চারুচন্দ্র অধিকারী
চারুচন্দ্র অধিকারী (ইংরেজি: Charuchandra Adhikari) (১৮৬৮ - ১৯২৮) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী। বিংশ শতাব্দীর প্রথম দশকে স্বদেশী আন্দোলনে অংশগ্রহণ করেন এবং পরে অনুশীলন সমিতির সদস্যভুক্ত হন। বিপ্লবী কার্যকলাপের জন্য কারাবাস করেন।[1] তিনি ব্রিটিশ রাজের জেলে মোট ১২ বছর বন্দি ছিলেন।[2]
চারুচন্দ্র অধিকারী | |
---|---|
জন্ম | ১৮৬৮ |
মৃত্যু | ১৯২৮ |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারতীয় পাকিস্তানী |
আন্দোলন | ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন |
জন্ম ও শিক্ষা
চারুচন্দ্র অধিকারীর জন্ম নেত্রকোনা জেলার মদন উপজেলার বাড়রী গ্রামে। তার পিতার নাম গোপালচন্দ্র অধিকারী। তার স্কুলজীবন কাটে নিজ গ্রামে এবং কেন্দুয়ার আশুজিয়ায়।[1][2]
তথ্যসূত্র
- দরজি আবদুল ওয়াহাব, ময়মনসিংহের চরিতাভিধান, ময়মনসিংহ জেলা দ্বিশতবার্ষিকী উদযাপন কর্তৃপক্ষ, ময়মনসিংহ, বাংলাদেশ, এপ্রিল ১৯৮৯, পৃষ্ঠা ২৩৭।
- ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, জেলে ত্রিশ বছর, পাক-ভারতের স্বাধীনতা সংগ্রাম, ধ্রুপদ সাহিত্যাঙ্গন, ঢাকা, ঢাকা বইমেলা ২০০৪, পৃষ্ঠা ২১৩।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.