভারত ১ম২য় ইডেন গার্ডেন্স, কলকাতা01965-03-05৫ মার্চ ১৯৬৫
৩৩১৫৫ডগ ওয়াল্টার্স অস্ট্রেলিয়া ইংল্যান্ড ১ম১ম ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড01965-12-10১০ ডিসেম্বর ১৯৬৫
৩৪১০৭জন হ্যাম্পশায়ার ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ২য়২য় লর্ডস, লন্ডন01969-06-26২৬ জুন ১৯৬৯
৩৫১৩৭গুন্ডাপ্পা বিশ্বনাথ ভারত অস্ট্রেলিয়া ৩য়২য় গ্রিন পার্ক, কানপুর01969-11-15১৫ নভেম্বর ১৯৬৯
৩৬১০৮গ্রেগ চ্যাপেল অস্ট্রেলিয়া ইংল্যান্ড ২য়২য় ওয়াকা গ্রাউন্ড, পার্থ01970-12-11১১ ডিসেম্বর ১৯৭০
৩৭২১৪লরেন্স রো ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড ১ম১ম সাবিনা পার্ক, কিংস্টন01972-02-16১৬ ফেব্রুয়ারি ১৯৭২
৩৮১০০*লরেন্স রো ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড ৩য়১ম সাবিনা পার্ক, কিংস্টন01972-02-16১৬ ফেব্রুয়ারি ১৯৭২
৩৯১০০*আলভিন কালীচরণ ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড ১ম৪র্থ বোরদা, জর্জটাউন01972-04-06৬ এপ্রিল ১৯৭২
৪০১০৭রডনি রেডমন্ড নিউজিল্যান্ড পাকিস্তান ২য়৩য় ইডেন পার্ক, অকল্যান্ড01973-02-16১৬ ফেব্রুয়ারি ১৯৭৩
৪১১০৬*ফ্রাঙ্ক হেইস ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ৪র্থ১ম দি ওভাল, লন্ডন01973-07-26২৬ জুলাই ১৯৭৩
৪২১০৭গর্ডন গ্রীনিজ ওয়েস্ট ইন্ডিজ ভারত ৩য়১ম এম. চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু01974-11-22২২ নভেম্বর ১৯৭৪
৪৩১০৫*লিওনার্ড বাইচান ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান ৪র্থ১ম গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর01975-02-15১৫ ফেব্রুয়ারি ১৯৭৫
৪৪১০৯গ্যারি কজিয়ের অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ ২য়৩য় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড01975-12-26২৬ ডিসেম্বর ১৯৭৫
৪৫১২৪সুরিন্দর অমরনাথ ভারত নিউজিল্যান্ড ২য়১ম ইডেন পার্ক, অকল্যান্ড01976-01-24২৪ জানুয়ারি ১৯৭৬
৪৬১৬৩জাভেদ মিয়াঁদাদ পাকিস্তান নিউজিল্যান্ড ১ম১ম গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর01976-10-09৯ অক্টোবর ১৯৭৬
৪৭১০০ব্যাসিল উইলিয়ামস ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া ৩য়৩য় বোরদা, জর্জটাউন01978-03-31৩১ মার্চ ১৯৭৮
৪৮১০৩ডার্ক ওয়েলহাম অস্ট্রেলিয়া ইংল্যান্ড ৩য়6th দি ওভাল, লন্ডন01981-08-27২৭ আগস্ট ১৯৮১
৪৯১০০*সেলিম মালিক পাকিস্তান শ্রীলঙ্কা ৩য়১ম জাতীয় স্টেডিয়াম, করাচী01982-03-05৫ মার্চ ১৯৮২
৫০১৬২কেপলার ওয়েসেলস অস্ট্রেলিয়া ইংল্যান্ড ২য়২য় ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড01982-11-26২৬ নভেম্বর ১৯৮২
৫১১৫৯ওয়েন ফিলিপস অস্ট্রেলিয়া পাকিস্তান ১ম১ম ওয়াকা গ্রাউন্ড, পার্থ01983-11-11১১ নভেম্বর ১৯৮৩
৫২১১০মোহাম্মদ আজহারউদ্দীন ভারত ইংল্যান্ড ১ম৩য় ইডেন গার্ডেন্স, কলকাতা01984-12-31৩১ ডিসেম্বর ১৯৮৪
৫৩২০১*ব্রেন্ডন কুরুপ্পু শ্রীলঙ্কা নিউজিল্যান্ড ১ম১ম কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ড01987-04-16১৬ এপ্রিল ১৯৮৭
৫৪১০৭*মার্ক গ্রেটব্যাচ নিউজিল্যান্ড ইংল্যান্ড ৩য়২য় ইডেন পার্ক, অকল্যান্ড01988-02-25২৫ ফেব্রুয়ারি ১৯৮৮
৫৫১৩৮মার্ক ওয়াহ অস্ট্রেলিয়া ইংল্যান্ড ১ম৪র্থ অ্যাডিলেড ওভাল01991-01-25২৫ জানুয়ারি ১৯৯১
৫৬১৬৩অ্যান্ড্রু হাডসন দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ২য়১ম কেনসিংটন ওভাল, ব্রিজটাউন01992-04-18১৮ এপ্রিল ১৯৯২
৫৭১৩২*রমেশ কালুবিতরাণা শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া ২য়১ম সিংহলীজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড, কলম্বো01992-08-17১৭ আগস্ট ১৯৯২
৫৮১২১ডেভ হটন জিম্বাবুয়ে ভারত ১ম১ম হারারে স্পোর্টস ক্লাব01992-10-18১৮ অক্টোবর ১৯৯২
৫৯১০৩প্রবীণ আমরে ভারত দক্ষিণ আফ্রিকা ২য়১ম কিংসমিড ক্রিকেট গ্রাউন্ড, ডারবান01992-11-13১৩ নভেম্বর ১৯৯২
৬০১১৪*গ্রাহাম থর্প ইংল্যান্ড অস্ট্রেলিয়া ৩য়৩য় ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম01993-07-01১ জুলাই ১৯৯৩
৬১১০২*গ্রেগ ব্লিওয়েট অস্ট্রেলিয়া ইংল্যান্ড ২য়৪র্থ অ্যাডিলেড ওভাল01995-01-26২৬ জানুয়ারি ১৯৯৫
৬২১৩১সৌরভ গাঙ্গুলী ভারত ইংল্যান্ড ২য়২য় লর্ডস, লন্ডন01996-06-20২০ জুন ১৯৯৬
৬৩১০৯*মোহাম্মদ ওয়াসিম পাকিস্তান নিউজিল্যান্ড ৪র্থ১ম গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর01996-11-21২১ নভেম্বর ১৯৯৬
৬৪১১৫আলী নাকভি পাকিস্তান দক্ষিণ আফ্রিকা ১ম১ম রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম01997-11-06৬ নভেম্বর ১৯৯৭
৬৫১২৮*আজহার মাহমুদ পাকিস্তান দক্ষিণ আফ্রিকা ১ম১ম রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম01997-11-06৬ নভেম্বর ১৯৯৭
৬৬২১৪ম্যাথু সিনক্লেয়ার নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ১ম২য় বেসিন রিজার্ভ, ওয়েলিংটন01999-12-26২৬ ডিসেম্বর ১৯৯৯
৬৭১০৭ইউনুস খান পাকিস্তান শ্রীলঙ্কা ৩য়১ম রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম02000-02-26২৬ ফেব্রুয়ারি ২০০০
৬৮১৪৫আমিনুল ইসলাম বাংলাদেশ ভারত ১ম১ম বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা02000-11-10১০ নভেম্বর ২০০০
৬৯১১৯হ্যামিল্টন মাসাকাদজা জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজ ৩য়২য় হারারে স্পোর্টস ক্লাব02001-07-27২৭ জুলাই ২০০১
৭০১০৩*থিলান সামারাবীরা শ্রীলঙ্কা ভারত ২য়৩য় সিংহলীজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড02001-08-29২৯ আগস্ট ২০০১
৭১১০৪তৌফিক উমর পাকিস্তান বাংলাদেশ ২য়১ম মুলতান ক্রিকেট স্টেডিয়াম02001-08-29২৯ আগস্ট ২০০১
৭২১১৪মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ শ্রীলঙ্কা ৩য়২য় সিংহলীজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড02001-09-06৬ সেপ্টেম্বর ২০০১
৭৩১০৫বীরেন্দ্র শেওয়াগ ভারত দক্ষিণ আফ্রিকা ১ম১ম শেভ্রোলেট পার্ক, ব্লুমফন্টেইন02001-11-03৩ নভেম্বর ২০০১
৭৪১০৪লু ভিনসেন্ট নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ১ম৩য় ওয়াকা গ্রাউন্ড, পার্থ02001-11-30৩০ নভেম্বর ২০০১
৭৫১০৭স্কট স্টাইরিস নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ১ম২য় কুইন্স পার্ক, সেন্ট জর্জেস02002-06-28২৮ জুন ২০০২
৭৬২২২*জ্যাক রুডল্‌ফ দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ ২য়১ম এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম02003-04-24২৪ এপ্রিল ২০০৩
৭৭১৭০ইয়াসির হামিদ পাকিস্তান বাংলাদেশ ২য়১ম জাতীয় স্টেডিয়াম, করাচী02003-08-20২০ আগস্ট ২০০৩
৭৮১০৫ইয়াসির হামিদ পাকিস্তান বাংলাদেশ ৪র্থ১ম জাতীয় স্টেডিয়াম, করাচী02003-08-20২০ আগস্ট ২০০৩
৭৯১০৫*ডোয়েন স্মিথ ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা ৪র্থ৩য় নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড, কেপ টাউন02004-01-02২ জানুয়ারি ২০০৪
৮০১১২অ্যান্ড্রু স্ট্রস ইংল্যান্ড নিউজিল্যান্ড ২য়১ম লর্ডস, লন্ডন02004-05-20২০ মে ২০০৪
৮১১৫১মাইকেল ক্লার্ক অস্ট্রেলিয়া ভারত ১ম১ম এম. চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু02004-10-06৬ অক্টোবর ২০০৪
৮২১০৪*অ্যালাস্টেয়ার কুক ইংল্যান্ড ভারত ১ম১ম ভিসিএ গ্রাউন্ড, নাগপুর02006-03-01১ মার্চ ২০০৬
৮৩১২৬*ম্যাট প্রায়র ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ১ম১ম লর্ডস, লন্ডন02007-05-17১৭ মে ২০০৭
৮৪১১৭মার্কাস নর্থ অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ১ম১ম নিউ ওয়ান্ডারার্স, জোহেন্সবার্গ02009-02-26২৬ ফেব্রুয়ারি ২০০৯
৮৫১৬৮ফায়াদ আলম পাকিস্তান শ্রীলঙ্কা ৩য়২য় পি সারা ওভাল, কলম্বো02009-02-26২৬ ফেব্রুয়ারি ২০০৯
৮৬১১৯জোনাথন ট্রট ইংল্যান্ড অস্ট্রেলিয়া ৩য়৫ম ওভাল, লন্ডন02009-08-20২০ আগস্ট ২০০৯
৮৭১২৯উমর আকমল পাকিস্তান নিউজিল্যান্ড ২য়১ম ইউনিভার্সিটি ওভাল, ডুনেডিন02009-11-24২৪ নভেম্বর ২০০৯
৮৮১০৪আদ্রিয়ান বারাথ ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া ৩য়১ম ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড02009-11-26২৬ নভেম্বর ২০০৯
৮৯১০০আলভিরো পিটারসন[6] দক্ষিণ আফ্রিকা ভারত১ম২য় ইডেন গার্ডেন্স, কলকাতা02010-02-14১৪ ফেব্রুয়ারি ২০১০
৯০১২০সুরেশ রায়না ভারত শ্রীলঙ্কা ২য়২য় সিংহলী স্পোর্টস ক্লাব, কলম্বো02010-07-26২৬ জুলাই ২০১০
৯১১৩১কেন উইলিয়ামসন নিউজিল্যান্ড ভারত ২য়১ম সরদার প্যাটেল স্টেডিয়াম, আহমেদাবাদ02010-11-04৪ নভেম্বর ২০১০
৯২১১০কির্ক এডওয়ার্ডস ওয়েস্ট ইন্ডিজ ভারত ৩য়৩য় উইন্ডসর পার্ক (ডোমিনিকা), রোজো02011-07-06৬ জুলাই ২০১১
৯৩১৪১শন মার্শ অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ২য়২য় পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম02011-09-08৮ সেপ্টেম্বর ২০১১
৯৪১১৩আবুল হাসান বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ১ম২য় শেখ আবু নাসের স্টেডিয়াম২১ নভেম্বর ২০১২
৯৫১১০*ফাফ দু প্লেসিস দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ৪র্থ২য় অ্যাডিলেড ওভাল২২ নভেম্বর ২০১২
৯৬১৭১হামিশ রাদারফোর্ড নিউজিল্যান্ড ইংল্যান্ড ২য়১ম ইউনিভার্সিটি ওভাল, ডুনেডিন02013-03-08৮ মার্চ ২০১৩
৯৭১৮৭শিখর ধাওয়ান ভারত অস্ট্রেলিয়া ২য়৩য় পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন, মোহালি02013-03-16১৬ মার্চ ২০১৩
৯৮১৭৭রোহিত শর্মা ভারত ওয়েস্ট ইন্ডিজ ২য়১ম ইডেন গার্ডেন্স, কলকাতা02013-11-07৭ নভেম্বর ২০১৩
৯৯১৩৭*জেমস নিশাম নিউজিল্যান্ড ভারত ৩য়২য় বেসিন রিজার্ভ, ওয়েলিংটন02014-02-14১৪ ফেব্রুয়ারি ২০১৪
১০০১০১*স্টিয়ান ফন জিল দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ১ম১ম সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়ন02014-12-17১৭ ডিসেম্বর ২০১৪

১০১ থেকে ২০০

নং রান ব্যাটসম্যান দল বিপক্ষ ইনিংস টেস্ট ভেন্যু তারিখ
১০১১৩০*এ্যাডাম ভোজেস অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ ২য়১ম উইন্ডসর পার্ক, রোজো, ডমিনিকা02015-06-03৩ জুন ২০১৫
১০২১১৫স্টিফেন কুক দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ১ম৪র্থ সেঞ্চুরিয়ন, সেঞ্চুরিয়ন, দক্ষিণ আফ্রিকা02016-01-22২২ জানুয়ারি ২০১৬
১০৩১১২কিটন জেনিংস ইংল্যান্ড ভারত ১ম৪র্থ ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই02016-12-08৮ ডিসেম্বর ২০১৬
১০৪১০৭*টম ব্লান্ডেল নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ২য়১ম ব্যাসিন রিজার্ভ, ওয়েলিংটন02017-12-01১ ডিসেম্বর ২০১৭
১০৫১১৮কেভিন ওব্রায়েন[7] আয়ারল্যান্ড পাকিস্তান ১ম১ম মালাহাইড ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, মালাহাইড02018-05-11১১ মে ২০১৮
১০৬১৩৪পৃথ্বী শ[8] ভারত ওয়েস্ট ইন্ডিজ১ম২য় সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, রাজকূট02018-10-04৪ অক্টোবর ২০১৮
১০৭১০৭বেন ফোকস[9] ইংল্যান্ড শ্রীলঙ্কা ১ম৩য় গালে আন্তর্জাতিক স্টেডিয়াম, গালে02018-11-06৬ নভেম্বর ২০১৮

গ্যাল্যারি

তথ্যসূত্র

  1. Brett, Oliver (১৮ মে ২০০৭)। "Prior shines in England run spree"BBC Sport। BBC। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৫
  2. "Records / Test matches / Batting records / Hundred on debut"ESPNcricinfoESPN। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৫
  3. O'Donnell, George (৮ মার্চ ২০১৩)। "The best batting debuts in Test match history"The Guardian। London: Guardian Media Group। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৫
  4. Forbes, M.Z. (১৯৬৯)। "Bannerman, Charles (1851–1930)"Australian Dictionary of BiographyAustralian National University। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৫
  5. "Records / Test matches / Batting records / Hundred on debut"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৪
  6. "Alviro Petersen: South Africa"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১২
  7. "Only Test, Pakistan tour of Ireland, England and Scotland at Dublin, May 11-15 2018"ESPNcricinfo। ESPN। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৮
  8. "1st Test, West Indies tour of India at Rajkot, Oct 4-8 2018"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৮
  9. "1st Test, England tour of Sri Lanka at Galle, Nov 6-10 2018"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৮

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.