টেস্ট ক্রিকেট অভিষেকে শতরান করার তালিকা
একজন খেলোয়াড় তার অভিষেক টেস্ট ক্রিকেট ম্যাচে ব্যাটিং করে সেঞ্চুরি (১০০ রান বা তার বেশি রান) করেছেন, যা তার ব্যাটিং প্রতিভার উল্রেখযোগ্য ঘটনা।[1] মে, ২০১৯ সাল পর্যন্ত ১০৭বার বিশ্বের টেস্টভূক্ত দলগুলোর ১০১জন ব্যাটসম্যান এ ঘটনাটি ঘটিয়েছেন।[2] তন্মধ্যে লরেন্স রো ও ইয়াসির হামিদ তাদের টেস্ট অভিষেকের উভয় ইনিংসেই জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।[3] টেস্টভূক্ত দলগুলোর প্রত্যেকটি দেশই এ সম্মাননার সাথে জড়িত। সর্বাধিক ২০জন অস্ট্রেলীয় ব্যাটসম্যান এই কীর্তি গড়েছেন ও সবচেয়ে কম ২জন জিম্বাবুয়ের।[2]
অস্ট্রেলিয়ার চার্লস ব্যানারম্যান সর্বপ্রথম এই কীর্তির অধিকারী, যিনি মার্চ, ১৮৭৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট ইতিহাসের সর্বপ্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৬৫* রান করে এই কীর্তি গড়েন। ঐ খেলায় অস্ট্রেলিয়ার ইনিংসে কোন খেলোয়াড়ই ২০-এর অধিক রান তুলতে সক্ষমতা দেখাননি।[4] ১৯০৩ সাল পর্যন্ত তার এ রানটি সর্বোচ্চ ব্যক্তিগত সর্বোচ্চ ছিল। ইংল্যান্ডের আর. ই. ফস্টার ১৯০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার অভিষেক ইনিংসে ২৮৭ রান তুলেন। ফস্টারের ইনিংসটি ১৯৩০ সাল পর্যন্ত টেস্ট ক্রিকেট অভিষেক সর্বোচ্চ রান হিসেবে অক্ষত ছিল।[3] সাম্প্রতিককালে ইংল্যান্ডের কিটন জেনিংস মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে এ কীর্তির অধিকারী হন।[5]
অভিষেকে টেস্ট সেঞ্চুরি
১ থেকে ১০০
১০১ থেকে ২০০
নং | রান | ব্যাটসম্যান | দল | বিপক্ষ | ইনিংস | টেস্ট | ভেন্যু | তারিখ |
---|---|---|---|---|---|---|---|---|
১০১ | ১৩০* | এ্যাডাম ভোজেস | ![]() | ![]() |
২য় | ১ম | উইন্ডসর পার্ক, রোজো, ডমিনিকা | ৩ জুন ২০১৫ |
১০২ | ১১৫ | স্টিফেন কুক | ![]() | ![]() |
১ম | ৪র্থ | সেঞ্চুরিয়ন, সেঞ্চুরিয়ন, দক্ষিণ আফ্রিকা | ২২ জানুয়ারি ২০১৬ |
১০৩ | ১১২ | কিটন জেনিংস | ![]() | ![]() |
১ম | ৪র্থ | ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই | ৮ ডিসেম্বর ২০১৬ |
১০৪ | ১০৭* | টম ব্লান্ডেল | ![]() | ![]() |
২য় | ১ম | ব্যাসিন রিজার্ভ, ওয়েলিংটন | ১ ডিসেম্বর ২০১৭ |
১০৫ | ১১৮ | কেভিন ওব্রায়েন[7] | ![]() | ![]() |
১ম | ১ম | মালাহাইড ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, মালাহাইড | ১১ মে ২০১৮ |
১০৬ | ১৩৪ | পৃথ্বী শ[8] | ![]() | ![]() | ১ম | ২য় | সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, রাজকূট | ৪ অক্টোবর ২০১৮ |
১০৭ | ১০৭ | বেন ফোকস[9] | ![]() | ![]() |
১ম | ৩য় | গালে আন্তর্জাতিক স্টেডিয়াম, গালে | ৬ নভেম্বর ২০১৮ |
গ্যাল্যারি
তথ্যসূত্র
- Brett, Oliver (১৮ মে ২০০৭)। "Prior shines in England run spree"। BBC Sport। BBC। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৫।
- "Records / Test matches / Batting records / Hundred on debut"। ESPNcricinfo। ESPN। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৫।
- O'Donnell, George (৮ মার্চ ২০১৩)। "The best batting debuts in Test match history"। The Guardian। London: Guardian Media Group। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৫।
- Forbes, M.Z. (১৯৬৯)। "Bannerman, Charles (1851–1930)"। Australian Dictionary of Biography। Australian National University। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৫।
- "Records / Test matches / Batting records / Hundred on debut"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৪।
- "Alviro Petersen: South Africa"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১২।
- "Only Test, Pakistan tour of Ireland, England and Scotland at Dublin, May 11-15 2018"। ESPNcricinfo। ESPN। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৮।
- "1st Test, West Indies tour of India at Rajkot, Oct 4-8 2018"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৮।
- "1st Test, England tour of Sri Lanka at Galle, Nov 6-10 2018"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৮।
আরও দেখুন
- টেস্ট ক্রিকেট
- টেস্ট ক্রিকেট মাঠের তালিকা
- টেস্ট ক্রিকেট রেকর্ডের তালিকা
- টেস্ট ক্রিকেটে হ্যাট্রিকের তালিকা
- টেস্ট ক্রিকেটে ত্রি-শতকের তালিকা
- টেস্ট ক্রিকেট আম্পায়ারদের তালিকা
- টেস্ট ক্রিকেট অভিষেকে ৫ উইকেট লাভকারী বাংলাদেশী ক্রিকেটারদের তালিকা