নামিবিয়া জাতীয় ক্রিকেট দল
নামিবিয়া ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নামিবিয়ার প্রতিনিধিত্বকারী ক্রিকেট দল। ১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্যের মর্যাদা লাভকারী ‘ক্রিকেট নামিবিয়া’ সংস্থা দলটিকে পরিচালনা করছে।[1] ২০০৭ সালে হাই পারফরম্যান্স প্রোগ্রামের অংশ হিসেবে এ দল রয়েছে।[2] দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপে নামিবিয়া অংশগ্রহণ করলেও গ্রুপ পর্বের সবগুলো খেলাতেই পরাজিত হয়।[3] বর্তমানে দলটি আইসিসি আন্তঃমহাদেশীয় কাপে খেলছে।
নামিবিয়া | |
![]() নামিবিয়া | |
আইসিসি সদস্যপদ অনুমোদন | ১৯৯২ |
আইসিসি সদস্য মর্যাদা | সহযোগী সদস্য |
আইসিসি উন্নয়ন অঞ্চল | আফ্রিকা |
বিশ্ব ক্রিকেট লীগ বিভাগ | প্রথম |
অধিনায়ক | সারেল বার্গার |
কোচ | ডগ ওয়াটসন |
আনুষ্ঠানিকভাবে ১ম খেলা | ১৯৫৪, লাইসবিক পার্ক, উইন্ডহক (দক্ষিণ-পশ্চিম আফ্রিকা) |
একদিনের আন্তর্জাতিক | |
খেলার সংখ্যা | ৬ |
জয়/পরাজয় | ০/৬ |
প্রথম শ্রেণীর ক্রিকেট | |
খেলার সংখ্যা | ১০৭ |
জয়/পরাজয় | ২৩/৫৩ |
লিস্ট এ ক্রিকেট | |
খেলার সংখ্যা | ১৪০ |
জয়/পরাজয় | ৪৭/৮৯ |
টুয়েন্টি২০ ক্রিকেট | |
খেলার সংখ্যা | ৬২ |
জয়/পরাজয় | ২৮/৩০ |
আইসিসি বিশ্বকাপ বাছাইপর্ব | |
অংশগ্রহণ | ৪ (১৯৯৪-এ প্রথম) |
সেরা ফলাফল | রানার্স আপ, ২০০১ |
৮ সেপ্টেম্বর, ২০১৪ হিসাবে |
২০০৩ ক্রিকেট বিশ্বকাপ
কানাডায় অনুষ্ঠিত ২০০১ সালের আইসিসি ট্রফির মাধ্যমে নামিবিয়া ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপে খেলার সূচনা ঘটায়। টরন্টো ক্রিকেট, স্কেটিং ও কার্লিং ক্লাবে অনুষ্ঠিত ফাইনালে নেদারল্যান্ডস দলের কাছে পরাজিত হলেও নামিবিয়া প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা লাভ করে।[4] তারপর এপ্রিল, ২০০২ সালে নামিবিয়ায় আইসিসি ৬-জাতি চ্যালেঞ্জ প্রতিযোগিতার আয়োজন করে চতুর্থ স্থান দখল করে।[5] ঐ বছরের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত ২০০২ সালের আফ্রিকান কাপে গ্রুপ পর্বের খেলায় কেবলমাত্র তাঞ্জানিয়া দলকে পরাজিত করে ও গ্রুপে চতুর্থ স্থান দখল করে।[6] এর কয়েক সপ্তাহ পর জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে চার খেলাতেই পরাজিত হয়।[7] জিম্বাবুয়ে সফরের তুলনায় সফরকারী কেনিয়ার বিপক্ষে চার খেলার একদিনের সিরিজে সফলতা বেশী পায়।[8] এরপর শীর্ষস্তরের দক্ষিণ আফ্রিকার ঘরোয়া একদিনের ক্রিকেট স্ট্যান্ডার্ড কাপে অংশ নিলেও পাঁচ খেলার সবকটিতেই পরাজিত হয়।[9] জানুয়ারি, ২০০৩ সালে বাংলাদেশ নামিবিয়া সফর করে ও পাঁচটি একদিনের সিরিজে ৪-১ ব্যবধানে জয় পায়।[10]
১০ ফেব্রুয়ারি, ২০০৩ সালে হারারেতে বিশ্বকাপের খেলায় জিম্বাবুয়ে দল ৮৬ রানে নামিবিয়াকে পরাজিত করে।
তথ্যসূত্র
- Namibia at Cricket Archive
- Denmark added to ICC High Performance Program ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ সেপ্টেম্বর ২০০৭ তারিখে, ICC Europe Media Release, 20 December 2006 at European Cricket Council
- 2003 World Cup at Cricinfo
- Scorecard of 2001 ICC Trophy Final, 15 July 2001 at Cricket Archive
- 2002 ICC 6 Nations Challenge Points Table at Cricket Archive
- 2002 Africa Cup at CricketEurope
- Namibia in Zimbabwe 2002/03 at Cricket Archive
- Namibia in Kenya 2002/03 at Cricket Archive
- Standard Bank Cup 2002/03 Points Table at Cricket Archive
- Bangladesh in Namibia 2002/03 at Cricket Archive
আরও পড়ুন
- South African Cricket Annual – various editions
- Wisden Cricketers' Almanack – various editions
- Cricket Namibia official site